1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসিয়া বিবি ‘ক্যানাডার জন্য’ পাকিস্তান ছেড়েছেন

৮ মে ২০১৯

সম্প্রতি ব্লাসফেমি আইনে দেয়া মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়া পাকিস্তানের খ্রিষ্টান নারী আসিয়া বিবি ক্যানাডার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন৷ সঙ্গে তাঁর স্বামী আশিক মাসিহ’ও রয়েছেন৷

Asia Bibi
ছবি: Getty Images/AFP/M. Bureau

‘‘বিবি এখনও ক্যানাডা পৌঁছেননি৷ তাঁর কন্যারা ক্যালগেরিতে মায়ের পৌঁছার জন্য অপেক্ষা করছে৷ ক্যানাডার কর্তৃপক্ষ এই পরিবারকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখবে এবং বিবি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না,’’ ডয়চে ভেলেকে জানান বিবির পরিবারের এক সদস্য৷

মঙ্গলবার দিনের শেষে ফ্লাইট ছাড়ার আগে আসিয়া বিবির পরিবার ডয়চে ভেলেকে জানান, তাঁদের গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে৷

উল্লেখ্য, ২০০৯ সালের জুন মাসে লাহোরের কাছে শেখুপুরা এলাকায় ফল পাড়তে গিয়ে অন্য নারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চার সন্তানের জননী আসিয়া বিবি মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে৷ ওই অভিযোগে ব্লাসফেমি আইনের আওতায় ২০১০ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷ এরপর দীর্ঘ আট বছর কারাভোগ করতে হয় তাঁকে৷

এরপর ছয়মাস আগে সুপ্রিম কোর্ট আসিয়া বিবিকে মুক্তির রায় দেন৷ এরপর তাঁকে করাচিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়, কারণ কট্টরপন্থি ইসলামিস্টরা তাঁকে হত্যার হুমকি দিয়েছিল৷

এছাড়া তেহরিক-ই-লাব্বাইক বা টিএলপি নামের একটি দল সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করে৷ সেইসময় পাকিস্তান তিনদিনের জন্য অচল হয়ে পড়েছিল৷ 

এরপর সরকারের সঙ্গে একটি চুক্তির পর তারা বিক্ষোভ থামিয়েছিল৷ চুক্তির আওতায় টিএলপি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা থেকে সরে আসে৷ বিনিময়ে দলটি আসিয়া বিবিকে ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’ বা ইসিএল তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়৷ উল্লেখ্য, ইসিএল তালিকায় এমন ব্যক্তিদের নাম রাখা হয়, যাঁদের উপর পাকিস্তান ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়৷

হারুন জানজুয়া/জেডএইচ

২০১৮ সালের অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ