1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান

১৬ অক্টোবর ২০২১

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারে জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে৷

ASEAN Logo
ছবি: picture alliance/Zoonar

চলতি মাসের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগলোর জোট আসিয়ান-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে৷

জোটটি জানায়, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাশীল এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখলের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আসিয়ানের সাথে যে আলোচনা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জান্তা সরকার৷ আর এ কারণেই এমন সিদ্ধান্ত আসিয়ানের৷

প্রতিক্রিয়ায় জান্তা সরকারের মুখপাত্র যো মিন টুন বিদেশি বিনোয়গকারী, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন৷

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিকবাহিনী৷ প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করে রাজনৈতিক নেতাকর্মীরা৷

জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে৷ তাছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷

কী বলছে আসিয়ান?

আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবারের এক জরুরি বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং লাইংকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়৷

এক বিবৃতিতে জোটটি জানায়, আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলোর কেউ কেউ মিয়ানমারকে দেশটির অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া দাবি জানিয়ে সুপারিশ করে৷ পরে মিয়ানমারের একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়৷

এদিকে, জান্তা সরকারে বিরোধীদের জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষ থেকেও সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ চেয়ে আসিয়ানের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে৷

আরআর/এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ