পুলিশে যোগ দেয়া প্রশিক্ষণার্থীদের ইংরেজি টেক্সট বই বন্ধ করে জার্মান শিক্ষার বই হাতে নেয়ার পরামর্শ দিয়েছেন বার্লিন পুলিশ অ্যাকাডেমির নতুন প্রধান৷
বিজ্ঞাপন
সোমবার বার্লিন সিনেটে দেয়া এক বক্তব্যে ক্নাপ বলেন, পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলোতে ইংরেজি নয়, প্রশিক্ষণের ভাষা হওয়া উচিত জার্মান৷ শিক্ষানবিশ পুলিশ সদস্যদের জার্মান ভাষায় দক্ষতা বাড়াতেই এই উদ্যোগ জরুরি বলেও মনে করেন তিনি৷
অনেক প্রশিক্ষণার্থীই ‘সঠিক বানান, যতিচিহ্নের ব্যবহার এবং বাক্য গঠনের ক্ষেত্রে ভাষা নিয়ে মৌলিক সমস্যায় পড়েন' বলেও মনে করেন তিনি৷
তিনি বলেন, ‘‘রাজধানীতে অনেক পর্যটক আসেন, ফলে তাঁদের সাথে ইংরেজিতে কথা বলতে পারা নিঃসন্দেহে প্রয়োজন৷ কিন্তু জার্মান ভাষায় দক্ষতা যদি এতটাই কম হয়, তবে সেদিকেই বেশি নজর দেয়া উচিত৷''
বার্লিন পুলিশ অ্যাকাডেমি প্রায় ২,৫০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়ে থাকে৷ এই কাজে নিযুক্ত আছেন ২৩০ জন প্রশিক্ষক৷ প্রশিক্ষণার্থী এই পুলিশ সদস্যদের অনেকেই বিদেশি বংশোদ্ভূত৷
যেভাবে জার্মান শিখছেন উদ্বাস্তুরা
একদল রাজনৈতিক আশ্রয়প্রার্থী বন শহরের রাস্তা, বাজারঘাটে ঘুরে বেড়াচ্ছেন জার্মান ভাষাশিক্ষার কাজে৷ সেই সঙ্গে জার্মানির মানুষজন ও সংস্কৃতিও কিছুটা চেনা হয়ে যাচ্ছে৷ একেই বলে বোধ হয় ‘প্রোঅ্যাকটিভ’ পন্থায় ভাষা শেখা!
ছবি: DW/M. Hallam
উদ্বাস্তুদের জন্য ভাষাশিক্ষার পাঠক্রম
জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাওয়া এক কথা, এখানে স্থায়ীভাবে বসবাস করা আরেক কথা৷ কারণ তার জন্য প্রয়োজন জার্মান ভাষা শেখা৷ সেটা তো শুধু ক্লাসরুমের বেঞ্চিতে বসেই নয়, বাস্তব ও ব্যবহারিক জীবনেও জার্মান ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শেখা যায় – যেমন বন শহরের পথেঘাটে৷
ছবি: DW/M. Hallam
‘ইন্টেগ্রেশন কোর্স’
বিদেশি-বহিরাগতকে সমাজে অন্তর্ভুক্ত করা, সমাজের অংশ করে তোলাকে জার্মানে বলে ‘ইন্টেগ্রেশন’৷ এসিবি লিঙ্গুয়া ল্যাঙ্গুয়েজ স্কুল রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য একটি বিশেষ ইন্টেগ্রেশন কোর্স চালু করেছে৷ সেই কোর্স অনুযায়ী পড়ুয়াদের মাঝেমধ্যে ক্লাসরুম ছেড়ে পথে বেরিয়ে অচেনা পথচারী বা দোকানিদের জার্মানে প্রশ্ন করতে বলা হয়েছে: ‘আচ্ছা, এটা কী ফল? ঐ সবজিটার নাম কী?’
ছবি: DW/M. Hallam
আনারসের আর্বি যেন কী?
দেখলে চিনতে পারার কথা৷ দামটা না লিখলেও চলে, কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে...৷
ছবি: DW/M. Hallam
পরীক্ষায় নকল নয়, তবে শর্টকাট চলে
ছাত্রদের বলে দেওয়া হয়েছে মোবাইল ব্যবহার না করতে, বরং রাস্তা বা অন্যান্য খোঁজখবরের জন্য মানুষজনকে জার্মানে প্রশ্ন করতে৷ কিন্তু ধরুন যদি বাসাম-এর মতো কাউকে পাওয়া যায়, যে জার্মান আর আর্বি, দু’টো ভাষাই জানে, তাহলে তো পোয়াবারো!
ছবি: DW/M. Hallam
বেটোফেন যেন কবে জন্মেছেন?
লুডভিশ ফান বেটোফেন সম্ভবত বন শহরের সবচেয়ে বিখ্যাত সন্তান৷ জন্মেছিলেন ১৭৭০ সালে, শহরের মূল চত্বরের কাছের একটি গলিতে বেটোফেনের জন্মের বাড়ি না দেখলে, বন-এ কিছুই দেখা হলো না৷ রাদওয়ান আয়ুজ ও তাঁর ছেলে আলি অতিকষ্টে বেটোফেনের জন্মের তারিখটা খুঁজে বার করেছেন৷
ছবি: DW/M. Hallam
রাস্তাঘাট চেনা
টিমকে হয়ত বলে দেওয়া হয়েছে, ‘ফ্রিডেন্সপ্লাৎস’, মানে শান্তির চত্বরে যাও৷ অথবা ৬০৮ নম্বর বাস কোথায় যাচ্ছে? পরের বাসটা আসবে কখন? বাসটা আবার থামে একটি উদ্বাস্তু আবাসের কাছে, যেখানে দলের অনেকের বাস৷
ছবি: DW/M. Hallam
বন থেকে চিঠি
কোথাও বসে পোস্টকার্ড লেখা হলো ক্লাসের নতুন কাজ৷ তার জন্যে পোস্ট অফিসে গিয়ে স্ট্যাম্প কিনে, পোস্টকার্ডে সেঁটে পোস্ট করতে হবে৷ স্ট্যাম্পের ‘রিসিট’ রেখে দিতে হবে৷
ছবি: DW/M. Hallam
পয়েন্ট মানেই ‘প্রাইজ’
এরপরেও ডয়চে ভেলের রিপোর্টার যে দলটির সাথে ছিলেন, তাঁরা খুব ভালো ফলাফল করতে পারেনি – সম্ভবত রিপোর্টারের কচকচানি, তার ওপর আবার রিপোর্টারকে কোনো প্রশ্নের উত্তর জিগ্যেস করা চলবে না, এই কারণে৷
ছবি: DW/M. Hallam
8 ছবি1 | 8
২০১৭ সালে এক প্রতিবেদনে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের মধ্যে জার্মান ভাষার নিম্নমানএবং প্রশিক্ষক সংকটের কথা উঠে আসে৷ এর পরিপ্রেক্ষিতে জুলাই মাসে আগের প্রধানকে সরিয়ে পুলিশ অ্যাকাডেমির দায়িত্ব দেয়া হয় ক্নাপকে৷
বার্লিনে ইংরেজি ভাষার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা দীর্ঘদিনের৷ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং খ্রিস্টীয় গণতন্ত্রী দলের প্রধান পদে আঙ্গেলা ম্যার্কেলের সম্ভাব্য উত্তরাধিকারী ইয়েন্স স্পান ২০১৭ সালের আগস্টে এক মন্তব্য করে তা আরো উসকে দেন৷ তিনি বলেছিলেন, জার্মানির রাজধানীতে ইংরেজির সর্বময় উপস্থিতি জার্মান ভাষাকে দ্বিতীয় স্তরের ভাষায় পরিণত করছে৷