1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ইলেন পাইপস

৩ আগস্ট ২০১৮

আয়ারল্যান্ডের বাদ্যযন্ত্র ইলেন পাইপস৷ আঠার শতকে এর আবির্ভাব হয়েছিল৷ উচ্চবিত্তরা এটি বেশ পছন্দ করতেন৷ ষাটের দশকে এটি বিলুপ্ত হওয়ার আশংকা দেখা দিয়েছিল৷ তবে এখনও আইরিশদের বিনোদন দিয়ে যাচ্ছে ইলেন পাইপ৷

ছবি: DW

কেভিন রোসাম আয়ারল্যান্ডের অন্যতম সেরা ইলেন পাইপ বাজিয়ে৷ এটি বাজানোর সময় শিল্পী তাঁর কনুই দিয়ে পাম্প করে ভেতরে বাতাস ঢোকান৷ স্কটল্যান্ডের বিখ্যাত ব্যাগপাইপে এমনটি করা হয়না৷ রোসাম বলেন, ‘‘ইলেন পাইপ চ্যান্টারের দুটি অকটেভ আছে৷ সুর সৃষ্টির জন্য আছে রেগুলেটর৷ আমি এই পাইপের মৃদু শব্দ পছন্দ করি, আমার মধুর শব্দ ভালো লাগে, মধুর সুর...৷''

ইলেন পাইপ সাধারণত ঘরে বাজানো হয়৷ ডাবলিনের কোবলস্টোন পাব-এ প্রতি সন্ধ্যায় লাইভ মিউজিকের আয়োজন করা হয়৷ সেখানে অংশ নেয়া লোকশিল্পীদের কাছে ইলেন পাইপের শব্দের আলাদা মর্ম রয়েছে৷ যেমন একজন বলছেন, ‘‘আমার মনে হয়, এটি আয়ারল্যান্ডের অন্যতম পুরনো বাদ্যযন্ত্র৷ দারুণ শব্দ৷''

ছয় প্রজন্ম ধরে কেভিন রোসামের পরিবার ইলেন পাইপ বাজাচ্ছেন৷

আঠারো শতকের দিকে ইলেন তথা ইউনিয়ন পাইপের আবির্ভাব ঘটে৷ বহু বছর এটি উচ্চবিত্তদের মধ্যে জনপ্রিয় ছিল৷ তবে ১৯৬০ এর দশকে এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল৷

কেভিন রোসামের পিতামহ লিও রোসাম এই যন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ তিনি একজন সংগীতজ্ঞ ও শিক্ষক ছিলেন৷ ইলেন পাইপও বানাতেন৷ তাঁর বানানো প্রিয় পাইপ এখন আয়ারল্যান্ডের জাতীয় জাদুঘরে রাখা আছে৷

ইয়েন্স ফন লার্শার/জেডএইচ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ