ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হতাশায় ডোবালো আফগানিস্তান
২৩ অক্টোবর ২০২৩
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় তুলে নিলো আফগানিস্তান৷ তা-ও আট উইকেটের বিশাল ব্যবধানে!
বিজ্ঞাপন
পাকিস্তানের দেয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা পেরিয়ে গেছে এক ওভার হাতে রেখে৷ ওপেনিং জুটিতেই ১৩০ রান তুলে গুরবাজ ও জাদরান জয়ের সহজ একটা ভিত তৈরি করেছিলেন৷ ৮৭ রানে আউট হন জাদরান আর ৬৫ রানে গুরবাজ৷ তাদের বিদায়েও আফগানদের জয় কঠিন করে তুলতে পারেননি বাবর আজমরা৷ রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদি ঠান্ডা মাথায় খেলে আফগানদের জয়ের দিকে নিয়ে যান৷
৪৮তম ওভারের শেষ বলে চার মেরে পাকিস্তানের টার্গেট পেরিয়ে যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি৷ তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে, আর রহমত শাহ ৭৭ রানে৷ ইংল্যান্ডকে হারানোর পর এবারের বিশ্বকাপে এটি আফগানদের দ্বিতীয় জয়৷ ম্যাচ সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান৷
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ তোলে পাকিস্তান৷ অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৭৪ রান করেন৷ ওপেনিংয়ে নেমে ৫৮ রান করেন আব্দুল্লাহ শফিক৷ শেষের দিকে শাদাব ও ইফতিখার দুইজনেরই ৪০ রানের বদৌলতে ভালো স্কোর দাঁড় করায়য় পাকিস্তান৷ তবে সেটি যথেষ্ট হয়নি আফগানদের আটকানোর জন্য৷
এফএস/এসিবি
কে জিতবে ক্রিকেট বিশ্বকাপ?
অস্ট্রেলিয়ার সামনে এবার ডাবল হ্যাট্রিকের সুযোগ৷ ভারত রয়েছে হ্যাট্রিক পূরণের আশায়৷ কার আশা পূরণ হবে? নাকি বাকি চার সাবেক চ্যাম্পিয়ন বা নতুন কোনো দেশ জিতবে এবারের বিশ্বকাপ? দেখুন সাবেক ক্রিকেটাররা কী বলছেন...
ছবি: Satyajit Shaw/DW
ডেল স্টেইন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার সাবেক ফাস্টবোলারের কাছে জানতে চাওয়া হয়েছিল এবার কোন দুটি দেশ ফাইনালে উঠতে পারে? বা কোন দেশ জিততে পারে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ? জবাবে স্টেইন বলেছেন, নিজের দেশ সাউথ আফ্রিকা এবার প্রথমবারের মতো ফাইনালে উঠবে বলে তার ধারণা৷ এছাড়া রোহিত শর্মার ভারতও চতুর্থবারের মতো ফাইনালে উঠতে পারে বলে মনে হচ্ছে তার৷ কে জিতবে তা অবশ্য বলেননি৷
ছবি: AP
শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন ফাইনাল কে খেলবে সে সম্পর্কে কিছু বলেননি৷ তিনি অনেকটা ভবিষ্যদ্বাণীর মতো করে বলেছেন, এবার সেমিফাইনালে খেলতে পারে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং পাকিস্তান৷
ছবি: Avijit Das/ZUMA Wire/IMAGO
জ্যাক ক্যালিস, সাউথ আফ্রিকা
জ্যাক ক্যালিসের ভবিষদ্বাণী একদিক থেকে স্বদেশি স্টেইনের সঙ্গে মিলেছে, অন্যদিকে মিলেছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের সঙ্গে৷ ওয়াটসনের মতো ক্যালিসও বলেছেন সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নাম৷ স্টেইনের মতো ক্যালিসও নিজের দেশকে নিয়ে আশাবাদী৷ তাই প্রোটিয়াদের সেমিফাইনালে দেখছেন তিনি৷ ক্যালিসের মতে, এবারের আসরের সম্ভাব্য অন্য সেমিফাইনালিস্টরা হলো ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া৷
ছবি: Getty Images/B. Durrant
সুনীল গাভাস্কার, ভারত
ভারতের সাবেক অধিনায়ক, ওপেনার এবং বর্তমানে ধারাভাষ্যকার গাভাস্কার কিন্তু রোহিত শর্মার দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছেন না৷ তার মতে, এবার টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড৷
ছবি: Anshuman Poyrekar/Hindustan Times/IMAGO
ইরফান পাঠান, ভারত
ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান কিন্তু গাভাস্কারের মতো ভাবছেন না৷ তিনি মনে করেন, এবার রোহিত শর্মার হাতেই উঠবে বিশ্বকাপ ট্রফি৷ ফাইনালে কাকে হারাবে ভারত? ইরফান পাঠান তা বলেননি৷
ছবি: Dinodia Photo/IMAGO
মঈন খান, পাকিস্তান
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মঈন খানও ফাইনালে কোন দুটি দল উঠতে পারে এবং কার হাতে উঠতে পারে ট্রফি- সে সম্পর্কে কিছু বলেননি৷ খুব হিসেব কষে শুধু শেষ চারে ওঠার সম্ভাবনা কোন চারটি দেশের সবচেয়ে বেশি তা-ই শুধু বলেছেন তিনি৷ মঈন মনে করছেন, এবার সেমিফাইনালে উঠবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান৷
ছবি: Photoshot/Avalon/IMAGO
মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনও গণমাধ্যমকে বলেছেন, ভারত যে সেমিফাইনালে উঠবে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই৷ তার মতে, সেমিফাইনালের বাকি তিনটি দেশ হবে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া এবং ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়া কোনো দেশ৷ ‘ওয়াইল্ড কার্ড’ মানে? তাহলে কি বাংলাদেশকে শেষ চারে আশা করছেন মুরালিধরন? নাকি তার দেশ শ্রীলঙ্কাকে?
ছবি: Hindustan Times/IMAGO
ওয়াকার ইউনিস, পাকিস্তান
সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার ওয়াকার ইউনিসের কথা শুনলে তার দেশের ক্রিকেটপ্রেমীরা হয়ত মন খারাপ করবেন৷ ওয়াকার যে ফাইনালের দুটি দলের মাঝে বাবর আজমের পাকিস্তানকে দেখছেন না! তিনি মনে করেন, এবার ফাইনাল খেলবে ভারত এবং ইংল্যান্ড৷