1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

আয় না থাকলেও আয়কর দিতে হবে!

১ জুন ২০২৩

বাংলাদেশে নতুন অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ছে৷ তবে করমুক্ত আয়সীমার নিচে থাকলেও নির্দিষ্ট সরকারি সেবা পেতে নাগরিকদের ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে৷

আয় না থাকলেও রাষ্ট্রীয় কিছু সেবা পেতে নাগরিকদের নূনতম আয়কর দিতেই হবে৷
আয় না থাকলেও রাষ্ট্রীয় কিছু সেবা পেতে নাগরিকদের নূনতম আয়কর দিতেই হবে৷ছবি: DW

আসছে অর্থবছরে বার্ষিক সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হবে না৷ প্রস্তাবিত বাজেটে বিদ্যমান তিন লাখ টাকা থেকে করমুক্ত আয়ের এই সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী৷

নারী ও ৬৫ বছরের বেশি বয়সের করদাতাদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করা হয়েছে৷ ‘প্রতিবন্ধী' ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে সাড়ে চার লাখ থেকে বেড়ে হয়েছে চার লাখ ৭৫ হাজার টাকা৷ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতারা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হবে না, যা আগে ছিল চার লাখ ৭৫ হাজার৷ তৃতীয় লিঙ্গের করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পয়েছে৷ আগে সাড়ে তিন লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে তাদের আয়কর দিতে হতো না৷ এখন তা এক লাখ ২৫ হাজার টাকা বেড়ে চার লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে৷

এদিকে ব্যক্তি করদাতাদের করহারের কোনো পরিবর্তন হচ্ছে না৷ অর্থাৎ সাড়ে তিন লাখের পর পরবর্তী এক লাখ টাকার পাঁচ শতাংশ কর দিতে হবে৷ তিন লাখের জন্য ১০ শতাংশ, চার লাখের জন্য ১৫ শতাংশ, পাঁচ লাখের জন্য ২০ শতাংশ আর অবশিষ্ট টাকার উপর ২৫ শতাংশ কর দিতে হবে৷

উল্লেখ্য ২০২০-২১ অর্থবছর থেকেই ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা, করহার অপরিবর্তিত আছে৷ অর্থমন্ত্রী তার লিখিত বাজেট বক্তৃতায় বলেন, ‘‘সম্মানিত করদাতাগণের প্রকৃত আয় হ্রাস পেয়েছে এবং অন্যদিকে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রয়েছে৷ এ প্রেক্ষাপটে সম্মানিত করদাতাগণের কর প্রদানের স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আমি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যতিত অন্যান্য শ্রেণীর করদাতা, বিশেষ করে স্বাভাবিক ব্যক্তিশ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়সীমা কিছুটা বৃদ্ধি করার প্রস্তাব করছি৷''

ন্যূনতম দুই হাজার টাকা

এদিকে আয় না থাকলেও রাষ্ট্রীয় কিছু সেবা পেতে নাগরিকদের আয়কর দিতেই হবে৷ অর্থাৎ এক্ষেত্রে করমুক্ত আয়সীমা প্রযোজ্য হচ্ছে না৷ ন্যূনতম এই করের পরিমাণ দুই হাজার টাকা৷ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, ‘‘করমুক্ত আয়সীমার নীচে রয়েছে অথচ সরকার হতে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এমন সকল করদাতাদের ন্যূনতম কর দুই হাজার টাকা করার প্রস্তাব করছি৷'' 

তিনি আরো বলেন, ‘‘রাষ্ট্রের একজন নাগরিকের অন্যতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত সুযোগ সুবিধার বিপরীতে সরকারকে ন্যূনতম কর প্রদান করে সরকারের জনসেবামূলক কাজে অংশগ্রহণ নিশ্চিতকরণ৷''

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ