1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডের কাছে ধবল ধোলাই থেকে বাঁচার চেষ্টা ভারতের

১৭ আগস্ট ২০১১

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তিনটিতেই ধরা খেয়ে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান খুইয়েছে ভারত৷ বৃহস্পতিবার ওভালে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা৷ তবে অন্তত দুটি কারণে জয়ের প্রত্যয় ধোনির শিবিরে৷

ভারতের ক্রিকেট ক্যাপ্টেন ধোনিছবি: UNI

একটি হলো ইংল্যান্ডের কাছে ‘ধবল ধোলাই' থেকে রক্ষা৷ আর অন্যদিকে, ব়্যাঙ্কিংয়ের অন্তত দ্বিতীয় জায়গাটি ধরে রাখা৷ কারণ ক্রিকেট বোদ্ধাদের হিসাবে, কমপক্ষে বৃহস্পতিবারের টেস্টে একটা ভালো জয় পেলে ভারতকে দক্ষিণ আফ্রিকার চেয়েও নীচের ঘরে চলে যেতে হবে না৷

অন্যথা ভারতকে সেই এক নম্বর জায়গাটি থেকে এবার একেবারে তিন নম্বরের ঘরে আসন নিতে হবে৷ তবে আশার কথা হচ্ছে যে, চতুর্থ টেস্ট ম্যাচটি ওভালের মাঠে হতে যাচ্ছে৷ আর ওভালে উচ্চ রানের ধারার ব্যাপারে অতীত ইতিহাস ভারতের রয়েছে৷ তাই অন্তত শেষ এবং চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়িয়ে মান বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করবে মহেন্দ্র সিং ধোনির স্কোয়াড বলে ভক্তদের বিশ্বাস৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ