1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আস্ত ট্রাক টেনে তুলেছে ঘোড়া!

১৭ ডিসেম্বর ২০১৮

এক অসাধারণ কাজ করে দেখিয়েছে দুই ঘোড়া৷ বরফে আটকে যাওয়া একটি ট্রাককে টেনে তুলতে সক্ষম হয়েছে তারা৷

Deutschland Kinderskifahren
ছবি: picture alliance/dpa/P. Schulze

ঘটনা মিনেসোটার৷ তীব্র তুষারপাতের মধ্যে আটকে যায় একটি ট্রাক৷ প্রত্যন্ত এক অঞ্চলে সেই ট্রাককে উদ্ধারে এগিয়ে আসে দু'টি বেলজিয়ান ড্রাফট হর্স৷

ঘোড়া দু'টির বয়স ১৩ বছর৷ সেগুলোর মালিক জ্যাকব এবং লিজি হার্সবের্গার৷ ঘোড়া দু'টি অতীতে ছোটখাটো নানা বাহন টানলেও আস্ত ট্রাক আগে কখনো টেনে তোলার অভিজ্ঞতা ছিল না৷

ঘোড়ার মালিক অবশ্য ঘোড়াদের জন্য কাজটা কিছুটা সহজ করতে ট্রাক এবং ঘোড়াদের সঙ্গে সংযুক্ত দড়ির মাঝখানে একটি টায়ার আটকে দিয়েছিলেন৷ এতে করে ঘোড়াগুলো ট্রাকের পুরো ওজন সামনে টানার আগে কিছুটা সময় পেয়েছিল৷

গত পাঁচ ডিসেম্বরের এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে৷ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সামাজিক যোগাযোগ পাতাতেও ভিডিওটি প্রচার করা হয়েছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ