1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ইলেন পাইপস

৩ আগস্ট ২০১৮

আয়ারল্যান্ডের বাদ্যযন্ত্র ইলেন পাইপস৷ আঠার শতকে এর আবির্ভাব হয়েছিল৷ উচ্চবিত্তরা এটি বেশ পছন্দ করতেন৷ ষাটের দশকে এটি বিলুপ্ত হওয়ার আশংকা দেখা দিয়েছিল৷ তবে এখনও আইরিশদের বিনোদন দিয়ে যাচ্ছে ইলেন পাইপ৷

ছবি: DW

কেভিন রোসাম আয়ারল্যান্ডের অন্যতম সেরা ইলেন পাইপ বাজিয়ে৷ এটি বাজানোর সময় শিল্পী তাঁর কনুই দিয়ে পাম্প করে ভেতরে বাতাস ঢোকান৷ স্কটল্যান্ডের বিখ্যাত ব্যাগপাইপে এমনটি করা হয়না৷ রোসাম বলেন, ‘‘ইলেন পাইপ চ্যান্টারের দুটি অকটেভ আছে৷ সুর সৃষ্টির জন্য আছে রেগুলেটর৷ আমি এই পাইপের মৃদু শব্দ পছন্দ করি, আমার মধুর শব্দ ভালো লাগে, মধুর সুর...৷''

ইলেন পাইপ সাধারণত ঘরে বাজানো হয়৷ ডাবলিনের কোবলস্টোন পাব-এ প্রতি সন্ধ্যায় লাইভ মিউজিকের আয়োজন করা হয়৷ সেখানে অংশ নেয়া লোকশিল্পীদের কাছে ইলেন পাইপের শব্দের আলাদা মর্ম রয়েছে৷ যেমন একজন বলছেন, ‘‘আমার মনে হয়, এটি আয়ারল্যান্ডের অন্যতম পুরনো বাদ্যযন্ত্র৷ দারুণ শব্দ৷''

ছয় প্রজন্ম ধরে কেভিন রোসামের পরিবার ইলেন পাইপ বাজাচ্ছেন৷

আঠারো শতকের দিকে ইলেন তথা ইউনিয়ন পাইপের আবির্ভাব ঘটে৷ বহু বছর এটি উচ্চবিত্তদের মধ্যে জনপ্রিয় ছিল৷ তবে ১৯৬০ এর দশকে এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল৷

কেভিন রোসামের পিতামহ লিও রোসাম এই যন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ তিনি একজন সংগীতজ্ঞ ও শিক্ষক ছিলেন৷ ইলেন পাইপও বানাতেন৷ তাঁর বানানো প্রিয় পাইপ এখন আয়ারল্যান্ডের জাতীয় জাদুঘরে রাখা আছে৷

ইয়েন্স ফন লার্শার/জেডএইচ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ