আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের জান্তা প্রধান
১৬ অক্টোবর ২০২১
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারে জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না৷ তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে৷
বিজ্ঞাপন
চলতি মাসের ২৮-২৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগলোর জোট আসিয়ান-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে৷
জোটটি জানায়, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাশীল এনএলডিকে সরিয়ে ক্ষমতা দখলের পর দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আসিয়ানের সাথে যে আলোচনা হয়েছিল তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে জান্তা সরকার৷ আর এ কারণেই এমন সিদ্ধান্ত আসিয়ানের৷
প্রতিক্রিয়ায় জান্তা সরকারের মুখপাত্র যো মিন টুন বিদেশি বিনোয়গকারী, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন৷
জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় এখন পর্যন্ত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে৷ তাছাড়া কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷
কী বলছে আসিয়ান?
আসিয়ানের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শুক্রবারের এক জরুরি বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং লাইংকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়৷
এক বিবৃতিতে জোটটি জানায়, আসিয়ানের সদস্যরাষ্ট্রগুলোর কেউ কেউ মিয়ানমারকে দেশটির অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া দাবি জানিয়ে সুপারিশ করে৷ পরে মিয়ানমারের একজন অরাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়৷
এদিকে, জান্তা সরকারে বিরোধীদের জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষ থেকেও সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ চেয়ে আসিয়ানের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে৷
আরআর/এআই (এএফপি, রয়টার্স)
সেনাবাহিনীর বিরুদ্ধে একজোট মিয়ানমারের আদিবাসী সশস্ত্র গোষ্ঠী
মিয়ানমারের আদিবাসী সশস্ত্র গোষ্ঠীগুলো একজোট হয়ে লড়াই শুরু করছে সেনাবাহিনীর বিরুদ্ধে৷ দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ৫শ’রও বেশি মানুষ নিহত হয়েছে৷ বিস্তারিত ছবিঘরে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
চুক্তি ভঙ্গ
রেস্টোরেশন কাউন্সিল অফ শান স্টেট আরসিএসএস এবং কেএনইউ এর নেতারা জানিয়েছেন, সামরিক জান্তার তাদের সাথে অস্ত্রবিরতির চুক্তি ভেঙে তাদের এলাকায় হামলা শুরু করেছে৷ আদিবাসী সশস্ত্র গোষ্ঠীদের একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তারা৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
মতবিরোধ
আদিবাসী নেতারা এটাও বলছেন ৭০ বছর ধরে এই দলগুলো কোন একটি বিষয়ে একমত হতে পারে না৷ আর এ কারণেই প্রত্যেকে আলাদাভাবে যুদ্ধ করে যাচ্ছে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
পালাচ্ছে কারেন রাজ্যের মানুষ
২৮ মার্চে তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে আদিবাসীদের রাজ্য কারেনের মানুষরা একটি স্থানে আশ্রয় নিয়েছেন৷ স্থানটি কোথায় তাদের নিরাপত্তার কারণে তা জানানো হয়নি৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা
মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলা থেকে বাঁচতে কারেন রাজ্যের একটি স্থানে আশ্রয় নিয়েছেন কারেন জাতিগোষ্ঠীর অনেক মানুষ৷ ফেসবুক থেকে ছবিটি সংগ্রহ করেছে রয়টার্স৷
ছবি: Free Burma Rangers/REUTERS
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে একজোট হচ্ছে আদিবাসী শসস্ত্র গোষ্ঠীগুলো৷ এর মধ্যে অন্যতম কারেন্নি ন্যাশনাল পোগ্রেসিভ পার্টি৷ এর জাতিগোষ্ঠীর যোদ্ধারা থাই সীমান্তে একজোট হয়ে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করেছে৷ বেশ কয়েক বছর ধরে তারা জান্তার বিরুদ্ধে লড়াই করছে থাইল্যান্ডের পূর্বাঞ্চলের জঙ্গলে থেকে৷
ছবি: Monika Griebeler
থাইল্যান্ড সীমান্তে শরণার্থীদের ভিড়
কারেন গোষ্ঠীর মানুষ থাইল্যান্ডের মাই হং সোন নদীর সীমান্তে জড়ো হয়েছেন, নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন তারা৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
থাইল্যান্ডের গ্রামে আহতরা
থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের থাই প্রদেশ মাই হং সোন এর মাই সাম লিপ গ্রামে চিকিৎসা নিচ্ছেন মিয়ানমারের সহিংসতায় আহত মানুষ৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
কারেন ন্যাশনাল পার্টি
মিয়ানমারের আদিবাসী গোষ্ঠীর অন্যতম শক্তিশালী একটি দল হল কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ৷ দক্ষিণপূর্বাঞ্চলের কারেন রাজ্যের এই দলটি জানিয়েছে মিয়ানমারের বিক্ষোভকারীদের রক্ষায় তাদের যোদ্ধাদের রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
জান্তার ঘাঁটিতে হামলা
সামরিক জান্তার বিভিন্ন ঘাঁটিতে তাদের সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা৷ উত্তরে একই ধরনের হামলা চালিয়েছে কোচিন ইনডেপেন্ডেন্স পার্টি৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
গেরিলা দলগুলোর হামলা
৩১ মার্চ আরাকার আর্মিসহ তিনটি অন্য গেরিলাদল পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে প্রতিরোধ গড়ে তুলেছে৷ তাদের আন্দোলনকে ‘বসন্ত বিপ্লব’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে সামরিকবাহিনী হত্যা বন্ধ না করলে তারা সরাসরি যুদ্ধ শুরু করবে৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
জাতীয় ঐক্যমতের সরকার
সু চি’র দলের পার্লামেন্ট সদস্য, যারা আত্মগোপনে আছেন তারা পহেলা এপ্রিল জাতীয় ঐক্যমতের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন৷ সেখানে আদিবাসী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন তারা৷ অনলাইনে তারা এইসব জাতিগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
কেন্দ্রীয় সেনাবাহিনী গঠন
বেসামরিক সরকারের আন্তর্জাতিক মুখপাত্র ড. সাসা রয়টার্সকে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সংবিধানের খসড়া প্রস্তুত, যেখানে নৃগোষ্ঠী এবং বেসামরিক নেতারা মিলে একটি কেন্দ্রীয় সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছেন, যে সেনাবাহিনী বর্তমান সামরিক জান্তার বিকল্প হবে, একে তারা নাম দিয়েছেন ‘তাতমাদো’৷ তাদের মতে, এ ধরনের কেন্দ্রীয় সেনাবাহিনীই পারবে গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধার করতে৷
ছবি: picture-alliance/dpa/epa/N. C. Niang
সেনা সংখ্যা
ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক অ্যান্টনি ডেভিস জানিয়েছেন, মিয়ানমারে আদিবাসীদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ৭৫ হাজার৷ অন্যদিকে, মিয়ানমার সেনাবাহিনীতে সদস্য প্রায় সাড়ে তিন লাখ৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
নিহত পাঁচশর বেশি মানুষ
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাতে নিহতের সংখ্যা এরইমধ্যে ৫০০ ছাড়িয়েছে৷