1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন কোচ

২ মে ২০১২

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রয় হজসন৷ মঙ্গলবার তাঁকে এ পদে বহাল করা হয়েছে৷ এই নিয়োগের কিছু সমালোচনা হলেও, তাঁর প্রতি প্রত্যাশা ও সমর্থনই বেশি৷

ছবি: AP

হজসন'এর হাতে সময় নেই মোটেই৷ কারণ ইউরো-২০১২ চ্যাম্পিয়নশিপ ফুটবলের মাত্র কয়েক সপ্তাহ বাকি৷ ইউরো-২০১২ কাপে লড়ার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই ইংরেজ দলকে গোছাতে হবে হজসন'কে৷

২০১০ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০০৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং পর্বই পার হতে পারে নি ইংল্যান্ড দল৷ এ অবস্থায় দলকে পূর্ণ চাঙ্গা করে ইউরো কাপ জয়ের জন্য প্রস্তুত করাটা এক বিরাট কঠিন কাজ বলেই মনে করছেন ইংলিশ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর ট্রেভর ব্রুকিং৷

তবে, কঠিন দায়িত্ব ও প্রত্যাশার চাপে ভারাক্রান্ত নন ৬৪ বছর বয়সী এই সাবেক ইংলিশ ফুটবলার৷ ৩৮ বছর ধরে কোচিং পেশায় থাকার অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আশা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যেও ভালো কাজ করা সম্ভব৷

হজসন'এর এ আশাবাদের প্রতিধ্বনি শোনা গেছে তাদের জাতীয় দলের ম্যানেজার ও ফুটবলারদের মুখেও৷

রয় হজসন'কে গড়পড়তা মানের একজন ফুটবলার ও কোচ হিসেবে যারা প্রচার করতে চাইছেন, তাদেরকেই উত্তর দিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ডেভিড বার্নস্টাইন৷ বলেছেন, অনেকের মাঝে যোগ্যতার বিচারে সবার সেরা হিসেবেই হজসন'কে বেছে নিয়েছে বোর্ড৷

ইন্টার মিলান, লিভারপুল সহ ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হজসন৷ এছাড়া সুইজারল্যান্ড, ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি৷

গত ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন ইংলিশ জাতীয় দলের সাবেক কোচ ফাবিও কাপেলো৷ সেই ঘটনার কয়েকমাস পর নতুন প্রশিক্ষক হিসেবে যোগ দিলেন রয় হজসন৷

প্রতিবেদন: আফরোজা সোমা, (রয়টার্স, এপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ