1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেকটি বাংলাদেশি দলকে জার্মানি থেকে ফেরত

১৯ জানুয়ারি ২০২২

আশ্রয়ের আবেদন বাতিল হওয়া বাংলাদেশি অভিবাসীদের একটি দলকে মঙ্গলবার ঢাকায় ফেরত পাঠিয়েছে বার্লিন৷ গত আড়াই মাসের মধ্যে এটি এমন দ্বিতীয় ঘটনা৷

ছবি: bdnews24.com

তিনটি সূত্র ইনফোমাইগ্রেন্টসকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর এই তথ্য নিশ্চিত করেছে৷ তাদের বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে৷ একটি সূত্র জানিয়েছে, ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চার জন ও রোমানিয়া থেকে পাঠানো তিন জন ছিলেন৷

ঢাকার একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন৷

এদিকে আশ্রয় আবেদন বাতিল হওয়া ৫০ থেকে ৬০ জন বাংলাদেশিকে সম্প্রতি ট্রাভেল পারমিট ইস্যু করার কথা জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া৷ ইনফোমাইগ্রেন্টসকে তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স প্রতিবেদন পাওয়ার পরে আমরা তাদের ট্রাভেল পারমিট ইস্যু করেছি৷ তাদের মধ্যে কতজনকে ফেরত পাঠানো হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এই দলটিকে বাংলাদেশে পৌঁছে দিতে শতাধিক জার্মান নিরাপত্তা কর্মকর্তারও ভিসা ইস্যু করেছিল দূতাবাস৷ তিনি বলেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে সাধারণত প্রত্যেক যাত্রীর সঙ্গে দুইজন বা তিনজন নিরাপত্তাকর্মী উপস্থিত থাকেন৷

ফেরত পাঠানো হয়েছে আগেও

এর আগে আশ্রয় আবেদন বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের আরেকটি দলকে গত অক্টোবরে ফেরত পাঠিয়েছে বার্লিন৷ সেখানে মোট ৩২ জন ছিলেন বলে জানান মোশাররফ হোসেন ভূঁইয়া৷

তিনি ইনফোমাইগ্রেন্টসকে বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বসবাসের অনুমতি নেই এমন বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে সহায়তা করতে বাংলাদেশ ও ইইউ এর মধ্যে ২০১৭ সালে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)' স্বাক্ষরিত হয়৷ আমরা সেই চুক্তি অনুসরণ না করলে আমাদের উপর ভিসা কড়াকড়ি আরোপ করতে পারে ইইউ৷''

অক্টোবরে ইনফোমাইগ্রেন্টসকে রাষ্ট্রদূত জানান, ২০১৭ সাল থেকে তখন পর্যন্ত ৮১৬ জনের জন্য ‘ট্রাভেল ডকুমেন্ট' ইস্যু করতে বাংলাদেশের প্রতি জার্মানি অনুরোধ জানিয়েছিল৷ তবে তিনি বলেন, ‘‘এদের মধ্যে অনেকে ইতোমধ্যে জার্মানি ছেড়ে চলে গেছেন৷ ফলে জার্মানি এখন আটশ'র বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে এটা বলা ঠিক নয়৷ বর্তমানের সংখ্যাটি অনেক কম৷''

অনিয়মিত অভিবাসী ফেরাতে ইউরোপের চাপ

ইউরোপীয় কমিশন সম্প্রতি বাংলাদেশ, ইরাক ও গাম্বিয়ার নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছে, যদি তারা ইউরোপে অবস্থানরত বৈধ বসবাসের অধিকার নেই এমন দেশগুলোর নাগরিকদের ফিরিয়ে নিতে সহায়তা না করে৷

১৫ জুলাই ইউরোপীয় কাউন্সিলের কাছে পাঠানো এই প্রস্তাবে বাংলাদেশ ছাড়াও ইরাক ও গাম্বিয়াকেও যুক্ত করা হয়েছে৷ ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ কাগজবিহীন অভিবাসীদের ফেরত নেয়ার ব্যাপারে দেশগুলোর সহাযোগিতা আরো জোরদার করতে এই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলে মনে করছে তারা৷

বাংলাদেশ সরকার এরকম নিষেধাজ্ঞা এড়াতে দূতাবাসগুলোর প্রতি স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তার নির্দেশনা দিয়েছে৷ গত মাসে ঢাকার সহায়তায় ১৯ জনকে ফেরত পাঠিয়েছে গ্রিস৷ ২০১৬ সালের পর গ্রিস থেকে প্রথমবারের মতো অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা এটি৷

এই বিষয়ে গ্রিসের সঙ্গে বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি হয়েছে বলে দেশটির গণমাধ্যমকে জানান গ্রিক অভিবাসী ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি৷

প্রথম প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২১ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ