ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনতে চায় সৌদি প্রিন্স মোহামেদ বিন সালমানের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড৷ এই প্রস্তাব অনুমোদন না করার আহ্বান জানিয়েছে কাতারের বিইন স্পোর্টস৷
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগ সম্প্রচারের সত্ত্ব পাওয়া একটি প্রচারমাধ্যম হচ্ছে বিইন স্পোর্টস৷ এর প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবায়েদলির অভিযোগ, বিআউটকিউ নামে সৌদি আরবের একটি চ্যানেল বিইন-এর সম্প্রচার চুরি করে সে দেশে প্রিমিয়ার লিগের খেলা প্রচার করছে৷ খেলা সম্প্রচারের সময় বিইন-এর লোগোর উপর বিআউটকিউ-এর লোগো বসিয়ে দেয়া হয়৷
গত সেপ্টেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ফুটবলের আরো কয়েকটি সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, সম্প্রচার সত্ত্ব চুরির পেছনে সৌদি সমর্থিত আরবস্যাটের সংশ্লিষ্টতা আছে৷
জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে একজোট হয় সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন৷ এর অংশ হিসেবে বিইন স্পোর্টসের মাধ্যমে সৌদি আরবে প্রিমিয়ার লিগের খেলা দেখানো বন্ধ করে দেয়া হয়৷ এরপরই বিআউটকিউ-এর জন্ম হয়৷
নিউক্যাসেল ইউনাইটেড কেনার প্রস্তাব অনুমোদন করলে তা বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দেন বিইন-এর প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবায়েদলি৷
অ্যামনেস্টি ইন্টারন্য়াশনালও সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড উল্লেখ করে তাদের প্রস্তাবে সাড়া না দিতে প্রিমিয়ার লিগের প্রতি অনুরোধ জানিয়েছে৷ অ্যামনেস্টির যুক্তরাজ্য প্রধান কেট অ্যালেন এ বিষয়ে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সের কাছে একটি চিঠি লিখেছেন৷ নিউক্যাসেল কেনার অনুমোদন দিয়ে প্রিমিয়ার লিগ প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলে চিঠিতে লিখেছেন কেট অ্য়ালেন৷ তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এবং প্রিমিয়ার লিগসহ বিশ্ব ফুটবলের মূল্যবোধের সঙ্গে একমত না হওয়া সংশ্লিষ্টরা প্রিমিয়ার লিগের গ্ল্য়ামার ও মর্যাদা ব্য়বহার করে তাদের অপকর্ম ঢাকতে চাইছে৷
জেডএইচ/এসিবি (এপি)
ফোর্বসের চোখে বিশ্বের ধনী ক্লাব
প্রিমিয়ার লিগ, লা লিগা কিংবা বুন্ডেসলিগায় হয়তো আপনার পছন্দের ক্লাবটি আছে৷ খুব উত্তেজনা নিয়ে খেলা দেখতে বসেছেন প্রিয় দলের৷ কিন্তু কোন ক্লাব বিশ্বের সবচেয়ে দামি, ভেবেছেন কখনো? মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করেছে ফোর্বস৷
ছবি: picture-alliance/AA/A. Unal
ডালাস কাউবয়
টানা চার বছর ধরে দামি ক্লাবের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছে ডালাস কাউবয়৷ ফোর্বস জানিয়েছে, অ্যামেরিকান ফুটবলের পেশাদার এই ক্লাবটির অর্থের পরিমাণ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: picture alliance/AP Photo/R. Steinman
নিউ ইয়র্ক ইয়াঙ্কি
মেজর লিগ বেসবলের তুমুল জনপ্রিয় এই ক্লাবের উন্নতি ঘটেছে এবার৷ গতবারের পঞ্চম স্থান ছাড়িয়ে নিউ ইয়র্ক ইয়াঙ্কি দখল করেছে দ্বিতীয় স্থান৷ ধনী এই ক্লাবটির অর্থের পরিমাণ চার দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/newscom/M. Thomas
লা লিগা জায়ান্ট
স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট--রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আছে তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে৷ খেলার মাঠে যেমন কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি না, অর্থের হিসেবও তেমনটাই বলছে৷ ফোর্বসের হিসেবে দেখা যায়, রেয়ালের কাছে অর্থের পরিমাণ চার দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার৷ আর বার্সেলোনার পরিমাণটা একটু কম, চার দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/AFP7
নিউ ইয়র্ক ক্নিকস
বাস্কেটবল কোথাও কোথাও তুমুল জনপ্রিয়৷ বিশেষ করে যুক্তরাষ্ট্রে আলাদা কদর আছে বাস্কেটবলের৷ সেটা কতোটা তা বোঝা যায় ধনবান ক্লাবের পাঁচ নম্বর নামটি দেখে৷ চার বিলিয়ন অর্থের মালিকানা নিয়ে পঞ্চমে আছে যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবল ক্লাব নিউ ইয়র্ক ক্নিকস৷
ছবি: Getty Images/AFP/S. Honda
আহা ম্যান ইউ!
ইংলিশ প্রিমিয়ার লিগে রেড ডেভিল মানে অন্যরকম উন্মাদনা৷ সময়টা হয়তো ভালো যাচ্ছে না তাঁদের৷ মাঠের খেলায় কিছুটা পিছিয়ে পড়ার প্রভাবটা সম্পদের গায়েও লেগেছে৷ কমেছে ক্লাবটির আয়৷ হারিয়েছে ধনী ক্লাবের পঞ্চম স্থানটিও৷ চার দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ক্লাবটির মালিকানা এখন তিন দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়ে৷ ষষ্ঠ স্থানে শোভা পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম৷