1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইঁদুরের উৎপাতে নাজেহাল কলকাতা

২১ ডিসেম্বর ২০২৪

কলকাতা শহরে ইঁদুরের তাণ্ডব৷ বাসাবাড়ি, ফুটপাত, উড়ালসেতুর ভিত সর্বত্রই ইঁদুরের দাপাদাপি৷ এমনকি শ্মশানেও সরব তারা৷

ইঁদুর
কলকাতায় বড় বড় সৌধ, সেতু, পুরভবন ইঁদুরের আক্রমণে ধসের মুখে পড়েছে৷ ফাইল ফটোছবি: Privat/D. Balete/Field Museum Luzon

ইঁদুরের এমন উৎপাতে বিরক্ত নগর মেয়র৷ পুরসভার মাসিক অধিবেশনে মেয়র কাছে আরজি জানিয়েছেন এক কাউন্সিলরও৷ প্রশ্ন উঠছে, হ্যামিলনের বাঁশিওয়ালার সন্ধান কলকাতায় বসে মিলবে কি?

শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে উঠে আসে ইঁদুরের যন্ত্রণার কথা৷ পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় মেয়র ফিরহাদ হাকিমকে বলেন, ‘‘আমার ওয়ার্ডে প্রত্যেক দিন ইঁদুরের সংখ্যা বাড়ছে৷ মাননীয় মহানাগরিক, আমার ওয়ার্ডকে ইঁদুরের হাত থেকে রক্ষা করুন৷’’

অবশ্য ইঁদুরের উৎপাত কলকাতা শহরে নতুন নয়৷ ভূগর্ভস্থ বৈদ্যুতিক তারের লাইন, কংক্রিটের উড়ালপুলের ভিত খুঁড়ে ফেলেছে ইঁদুর৷ কলকাতার বস্তি এলাকা থেকে শুরু করে হেরিটেজ তকমা পাওয়া ভবন সর্বত্রই ইঁদুরের দাপাদাপি৷ একসময় ইঁদুরের জন্য ঢাকুরিয়া ব্রিজ বিপন্ন হয়েছিল৷

কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এবং ভবানীপুরের বস্তি অঞ্চলগুলো ইঁদুরের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সপ্তাহখানেক আগে ইঁদুরের উপদ্রবে কলকাতার শ্মশানে মৃতদেহ সৎকারে বাধা সৃষ্টি হয়েছিল৷ কাশিপুর মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লির তার কেটে দিয়েছিল ইঁদুর৷ বৈদ্যুতিক সংযোগ ছিন্ন হওয়ায় সেখানে দিনের পর দিন সৎকারে সমস্যা দেখা দেয়৷

তার আগে ‘টক টু মেয়র' অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‘কিভাবে ইঁদুর বাস করছে তা আগামী দিনে বোঝা যাবে৷ সুরাট শহর একটা সময় প্লেগে ছেয়ে গিয়েছিল৷ এখন থেকে সতর্ক না হলে, ভবিষ্যতে মহামারি হতে পারে কলকাতায়৷’’

কলকাতায় বড় বড় সৌধ, সেতু, পুরভবন ইঁদুরের আক্রমণে ধসের মুখে পড়েছে৷ তা থেকে ঐতিহ্যবাহী বড় বড় বাড়িও রেহাই পায়নি৷ ইঁদুর মাটি আলগা করে দিচ্ছে৷ যার ফলে শহরে বড় বড় গাছ পড়ে যাচ্ছে৷

ইঁদুর তাড়াতে বিড়াল সেনা

04:04

This browser does not support the video element.

কলকাতা পুরনিগমের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, শহরে ফুটপাতের ৬০- ৬২ শতাংশের অবস্থা খারাপ৷ এর জন্য ভূগর্ভে ইঁদুরের তান্ডবকে দায়ী করা হয়েছে৷

মেয়র ফিরহাদ হাকিম খাদ্য ব্যবসায়ীদের কাছে আবেদন করেছিলেন যেন হোটেলের আবর্জনা, বাসি খাবার রাস্তার ধারে না ফেলা হয়৷ এই আবর্জনাগুলো থেকে এই ইঁদুরের উৎপাত বাড়ছে৷

পার্কস্টিট, মানিকতলা, হাজরা, বড়বাজার, হাতিবাগান এলাকায় স্ট্রিট ফুডের দোকান রয়েছে অজস্র৷ এখানে ফুটপাত তৈরির তিন চার মাসের মধ্যেই গর্ত হয়ে যাচ্ছে৷ পুরনিগমের সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা তাতেই পড়েছেন উদ্বেগে৷ কোটি কোটি টাকা খরচ করে ফুটপাত তৈরি করার পরও ইঁদুরের তাণ্ডবে তা নষ্ট হচ্ছে৷

কেন উৎপাত করছে ইঁদুর?

বিশ্লেষকেরা বলছেন, নগরায়ন বাড়তে থাকায় ইঁদুরের স্বাভাবিক বাসস্থান নষ্ট হচ্ছে৷ নিজেদের আবাস হারিয়ে নতুন আবাসের সন্ধানে ইঁদুরেরা৷ 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণবিদ্যা বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস ডিডাব্লিউকে বলেন, ‘‘শহরের বাস্তুতন্ত্রের অংশ হিসেবে ইঁদুর নিশ্চয়ই পড়ে৷ নগরায়নের উত্তরোত্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইঁদুরদের স্বাভাবিক বাসস্থানগুলো অর্থাৎ পার্ক, উদ্যান, জলাশয়ের ধারের জায়গা ইত্যাদি ক্রমশ নির্মাণে ভরে যাচ্ছে৷ ফলে ইঁদুররা যেসব জায়গায় থাকতো, সে সব জায়গা থেকে তাদের বাস্তুচ্যুতি ঘটছে৷ তাই তারা নতুন বাসস্থান খুঁজছে৷ কখনো রাস্তা বা সেতুর অগভীর ভিত্তিতে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে৷’’

এদিকে পশ্চিমবঙ্গ প্রাণীচিকিৎসা বিজ্ঞান ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার ডিডাব্লিউকে বলেন, ‘‘কলকাতা এবং হাওড়া সংলগ্ন শহরতলিতে বর্তমান সময়ে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি ও এর সাথে ইঁদুরের খাবারের পর্যাপ্ত সরবরাহ৷ অন্যদিকে প্রকৃতির রোষানলে তাদের না পড়া৷ প্লেগ, লেপ্টোস্পাইরোসিসের মতো মহামারি শহরে না হওয়ায়, এরা নিশ্চিন্তে সংখ্যায় বেড়েছে৷’’

সম্প্রতি কলকাতাকে জঞ্জালের শহর বলে মন্তব্য করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি৷ অবশ্য কলকাতার রাস্তাঘাটে জমে থাকা আবর্জনা নিয়ে পরিবেশকর্মীরা চিন্তিত৷ আর অপরিকল্পিতভাবে জঞ্জালব্যবস্থাপনার কারণে বাড়ছে উঁদুরের উৎপাত- এমনটাই জানালেন পরিবেশকর্মী নব দত্ত৷   

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘কলকাতায় এই দশকের এত খারাপ আবর্জনা ব্যবস্থাপনা অতীতে কোন সময় আমরা দেখিনি৷ পুরো শহরটা একটা জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে৷’’

নব দত্তের মতে, ‘‘কোথাও জঞ্জাল ব্যবস্থাপনা হচ্ছে না, ইচ্ছামতো জঞ্জাল জ্বালিয়ে দেওয়া হচ্ছে৷ রাস্তার ধারের ফুড হকাররা বেআইনি জিনিসপত্র যেমন থার্মোকল, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইত্যাদি ব্যবহার করছে৷ বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির জন্যই ভেক্টর বোর্ন ডিজিজ বাড়ছে৷ একটার সঙ্গে আর একটা সম্পর্কিত৷’’

নগরায়নের কারলে ইঁদুরের আবাস হারিয়ে যাচ্ছে: পার্থপ্রতিম বিশ্বাস

This browser does not support the audio element.

মুক্তির উপায়?

গ্রামাঞ্চলে কৃষি ক্ষেত্রে ইঁদুর বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের ফলেই কমে যায়৷ সেখানে সাপ, চিল, পেঁচা ইত্যাদি প্রাণী ইঁদুর খেয়ে পরিবেশে ভারসাম্য বজায় রাখে৷ কিন্তু শহরাঞ্চলে সেই সম্ভাবনা কম৷

এই পরিস্থিতিতে ইঁদুরের সমস্যা থেকে ফুটপাতের সুরক্ষার জন্য কাঁচের গুঁড়োকে গুরুত্ব দিচ্ছেন মেয়র৷ ইতিমধ্যে এই কৌশলে ফুটপাত তৈরি হচ্ছে৷ ফুটপাত তৈরির সময় মেশানো হয় কাঁচের গুঁড়ো৷

অধ্যাপক জোয়ারদার বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমাদের নিজেদের স্বার্থেই ইঁদুরের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে৷ ইঁদুরের গর্তের মুখে কাঁচ, পেরেক জাতীয়  সামগ্রী ছড়িয়ে কাজ না হলে ‘ট্র্যাপার' দিয়ে ইঁদুর ধরে জঙ্গলে (তাদের অপরিচিত জায়গায়) ছেড়ে দিতে হবে, যাতে তা অন্য বন্যপ্রাণী ও সাপের খাদ্য হয়ে ওঠে৷ এই কাজটা বছরে দু'বার অর্থাৎ শীতের আগে ও পরে পুরসভার উদ্যোগে করলে ফল পাওয়া যাবে৷’’

এদিকে অধ্যাপক বিশ্বাস বলেন, ‘‘ইঁদুর যে কারণে তার স্বাভাবিক জায়গাগুলো থেকে পালিয়ে যাচ্ছে, পৌর কর্তৃপক্ষকে এই জায়গাটিতে নজর দিতে হবে৷ যেভাবে দ্রুত জলাশয় ভরাট করে নির্মাণ কাজ চলছে, সেটি ঠেকাতে হবে৷ মানুষের উচ্ছিষ্ট খাবার ইঁদুর খায়৷ রাস্তার ধারের ভ্যাট যদি ঠিকঠাক ভাবে পরিষ্কার না হয়, তাহলে ভ্যাটের আশেপাশের রাস্তার ইমারত, বাড়িতে ইঁদুরের বাসা বাঁধার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ পৌর কর্তৃপক্ষ ইঁদুরের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেদের মুখটা আগে আয়নায় দেখুন৷ শহর অপরিষ্কার থাকলে, বিশেষ করে কঠিন বর্জ্য ঠিকঠাকভাবে অপসারণ না ঘটলে ইঁদুর উত্তরোত্তর বাসা বাঁধবেই৷ বর্জ্য থেকে রক্ষা করলে শহরকে ইঁদুরের হাত থেকে বাঁচানো যাবে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ