1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডের ক্রিকেটে পুরুষের সমান অর্থ পুরস্কার পাবেন নারীরা

৮ মার্চ ২০২০

ইংলিশ ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড'-এ নারী-পুরুষ উভয় ক্রিকেটারই সমান অর্থ পুরস্কার পাবেন৷ এটি ক্রিকেটে লিঙ্গ সমতা তৈরির একটি পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷

ছবি: Imago Images/Uk Sports Pics Ltd/P. Dovgan

বুধবার এ সংক্রান্ত ঘোষণা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেস ক্রিকেট বোর্ড, ইসিবি৷ তারা জানায়, নতুন এই টুর্নামেন্টের পুরস্কারের মোট অর্থ ছয় লাখ পাউন্ড বা প্রায় সাড়ে ছয় কোটি টাকা৷ এই অর্থ নারী ও পুরুষ প্রতিযোগিতায় সমান সমান ভাগে ভাগ করে দেয়া হবে৷ আসছে জুলাইয়ের ১৭ তারিখ টুর্নামেন্টের প্রথম সংস্করণটি মাঠে গড়ানোর কথা রয়েছে৷ চলবে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত৷

ইংল্যান্ডে যুগ যুগ ধরে চলে আসা কাউন্টি প্রথা ভেঙে দ্য হান্ড্রেড নামের এই টুর্নামেন্ট চালু করা হচ্ছে৷ আটটি শহরভিত্তিক দল এতে অংশ নেবে৷

এই টুর্নামেন্টে চমকপ্রদ কিছু নিয়মও চালু করতে যাচ্ছে ইসিবি৷ প্রত্যেক দল ১০০টি করে বল খেলবে এবং ১০ বলে এক ওভার হবে৷ সেক্ষেত্রে একেক বোলার এক নাগাড়ে পাঁচটি বা ১০টি বল করতে পারবেন৷ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি একটি পুরুষ ও একটি নারী দল গড়বে৷

‘‘নারীদের জন্য এটা একটা বিরাট ঘোষণা,'' ইংলিশ নারী দলের অধিনায়ক হেদার নাইট বলেন৷ তিনি লন্ডন স্পিরিট দলের নেতৃত্বে থাকবেন৷

নাইট আরো বলেন, ‘‘নারীদের পেশাদার ক্রিকেট রোমাঞ্চকর পথে হাঁটছে৷ তবে এখনো লিঙ্গ সমতায় পৌঁছাতে অনেক দূর যেতে হবে৷ দ্য হান্ড্রেডের এই উদ্যোগ সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷''

অস্ট্রেলিয়ায় চলমান টি২০ বিশ্বকাপে ইংলিশ নারী দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাইট৷ ‘‘নতুন এই প্রতিযোগিতায় অংশ নিতে আমরা মুখিয়ে আছি এবং আশা করছি এতে করে অনেক নতুন ছেলেমেয়ে ব্যাট বল হাতে নেবে,'' বলেন তিনি৷

দ্য হান্ড্রেড নারী প্রতিযোগিতার মূল সমন্বয়ক বেথ ব্যারেট-ওয়াইল্ড বলেন, ‘‘ইসিবি নারীদের ক্রিকেটকে এমনভাবে বদলে দিতে চায় যেন কিশোরীরা শুধু প্রথমবারের মতো ব্যাটই হাতে নেবে না, বরং পেশা হিসেবে এই খেলাকে বেছে নেবে৷''

‘‘চলমান উদ্যোগ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত দেয়,'' যোগ করেন তিনি৷

ইসিবি মনে করছে, হান্ড্রেড নামের নতুন ক্রিকেটের এই ফরম্যাট এর সুদূরপ্রসারী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে৷

তবে একে নিয়ে সমালোচনার অভাবও নেই৷ দেশটিতে পুরুষদের প্রথম শ্রেণি, একদিনের ও টি-টোয়েন্টির বাইরেও একটি চতুর্থ ফরম্যাটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ এছাড়া এই টুর্নামেন্ট ১৮ দলের কাউন্টির জৌলুসও কমিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে৷

জেডএ/জেডএইচ (এএফপি)

২০১৮ সালের জুলাইয়ের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ