1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ড সফর নিয়ে ধোনির অজুহাত

১৭ সেপ্টেম্বর ২০১১

ইংল্যান্ড থেকে শূন্য হাতেই ফিরতে হলো ভারতীয় ক্রিকেট দলকে৷ সাম্প্রতিক ইতিহাসে এমন নাকানি চুবানি বোধহয় আর কোন সফরে খেতে হয়নি দলটিকে৷ তার সঙ্গে যোগ হয়েছে ব়্যাংকিং এ অবনমন৷

ভারতের অধিনায়ক ধোনিছবি: AP

কিন্তু এরপরও অধিনায়ক ধোনির অজুহাতের অভাব হয়নি৷

প্রথমে টেস্ট, এরপর টোয়েন্টি টোয়েন্ট এবং সবশেষে ওয়ানডে সিরিজ, সবগুলোতেই ইংরেজ ক্রিকেটারদের কাছে রীতিমত ধবল ধোলাই হতে হয়েছে ভারতীয় দলকে৷ এই বছর ওয়ানডেতে বিশ্বকাপ জয়ের পর থেকেই যেন ভারতীয় দলের পারফরমেন্সে অবনতি শুরু হয়েছে৷ এবং সেটা ভয়াবহ আকার ধারণ করলো এই ইংল্যান্ড সফরে৷ টেস্ট ম্যাচগুলোতে ইংল্যান্ডের কাছে দাঁড়াতেই পারেনি ধোনির দল৷ ফলে ভারতকে টপকে টেস্ট ব়্যাংকিং এ শীর্ষ জায়গাটি দখল করে নেয় ইংল্যান্ড৷

এরপর টি টোয়েন্টিতেও হতাশ করে ভারতীয় দল৷ ওয়ানডে সিরিজেও একই দশা৷ কোন ম্যাচেই ভারত জিততে পারেনি৷ অবশ্য ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করলেও বোলারদের নিদারুণ ব্যর্থতায় ষোলকলা পূর্ণ হয়৷ ফলে খালি হাতেই এবার দেশে ফিরতে হয় ভারতীয় দলকে৷

তবে অধিনায়ক ধোনি এই ব্যর্থতার জন্য দলের একাধিক খেলোয়াড়দের চোটকে দায়ী করেছেন৷ উল্লেখ্য, এবারের সফরে ভারতীয় দলের অনেক খেলোয়াড়ই একের পর এক ইনজুরিতে পড়েন৷ ফলে ভারতের ড্রেসিং রুম পরিণত হয় হাসপাতালে৷

এদিকে ওয়ানডে ব়্যাংকিং এ আরও একধাপ নেমে গেছে ভারত৷ তারা এখন পঞ্চম স্থানে৷ তাদের টপকে চার নম্বর জায়গাটি এখন ইংল্যান্ডের দখলে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ