1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডে দুই ভারতীয় ক্রিকেটারের করোনা

১৫ জুলাই ২০২১

ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট টিমের দুই সদস্য করোনায় আক্রান্ত। এক ক্রিকেটার আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে।

প্রতীকী ছবি। ছবি: Getty Images/M. Evans

তবে কাদের করোনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি টিম কর্তৃপক্ষ বা ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, দুই জন ক্রিকেটার করোনায় আক্রান্ত। তবে একজন সেরে উঠেছেন। অন্যজনের মধ্যে করোনার লক্ষণ সেরকম নেই। তার গলা ব্যথা হচ্ছিল। পরীক্ষা করে দেখা যায় তার করোনা হয়েছে। ফলে তিনি প্রথম টেস্টের জন্য ডারহ্যামে যাবেন না।

ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী ৪ অগাস্ট থেকে। এবার সব ভারতীয় ক্রিকেটার সেখানে বায়ো বাবলে ঢুকে পড়বেন। করোনার কারণে ২৩ জনের দল পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। যে ক্রিকেটারের করোনা হয়েছে, তার সংস্পর্শে এসেছিলেন কয়েকজন স্টাফ ও ক্রিকেটার। তাদের তিনদিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল। কিন্তু তাদের করোনা হয়নি।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ভারতীয় টিমের সদস্যদের লিখিতভাবে জানিয়েছিলেন, তারা যেন সতর্ক থাকেন। যুক্তরাজ্যে করোনা বাড়ছে। তাই তারা যেন ভিড়ের জায়গায় না যান। যাবতীয় সতর্কতা নেন। বিশেষ করে তাদের উইম্বলডন ও ইউরো কাপ দেখতে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জয় শাহ। তারপরেও একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। তিনি ডেল্টা ভাইরাসের কবলে পড়েছেন বলে জানা গেছে।

জিএইচ/এসজি(এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ