নীল সমুদ্রের মাঝে চোখ জুড়ানো সবুজ দ্বীপ৷ ৭০ বছরের বেশি সময় ধরে সেখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই৷ নেই বিদ্যুৎ, ইন্টারনেটসহ আধুনিক সুবিধাগুলোও৷ সেই জীবনের স্বাদ নিতেই পর্যটকেরা ঘুরতে আসেন দ্বীপটিতে৷ আর প্রতি ছয় মাসের জন্য দ্বীপ দেখাশোনার দায়িত্ব দেয়া হয় কোনো দম্পতিকে৷