1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউর প্রার্থিতা পেলো ইউক্রেন, সদস্য হতে লাগবে কয়েক বছর

২৪ জুন ২০২২

ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ইউক্রেন ও মলদোভাকে ইইউর সদস্যপদ পেতে ‘আনুষ্ঠানিক প্রার্থী' করার সিদ্ধান্ত নিয়েছেন৷ কিছু সংস্কার এনে ইউরোপীয় মানে পৌঁছতে পারলে দেশ দুটি পূর্ণ সদস্য হতে পারবে৷ এতে কয়েক বছর লাগতে পারে৷

ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ইউক্রেন ও মলদোভাকে ইইউর সদস্যপদ পেতে ‘আনুষ্ঠানিক প্রার্থী' করার সিদ্ধান্ত নিয়েছেন৷ কিছু সংস্কার এনে ইউরোপীয় মানে পৌঁছতে পারলে দেশ দুটি পূর্ণ সদস্য হতে পারবে৷ এতে কয়েক বছর লাগতে পারে৷
ব্রাসেলসে ইইউ বলকান সম্মেলন চলাকালে সদস্যপদের দাবি নিয়ে জড়ো হন সমর্থকরাছবি: Nicolas Landemard/Zuampress/picture alliance

ইইউর ২৭টি সদস্যরাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচনার পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল এই ঘোষণা দেন৷

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর চার দিনের মাথায় ইইউর সদস্য হতে আবেদন করে ইউক্রেন৷

এরপর ইইউর পক্ষ থেকে ইউক্রেনকে একটি প্রশ্নমালা দেয়া হয়েছিল৷ ইউক্রেন যে উত্তর দিয়েছে তা গত সপ্তাহে অনুমোদন করেছিল ইউরোপীয় কমিশন৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউর সিদ্ধান্তকে ‘অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত’ বলে স্বাগত জানিয়েছেন৷

মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্ডু এই সিদ্ধান্ত ‘মলদোভা ও তার নাগরিকদের প্রতি শক্ত সমর্থনের সংকেত' বলে আখ্যায়িত করেছেন৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস টুইট করে দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, তিনি নিশ্চিত যে ইউক্রেন ও মলদোভা দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে৷ ‘‘আমি নিশ্চিত আমাদের সিদ্ধান্ত আমাদের সবাইকে শক্তিশালী করবে,’’ বলেন তিনি৷

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছেন৷

নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি

২০০৫ সালে নর্থ মেসিডোনিয়া ও ২০১৪ সালে আলবেনিয়াকে ‘আনুষ্ঠানিক প্রার্থী' করেছিল ইইউ৷ কিন্তু এখন তাদের সদস্য করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ইইউ নেতারা৷ এতে হতাশা প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী ডিমিটার কোভাচেভস্কি৷ তিনি বলেন, ‘‘যা হয়েছে সেটা ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতার উপর মারাত্মক আঘাত৷’’

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ