1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজস্লোভাকিয়া

আস্থাভোটে হার, ভেঙে গেল স্লোভাকিয়ার সরকার

১৬ ডিসেম্বর ২০২২

শেষ মুহূর্তে অর্থমন্ত্রীর পদত্যাগও বাঁচাতে পারলো না স্লোভাকিয়ার সরকার।

স্লোভাকিয়ায় সরকারের পতন
ছবি: Petr David Josek/ASSOCIATED PRESS/picture alliance

বৃহস্পতিবার স্লোভাকিয়ার সরকারের বিরুদ্ধে আস্থাভোট হয় স্লোভাকিয়ার পার্লামেন্টে। প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের জোট সরকার চালাচ্ছিলেন। একক সংখ্যাগরিষ্ঠতা তার ছিল না। বৃহস্পতিবার ১৫০ জন সাংসদের পার্লামেন্টে ৭৮ জন তার বিরুদ্ধে ভোট দেন। ফলে সরকারের প্রতি পার্লামেন্টের অনাস্থা স্পষ্ট হয়। ভেঙে পড়ে সরকার।

গত বেশ কয়েকমাস ধরে অর্থমন্ত্রী ইগর ম্যাতোভিচের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আস্থাভোটে জিততে শেষ মুহূর্তে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এডুয়ার্ড। কিন্তু তাতেও লাভ হয়নি। তার জোটসঙ্গীরাই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে।

আর কয়েকদিনের মধ্যেই বছর শেষ হয়ে যাবে। তার আগে বাজেট পেশ করার কথা ছিল সরকারের। চলতি পরিস্থিতিতে তা-ও সম্ভব হবে না। এবার দেশের প্রেসিডেন্টকে ঠিক করতে হবে তিনি কেয়ারটেকার সরকার তৈরি করে কাজ চালাবেন, নাকি নতুন করে ভোটের ব্যবস্থা করবেন। প্রেসিডেন্ট চাইলে বর্তমান প্রধানমন্ত্রীকেই নতুন করে সরকার গঠনের সুযোগ দিতে পারেন। অথবা, বিভিন্ন দল থেকে নেতাদের নিয়ে তিনি একটি কেয়ারটেকার মন্ত্রিসভা গঠন করতে পারেন। অথবা, নতুন ভোটের ঘোষণা দিতে পারেন।

নতুন করে ভোট হলে বিরোধীদের পাল্লা ভারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে একইসঙ্গে তাদের বক্তব্য, আপাতত একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অবস্থায় কোনো দলই নেই।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ