1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মান' শিখতে হবে বার্লিন পুলিশকে

২৭ নভেম্বর ২০১৮

পুলিশে যোগ দেয়া প্রশিক্ষণার্থীদের ইংরেজি টেক্সট বই বন্ধ করে জার্মান শিক্ষার বই হাতে নেয়ার পরামর্শ দিয়েছেন বার্লিন পুলিশ অ্যাকাডেমির নতুন প্রধান৷

Polizistin in Berlin
ছবি: picture-alliance/dpa/P. Zinken

সোমবার বার্লিন সিনেটে দেয়া এক বক্তব্যে ক্নাপ বলেন, পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলোতে ইংরেজি নয়, প্রশিক্ষণের ভাষা হওয়া উচিত জার্মান৷ শিক্ষানবিশ পুলিশ সদস্যদের জার্মান ভাষায় দক্ষতা বাড়াতেই এই উদ্যোগ জরুরি বলেও মনে করেন তিনি৷

অনেক প্রশিক্ষণার্থীই ‘সঠিক বানান, যতিচিহ্নের ব্যবহার এবং বাক্য গঠনের ক্ষেত্রে ভাষা নিয়ে মৌলিক সমস্যায় পড়েন' বলেও মনে করেন তিনি৷

তিনি বলেন, ‘‘রাজধানীতে অনেক পর্যটক আসেন, ফলে তাঁদের সাথে ইংরেজিতে কথা বলতে পারা নিঃসন্দেহে প্রয়োজন৷ কিন্তু জার্মান ভাষায় দক্ষতা যদি এতটাই কম হয়, তবে সেদিকেই বেশি নজর দেয়া উচিত৷''

বার্লিন পুলিশ অ্যাকাডেমি প্রায় ২,৫০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়ে থাকে৷ এই কাজে নিযুক্ত আছেন ২৩০ জন প্রশিক্ষক৷ প্রশিক্ষণার্থী এই পুলিশ সদস্যদের অনেকেই বিদেশি বংশোদ্ভূত৷

২০১৭ সালে এক প্রতিবেদনে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের মধ্যে জার্মান ভাষার নিম্নমানএবং প্রশিক্ষক সংকটের কথা উঠে আসে৷ এর পরিপ্রেক্ষিতে জুলাই মাসে আগের প্রধানকে সরিয়ে পুলিশ অ্যাকাডেমির দায়িত্ব দেয়া হয় ক্নাপকে৷

বার্লিনে ইংরেজি ভাষার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা দীর্ঘদিনের৷ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং খ্রিস্টীয় গণতন্ত্রী দলের প্রধান পদে আঙ্গেলা ম্যার্কেলের সম্ভাব্য উত্তরাধিকারী ইয়েন্স স্পান ২০১৭ সালের আগস্টে এক মন্তব্য করে তা আরো উসকে দেন৷ তিনি বলেছিলেন, জার্মানির রাজধানীতে ইংরেজির সর্বময় উপস্থিতি জার্মান ভাষাকে দ্বিতীয় স্তরের ভাষায় পরিণত করছে৷

এডিকে/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ