1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাআফগানিস্তান

ইংল্যান্ডের পর পাকিস্তানকেও হতাশায় ডোবালো আফগানিস্তান

২৩ অক্টোবর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় তুলে নিলো আফগানিস্তান৷ তা-ও আট উইকেটের বিশাল ব্যবধানে!

রান নেয়ার পথে শহিদি ও রহমত শাহ
রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদি ঠান্ডা মাথায় খেলে আফগানদের জয় নিশ্চিত করেনছবি: Eranga Jayawardena/AP/picture alliance

পাকিস্তানের দেয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা পেরিয়ে গেছে এক ওভার হাতে রেখে৷ ওপেনিং জুটিতেই ১৩০ রান তুলে গুরবাজ ও জাদরান জয়ের সহজ একটা ভিত তৈরি করেছিলেন৷ ৮৭ রানে আউট হন জাদরান আর ৬৫ রানে গুরবাজ৷ তাদের বিদায়েও আফগানদের জয় কঠিন করে তুলতে পারেননি বাবর আজমরা৷ রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদি ঠান্ডা মাথায় খেলে আফগানদের জয়ের দিকে নিয়ে যান৷

জারদানের উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর সুযোগ তৈরি করেন হাসান আলিছবি: Eranga Jayawardena/AP/picture alliance

৪৮তম ওভারের শেষ বলে চার মেরে পাকিস্তানের টার্গেট পেরিয়ে যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি৷ তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে, আর রহমত শাহ ৭৭ রানে৷ ইংল্যান্ডকে হারানোর পর এবারের বিশ্বকাপে এটি আফগানদের দ্বিতীয় জয়৷ ম্যাচ সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান৷

৪৮তম ওভারের শেষ বলে চার মেরে পাকিস্তানের দেয়া টার্গেট পেরিয়ে যান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিছবি: Anupam Nath/AP/picture alliance

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ তোলে পাকিস্তান৷ অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৭৪ রান করেন৷ ওপেনিংয়ে নেমে ৫৮ রান করেন আব্দুল্লাহ শফিক৷ শেষের দিকে শাদাব ও ইফতিখার দুইজনেরই ৪০ রানের বদৌলতে ভালো স্কোর দাঁড় করায়য় পাকিস্তান৷ তবে সেটি যথেষ্ট হয়নি আফগানদের আটকানোর জন্য৷ 

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ