1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সৌদি-কাতার দ্বন্দ্ব

২৩ এপ্রিল ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনতে চায় সৌদি প্রিন্স মোহামেদ বিন সালমানের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড৷ এই প্রস্তাব অনুমোদন না করার আহ্বান জানিয়েছে কাতারের বিইন স্পোর্টস৷

Saudi-Arabien Tabuk Mohammed bin Salman
ছবি: picture-alliance/abaca/Royal Palace/B. Al Jaloud

প্রিমিয়ার লিগ সম্প্রচারের সত্ত্ব পাওয়া একটি প্রচারমাধ্যম হচ্ছে বিইন স্পোর্টস৷ এর প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবায়েদলির অভিযোগ, বিআউটকিউ নামে সৌদি আরবের একটি চ্যানেল বিইন-এর সম্প্রচার চুরি করে সে দেশে প্রিমিয়ার লিগের খেলা প্রচার করছে৷ খেলা সম্প্রচারের সময় বিইন-এর লোগোর উপর বিআউটকিউ-এর লোগো বসিয়ে দেয়া হয়৷

গত সেপ্টেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ফুটবলের আরো কয়েকটি সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, সম্প্রচার সত্ত্ব চুরির পেছনে সৌদি সমর্থিত আরবস্যাটের সংশ্লিষ্টতা আছে৷

জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে একজোট হয় সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন৷ এর অংশ হিসেবে বিইন স্পোর্টসের মাধ্যমে সৌদি আরবে প্রিমিয়ার লিগের খেলা দেখানো বন্ধ করে দেয়া হয়৷ এরপরই বিআউটকিউ-এর জন্ম হয়৷

নিউক্যাসেল ইউনাইটেড কেনার প্রস্তাব অনুমোদন করলে তা বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দেন বিইন-এর প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবায়েদলি৷

অ্যামনেস্টি ইন্টারন্য়াশনালও সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড উল্লেখ করে তাদের প্রস্তাবে সাড়া না দিতে প্রিমিয়ার লিগের প্রতি অনুরোধ জানিয়েছে৷ অ্যামনেস্টির যুক্তরাজ্য প্রধান কেট অ্যালেন এ বিষয়ে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সের কাছে একটি চিঠি লিখেছেন৷ নিউক্যাসেল কেনার অনুমোদন দিয়ে প্রিমিয়ার লিগ প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলে চিঠিতে লিখেছেন কেট অ্য়ালেন৷ তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এবং প্রিমিয়ার লিগসহ বিশ্ব ফুটবলের মূল্যবোধের সঙ্গে একমত না হওয়া সংশ্লিষ্টরা প্রিমিয়ার লিগের গ্ল্য়ামার ও মর্যাদা ব্য়বহার করে তাদের অপকর্ম ঢাকতে চাইছে৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ