জার্মানিতে নার্স এবং আইটি বিশেষজ্ঞসহ নানা ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের যে সংকট তৈরি হয়েছে তা পূরণে সরকার বিদেশ থেকে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা করেছে৷
বিজ্ঞাপন
জার্মান সরকার এবং ব্যবসায়ী নেতারা মিলে বিদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের প্রক্রিয়া সহজ করার পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন৷
ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সোমবার এক সম্মেলনে দেশটির সরকার ইইউর বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগ সংক্রান্ত একটি পরিকল্পনায় স্বাক্ষরও করে৷
#বিভিন্ন কোম্পানি থেকে নির্দিষ্ট কিছু কাজে দক্ষ বিদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরো বড়াবে৷
#সরকার থেকে ভিসা প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুতগতির করা হবে৷
#বিদেশি শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণপত্র যাচাই কাজ সহজ হবে৷
যে ১০ দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা নিয়মিত প্রকাশ করে থাকে৷ ছবিঘরে ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তথ্য থাকছে৷
ছবি: Imago Images/Zuma/M. Hasan
১. সৌদি আরব
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি-র হিসেবে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন সৌদি আরবে৷ ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সংখ্যাটি ছিল তিন লাখ ৩২ হাজার ২০৪ জন৷ ২০১৯ সালের প্রথম দশ মাসে ৫৩ হাজার ৭৬২ জন নারী সৌদি আরব গেছেন৷ ২০১৭ সালে সর্বোচ্চ সংখ্যক (৮৩ হাজার ৩৫৪ জন) নারী শ্রমিক সে দেশে গেছেন৷
ছবি: Imago Images/Zuma/M. Hasan
২. জর্ডান
ইসরায়েলের প্রতিবেশী এই দেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৪১১ জন৷ সর্বোচ্চ সংখ্যক গেছেন ২০১৬ সালে, ২২ হাজার ৬৮৯ জন৷
ছবি: Imago/blickwinkel
৩. সংযুক্ত আরব আমিরাত
২০১৫ সালে সর্বোচ্চ ২৪ হাজার ৩০৭ জন নারী শ্রমিক সেই দেশে গিয়েছেন৷ সবমিলিয়ে দেশটিতে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৩০ হাজার ৫৭১ জন৷
ছবি: picture-alliance/J. Schwenkenbecher
৪. লেবানন
১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সিরিয়ার প্রতিবেশী দেশ লেবাননে গেছেন এক লাখ ছয় হাজার ৮৪০ জন নারী শ্রমিক৷
ছবি: Imago
৫. ওমান
ওমানে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা ৮৬ হাজার ১৩২ জন৷
ছবি: Getty Images/C. Jackson
৬. কাতার
বিএমইটির হিসেবে ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মোট আট লাখ ৮৭ হাজার ৪৩২ জন নারী শ্রমিক বিভিন্ন দেশে গেছেন৷ এই সময়ে কাতারে গেছেন ৩২ হাজার ২৫৯ জন৷
ছবি: DW/M. Kos
৭. মরিশাস
পর্যটনের জন্য বিখ্যাত এই দ্বীপরাষ্ট্রে ১৭ হাজার ৯২৩ জন নারী শ্রমিক গেছেন৷ ভারত মহাসাগরঘেঁষা এই দেশটিতে বাংলাদেশি নারী শ্রমিকরা গার্মেন্ট ও মাছ প্রক্রিয়াজাতকরণে যুক্ত আছেন বলে জানা গেছে৷ এছাড়া হোটেল-রেস্তোরাঁতেও তাঁরা কাজ করছেন৷
ছবি: Imago Images/Zuma/M. Hasan
৮. কুয়েত
শীর্ষ দশ দেশের মধ্যে আটটিই মধ্যপ্রাচ্যের৷ এর মধ্যে কুয়েতে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা নয় হাজার ১৯ জন৷
ছবি: Imago Images
৯. মালয়েশিয়া
এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন৷ সংখ্যাটি ছয় হাজার ৬৩৮ জন৷
ছবি: picture-alliance/dpa/A. Lyn
১০. বাহরাইন
মধ্যপ্রাচ্যের এই দ্বীপরাষ্ট্রে গেছেন চার হাজার ২৯০ জন নারী শ্রমিক৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
10 ছবি1 | 10
#জার্মান সরকারের অনলাইন তথ্যভাণ্ডার ‘মেক ইট ইন জার্মানি' এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ যেমন চাকরি বা নিয়োগের বিষয়ে সরাসরি তথ্য পেতে হটলাইন চালু হবে৷
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল এ উদ্যোগের প্রশংসা করে একে ‘সত্যিকারের সাফল্য' বলে বর্ণনা করেছেন৷
নতুন পরিকল্পনায় তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী, বাবুর্চি, নার্স, বয়ষ্ক সেবাকর্মী, কম্পিউটার বিজ্ঞানী, এবং সফটওয়্যার ডেভেলপারসহ কয়েকটি ক্ষেত্র গুরুত্ব পাচ্ছে৷
নতুন যে পরিকল্পনা হয়েছে তা জার্মানির অভিবাসন আইন ও দক্ষ অভিবাসী শ্রমিক আইনের অংশ হবে৷