আয়ারল্যান্ডের বাদ্যযন্ত্র ইলেন পাইপস৷ আঠার শতকে এর আবির্ভাব হয়েছিল৷ উচ্চবিত্তরা এটি বেশ পছন্দ করতেন৷ ষাটের দশকে এটি বিলুপ্ত হওয়ার আশংকা দেখা দিয়েছিল৷ তবে এখনও আইরিশদের বিনোদন দিয়ে যাচ্ছে ইলেন পাইপ৷
বিজ্ঞাপন
কেভিন রোসাম আয়ারল্যান্ডের অন্যতম সেরা ইলেন পাইপ বাজিয়ে৷ এটি বাজানোর সময় শিল্পী তাঁর কনুই দিয়ে পাম্প করে ভেতরে বাতাস ঢোকান৷ স্কটল্যান্ডের বিখ্যাত ব্যাগপাইপে এমনটি করা হয়না৷ রোসাম বলেন, ‘‘ইলেন পাইপ চ্যান্টারের দুটি অকটেভ আছে৷ সুর সৃষ্টির জন্য আছে রেগুলেটর৷ আমি এই পাইপের মৃদু শব্দ পছন্দ করি, আমার মধুর শব্দ ভালো লাগে, মধুর সুর...৷''
ইলেন পাইপ সাধারণত ঘরে বাজানো হয়৷ ডাবলিনের কোবলস্টোন পাব-এ প্রতি সন্ধ্যায় লাইভ মিউজিকের আয়োজন করা হয়৷ সেখানে অংশ নেয়া লোকশিল্পীদের কাছে ইলেন পাইপের শব্দের আলাদা মর্ম রয়েছে৷ যেমন একজন বলছেন, ‘‘আমার মনে হয়, এটি আয়ারল্যান্ডের অন্যতম পুরনো বাদ্যযন্ত্র৷ দারুণ শব্দ৷''
ছয় প্রজন্ম ধরে কেভিন রোসামের পরিবার ইলেন পাইপ বাজাচ্ছেন৷
আঠারো শতকের দিকে ইলেন তথা ইউনিয়ন পাইপের আবির্ভাব ঘটে৷ বহু বছর এটি উচ্চবিত্তদের মধ্যে জনপ্রিয় ছিল৷ তবে ১৯৬০ এর দশকে এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল৷
কেভিন রোসামের পিতামহ লিও রোসাম এই যন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ তিনি একজন সংগীতজ্ঞ ও শিক্ষক ছিলেন৷ ইলেন পাইপও বানাতেন৷ তাঁর বানানো প্রিয় পাইপ এখন আয়ারল্যান্ডের জাতীয় জাদুঘরে রাখা আছে৷
ইয়েন্স ফন লার্শার/জেডএইচ
৫টি অদ্ভূত বাদ্যযন্ত্র, যা আপনাকে বিস্মিত করবে
সংগীতের সঙ্গে যারা জড়িত, তারা জানেন, হাতের কাছে পাওয়া যায় এমন যে কোনো কিছু দিয়েই সুর সৃষ্টি হতে পারে৷ বরফ থেকে শুরু করে সবজি – এমন কিছু বস্তু দিয়ে যে সুর সৃষ্টি করা যায়, জানতেন কি? দেখুন ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa
বরফের তৈরি বাদ্যযন্ত্র
বরফের শব্দ অন্য যে কোনো বস্তুর থেকে একেবারেই আলাদা৷ অনেকেই এই সুরকে উষ্ণতার সঙ্গে তুলনা করেন৷ আইস মিউজিক ফেস্টিভেলে প্রতি বছর হাজারো পর্যটক বরফের সুর ও সৌন্দর্য দেখতে হাজির হন৷ এক একটি বাদ্যযন্ত্র তৈরি করতে কমপক্ষে ১২ ঘণ্টা লাগে৷ তবে লক্ষ্য রাখার বিষয় হলো, কনসার্টের আগ পর্যন্ত এটি গলে যায় কিনা, সেটা শিল্পীর ভাগ্যের উপর নির্ভর করে৷
ছবি: DW
নিত্য ব্যবহার্য জিনিস দিয়ে সংগীত সৃষ্টি
স্কটিশ ভিডিও শিল্পী জেমস প্রোভান ইউটিউবে নিজেকে ‘গির২০০৭’ নামে উপস্থাপন করেন৷ তার বিকল্প বাদ্যযন্ত্র দিয়ে তৈরি ক্লিপগুলো ১ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে৷ তার ভিডিও ‘হাউজ বিট’ এ নিজের বাবা-মা’র পুরো বাড়িটিকে কিছুক্ষণের জন্য বাদ্যযন্ত্রে পরিণত করেছিলেন তিনি৷
ছবি: DW
ফ্লপি ডিস্ক ড্রাইভ থেকে গান
পোলিশ মিউজিশিয়ান পাওয়েল জাদ্রোনিয়াক কম্পিউটারের ৮টি হার্ড ড্রাইভ ব্যবহার করে এবং দুটি স্ক্যানার যুক্ত করে মিউজিক সৃষ্টি করেন৷ যন্ত্রগুলো থেকে বাজিং, ভাইব্রেটিং এবং চ্যাটারিংয়ের প্রোগ্রাম বানিয়ে একে অপরের সঙ্গে যুক্ত করে ছোট ছোট সুর সৃষ্টি করেন তিনি৷ তাঁর বাদ্যযন্ত্রের নাম দিয়েছেন ‘ফ্লপোট্রন’৷
ছবি: DW
মার্বেল মেলোডিস
সুইডিশ সুরকার মার্টিন মলিন তাঁর মার্বেল মেশিনটি তৈরি করতে ১৪ মাস ধরে কাজ করেছেন৷ এটি একটি কাঠের বাদ্যযন্ত্র, যার আকার একটি তাঁত যন্ত্রের মতো৷ এর মধ্যে দুই হাজার ইস্পাতের মার্বেল একটি বিশেষ ব্যবস্থায় ঘুরতে থাকে এবং একে অপরের মধ্যে সংঘর্ষের ফলে ভিন্ন ভিন্ন সুর সৃষ্টি হয়৷ ইন্টারনেটে যন্ত্রটির কথা প্রকাশ করার পর তা ভাইরাল হয়ে যায়৷ ভিডিওটি দেখেছেন চার কোটিরও বেশি মানুষ৷
ছবি: Martin Molin
সবজি থেকে সুর
একটি গাজর কীভাবে বাঁশিতে পরিণত হয়? ভিয়েনার ভেজিটেবল অর্কেস্ট্রা একটি কুমড়োকে বানিয়ে ফেলল ড্রাম, সেলারি শাককে গিটার এবং বেল পিপার বা এক ধরনের লম্বা মরিচকে শিং বানিয়ে বাদ্যযন্ত্রে পরিণত করল৷ তবে ভালো সুর সৃষ্টির জন্য অবশ্যই শাক-সবজিগুলো হতে হবে টাটকা৷ ১৯৯৮ সাল থেকে অর্কেস্ট্রাটি বিশ্বব্যাপী কনসার্ট করে আসছে৷ প্রত্যেক শো-এর পর অতিথিদের জন্য ঐ শাক-সবজিগুলো দিয়ে ভেজিটেবল স্টু তৈরি করেন তারা৷