1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে মুক্তি পেলো ‘রানা প্লাজা'

আশীষ চক্রবর্ত্তী১২ সেপ্টেম্বর ২০১৫

অবশেষে মুক্তি পেলো ‘রানা প্লাজা’৷ বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় ‘দুর্ঘটনার’ শিকারদের জন্যও এটা আসলে একটা সুখবর৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এই সুখবরটা জানিয়েছেন চিত্রনায়িকা পরিমনি৷

Bangladesch Dreharbeiten Rana Plaza Film Pori Muni
ছবি: Getty Images

[No title]

This browser does not support the audio element.

বাংলাদেশের চলচ্চিত্রে পরিমনি-র প্রতিষ্ঠা প্রাপ্তি এখনো স্বপ্নের চৌহদ্দিতে৷ তবে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি আলোচনায়, প্রচারের আলো ভালোই পেয়েছেন সেই সুবাদে৷ আলোচনা, বিতর্ক বেশি হয়েছে শুক্রবার মুক্তি পাওয়া ‘রানা প্লাজা'-র কারণে৷ উচ্চ আদালত ছবিটির প্রদর্শন ছয় মাসের জন্য স্থগিত করায় আন্তর্জাতিক প্রচার মাধ্যমের শিরোনামেও গুরুত্ব পেয়েছিল খবরটি৷

আসলে ২০১৩ সাল থেকে একটা সময় পর্যন্ত সংবাদমাধ্যমে ঘুরেফিরেই এসেছে রানা প্লাজা-র খবর৷ এসেছে নানা কারণে৷ এবার ‘রানা প্লাজা' এলো রূপালি পর্দায় পোশাক শ্রমিকদের জীবনের রং নিয়ে৷

নজরুল ইসলাম খান পরিচালিত এ ছবিতে রেশমা হয়েছেন পরিমনি৷ সেই রেশমা, রানা প্লাজা-র ধংসস্তূপ থেকে যিনি ফিরে এসেছিলেন ভবন ধসে পড়ার ১৭ দিন পরে!

‘রানা প্লাজা’ ছবিটি স্থগিত করার পর পোস্টার ছিড়ে ফেলা হয়েছিল...ছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad

সাক্ষাৎকারে পরিমনি জানালেন, ধসে পড়া ভবনের নীচে রেশমাদের বেঁচে থাকার আপ্রাণ লড়াই, অনেকের হেরে যাওয়া, কারো বা পঙ্গুত্ব বরণ – সবই অল্পবিস্তর সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন নজরুল ইসলাম খান৷ পরিমনির জন্য পর্দায় রেশমা হয়ে ওঠা সহজ ছিল না৷ অতি নিম্নবিত্তের জীবনকে ছুঁতে অভিনয় শিল্পীকে যত রকমের প্রয়াস চালাতে হয় তার অনেকগুলোই করেছেন পরিমনি৷ সময় কাটিয়েছেন নারী পোশাক শ্রমিকদের সঙ্গে৷ রেশমার ছবি, ভিডিও দেখেছেন বারবার৷ শুটিংয়ের সময় তাই নিজেকে অনেক সময় পোশাক শ্রমিকই মনে হতো৷ ধসে পড়া ভবনের নীচে ক্ষুধার্ত মানুষ যেমন চর্বনযোগ্য যা কিছু নাগালে পেয়েছেন তা-ই খেয়েছেন, শুটিংয়ের সময় পরিমনিও তেমনি ধুলোমাখা খাবার খেয়ে ফেলেছেন অজান্তে!

এই রেশমার চরিত্রেই অভিনয় করেছেন পরিমনিছবি: AFP/Getty Images/M. Uz Zaman

পোশাক শিল্পে বিরূপ প্রভাব পড়তে পারে – এমন আশঙ্কা আমলে নিয়ে হাই কোর্ট যখন ‘রানা প্লজা'-র মুক্তির পথ সাময়িকভাবে রোধ করেছিল, খুব হতাশ হয়েছিলেন পরিমনি৷ তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে, একটু দেরিতে হলেও দর্শকের আদালতে হাজির হতে পেরেছে ‘রানা প্লাজা'৷ ইউনিটের সবার মতো পরিমনি-ও তাই খুব খুশি৷

অভিনয়ে পদার্পণ টেলিভিশন নাটক ‘সেকেন্ড ইনিংস' দিয়ে৷ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন'৷ তবে ক্যারিয়ারের মোড় ঘোরানোর ছবি হতে পারে ‘রানা প্লাজা'৷ এতদিন পাদপ্রদীপের আলোয় ছিলেন ঠিকই কিন্তু রবীন্দ্রভারতী ফেরত নৃত্যপটিয়সী এবং সুকণ্ঠী সুশ্রী হিসেবে যেমন প্রচার পাওয়া স্বাভাবিক, তেমনটি এখনো পাননি পরিমনি৷ টেলিফোন সাক্ষাৎকারে অবশ্য এই আক্ষেপের প্রসঙ্গ আসেনি৷ এসেছে ‘রানা প্লাজা' নিয়ে আশাবাদের কথা৷

রানা প্লাজা ধসের পর...ছবি: imago/Xinhua

মুক্তির আগেই পরিচালক, প্রযোজকসহ ‘রানা প্লাজা'-র সবাই ঠিক করেছেন ভবন ধসে যাঁরা প্রাণ হারিয়েছেন, আহত হয়ে এখনো যাঁরা ধুঁকছেন, এ ছবি থেকে যা আয় হবে তার অর্ধেক তাঁদের পেছনে ব্যয় করা হবে৷

বাংলাদেশের চলচ্চিত্রে ‘রানা প্লাজা' দিয়েই আসলে ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করলেন পরিমনি৷ ‘ভালোবাসা সীমাহীন' দিয়ে রূপালি পর্দায় অভিষেক হলেও দর্শকদের সীমাহীন ভালোবাসার নাগাল এখনো পাননি৷ সেই আক্ষেপ দূর করতে পারবে তো ‘রানা প্লাজা'?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ