ইউরোপীয় ইউনিয়নে জিহাদি কার্যকলাপে জড়িত সন্দেহে গ্রেপ্তারের সংখ্যা গত দু’বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে৷ ২০১৬ সালে ইইউ অঞ্চলে সন্ত্রাসী হামলা বা হামলার প্রচেষ্টা হয়েছে ১৪২ বার৷ এসব তথ্য জানিয়েছে ইউরোপোল৷
বিজ্ঞাপন
ইউরোপের সর্বোচ্চ আইন-প্রয়োগকারী সংগঠন ইউরোপোল ইইউ-তে সন্ত্রাসবাদ সংক্রান্ত পরিস্থিতি ও প্রবণতার বিষয়ে তাদের বাৎসরিক বিবরণে বলেছে যে, জিহাদি সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার দায়ে ২০১৬ সালে ৭১৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ ২০১৪ সালে এ ধরনের গ্রেপ্তারের সংখ্যা ছিল ৩৯৫৷
জার্মানিতে যেসব সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল
গত আঠারো মাসে বেশ কয়েকবার জার্মানিতে সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে, যার অধিকাংশই অবশ্য পুলিশ আগেভাগে প্রতিরোধ করতে সক্ষম হয়৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর অন্যতম টার্গেট এখন ইউরোপের এই দেশটি৷
ছবি: Reuters/M. Rehle
লাইপসিশ, অক্টোবর ২০১৬
লাইপসিসের পুলিশ দু’দিন ধরে তল্লাশি চালানোর পর ২২ বছর বয়সে সিরীয় শরণার্থী জাবের আল-বাকেরকে গ্রেপ্তারে সক্ষম হয়৷ চেমনিৎসে তার অ্যাপার্টমেন্টে বিস্ফোরক এবং বোমা তৈরিত সরঞ্জাম পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সন্দেহ করা হয় যে, বার্লিন বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল সে৷ গ্রেপ্তারের দুই দিন পর অবশ্য কারাগারে আত্মহত্যা করে এই সিরীয় শরণার্থী৷
ছবি: picture-alliance/dpa/S. Willnow
আন্সবাখ, জুলাই ২০১৬
গত জুলাই মাসে জার্মানিতে দু’টি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ দু’টি হামলাই শরণার্থীরা ঘটিয়েছিল৷ এর মধ্যে বাভারিয়ার আন্সবাখ শহরে একটি মিউজিক ফেস্টিভ্যালের প্রবেশ মুখে এক সিরীয় শরণার্থী বিস্ফোরণ ঘটালে ১৫ ব্যক্তি আহত হন৷ হামলায় হামলাকারী অবশ্য নিজেও প্রাণ হারায়৷
ছবি: picture alliance/AP Photo/D. Karmann
ভ্যুয়র্ত্সবুর্গ, জুলাই ২০১৬
১৭ বছর বয়সি এক শরণার্থী ভ্যুয়র্ত্সবুর্গে একটি ট্রেনের মধ্যে কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়৷ এতে হংকং থেকে আসা এক পর্যটক পরিবারের চার সদস্য এবং অন্য একজন আহত হন৷ পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে৷ পুলিশ জানায়, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেট-এর সদস্য না হলেও এই জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/K. Hildenbrand
ড্যুসেলডর্ফ, মে ২০১৬
ইসলামিক স্টেট-এর তিন সন্দেহভাজন সদস্যকে নর্থ রাইনওয়েস্টফেলিয়া, ব্রান্ডেনবুর্গ এবং বাডেন ভ্যুর্টেনবের্গ থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন ড্যুসেলডর্ফের শহরতলীতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল৷ অপরজন এবং ফ্রান্সে গ্রেপ্তারকৃত চতুর্থ জিহাদি বন্দুক ও বিস্ফোরক নিয়ে পথচারীদের হামলার পরিকল্পনা করছিল বলে খবর৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
এসেন, এপ্রিল ২০১৬
এসেনে একটি শিখ মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ বিস্ফোরণে তিন ব্যক্তি আহতও হন৷ সিসিটিভি ফুটেজ প্রচারের পর ১৬ বছর বয়সি এক সন্দেহভাজন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ আর অন্য তরুণ সন্দেহভাজনকে বাড়ি থেকে আটক করে স্পেশাল পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
হানোফার, ফেব্রুয়ারি ২০১৬
১৬ বছর বয়সি জার্মান-মরোক্কান তরুণী সোফিয়া এস. হানোফার ট্রেন স্টেশনে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে৷ ধারণা করা হয়, ইসলামিক স্টেট-এর সদস্যরা তাকে এই হামলায় প্ররোচিত করেছিল৷
ছবি: Polizei
বার্লিন, ফেব্রুয়ারি ২০১৬
বার্লিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেট-এর সন্দেহভাজন তিন আলজেরীয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ৷ বার্লিনের প্রসিকিউটরের দপ্তরের তথ্য আনুযায়ী, রাজধানীতে হামলা করার জন্য তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল কর্তৃপক্ষ৷
ছবি: Reuters/F. Bensch
ওবারউরসেল, এপ্রিল ২০১৫
এশবর্ন-ফ্রাংকফুর্ট সিটি লুপ বাইক রেস বাতিল করে পুলিশ, কেননা তারা সন্দেহ করছিল যে সেই রেসে ইসলামিক স্টেট হামলা চালাতে পারে৷ হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে পুলিশ ৩৫ বছর বয়সি এক তুর্কি বংশোদ্ভূত জার্মান এবং তাঁর ৩৪ বছর বয়সি স্ত্রীকে গ্রেপ্তার করে৷ বাইক রুটের কাছে তাদের বাড়ি থেকে বোমা তৈরির উপকরণও উদ্ধার করে পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
8 ছবি1 | 8
২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নে জিহাদি সন্ত্রাসী আক্রমণের সংখ্যা ছিল মাত্র ১৭৷ ২০১৬ সালে তা কমে ১৩-য় দাঁড়ায়৷ এর মধ্যে ছ'টি আক্রমণের সঙ্গে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর সংযোগ ছিল৷
সক্রিয়ভাবে সন্ত্রাসী হামলা চালানোয় নারী, শিশু ও তরুণ প্রাপ্তবয়স্করা ক্রমেই আরো বেশি ভুমিকা নিচ্ছে বলে ইউরোপোলের রিপোর্টে উল্লেখ করা হয়৷ ‘জিহাদি' সন্দেহে ব্রিটেনে গ্রেপ্তারকৃত প্রতি চারজনের মধ্যে একজন ছিল নারী, যা কিনা ২০১৫ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি৷
রিপোর্টে বলা হয়, ‘‘পশ্চিমা বিশ্বে সন্ত্রাসবাদী আক্রমণ চালানোয় সক্রিয় ভূমিকা নেবার ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে কম প্রতিবন্ধকতার সম্মুখীন হয় বলে জিহাদিদের ধারণা৷ ''
সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৬ সালে ইইউ-তে মোট ১,০০২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ এ ধরণের গ্রেপ্তারের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ফ্রান্সে৷ সেখানে সে বছর মোট ৪৫৬ জনকে গ্রেপ্তার করা হয়৷ ইউরোপোল জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ২৫ বছরের কম৷
সিরিয়া ও ইরাক থেকে প্রেরণা
সিরিয়া ও ইরাকে যে ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে, তার অনুকরণে বোমাবাজি ইইউ-তে একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে৷
বিশ্ব কি ধ্বংসের পথে?
চলতি বছরের শুরুতেই সন্ত্রাসী হামলার ব্যাপকতা দেখে এই প্রশ্ন জাগতেই পারে৷ গত বছরের নভেম্বরে প্যারিসে হামলায় নিহত হন ১৩০ জন৷ সেই ঘটনার পর একের পর এক হামলায় তটস্থ বিশ্ব৷
ছবি: Reuters/U. Bektas
ইস্তানবুলে বোমা হামলা: জানুয়ারি ১২
ইস্তানবুলের এক জনপ্রিয় চত্বরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান ১৩ ব্যক্তি, আহত বেশ কয়েকজন৷ নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি ছিলেন৷ আত্মঘাতী হামলাকারী ছিল তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস অনুসারী সিরীয় নাগরিক নাবিল ফাদিলা৷
ছবি: picture-alliance/dpa/P. Kneffel
জাকার্তায় হামলা: জানুয়ারি ১৪
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সিরিজ বোমা হামলায় প্রাণ হারান কমপক্ষে আট ব্যক্তি, আহত ২৪৷ ‘ইসলামিক স্টেট’ সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: Getty images/AFP/Str
ওয়াগাডুগুর হোটেলে হামলা: জানুয়ারি ১৫
আল-কায়দা সমর্থিত জঙ্গিরা বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে একটি হোটেল হামলা চালায়৷ এতে ১৮টি দেশের কমপক্ষে ২৩ ব্যক্তি নিহত হন৷ ফরাসি এবং সেদেশের নিরাপত্তা বাহিনীর যৌথ অপারশনে হোটেলটি জঙ্গিমুক্ত হয়৷
ছবি: picture-alliance/dpa/W. Elsen
আঙ্কারায় হামলা: ফেব্রুয়ারি ১৭
তুরস্কের রাজধানী আঙ্কারায় বাসের বহরে হামলার দায় স্বীকার করেছে ‘কুর্দিশ ফ্রিডম ফ্যালকনস’ বা টিএকে৷ হামলায় ২৯ ব্যক্তি নিহত এবং কমপক্ষে ৬০ ব্যক্তি আহন হন যাদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন৷
ছবি: Reuters/Ihlas News Agency
মোগাদিশুতে হোটেলে হামলা: ফেব্রুয়ারি ২৬
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলের মধ্যে নিজের গাড়িতে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী বোমারু৷ এতে ১৫ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হন৷ আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্তরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে৷
ছবি: Reuters/F. Omar
আইভরি কোস্টে হোটেলে গুলিবর্ষণ: মার্চ ১৩
আল-কায়দার উত্তর আফ্রিকা শাখার সদস্যরা আইভরি কোস্টের গ্রান্ড ব্যাসামে একটি হোটেলে গুলিবর্ষণ করে৷ এতে ১৮ ব্যক্তি নিহত এবং ৩৩ জন আহত হন৷
ছবি: Reuters/L. Gnago
আঙ্কারায় বোমা হামলা: মার্চ ১৩
তুরস্কে একের পর এক বোমা হামলা ঘটছে৷ সেদেশের রাজধানীর কেন্দ্রে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটে ১৩ মার্চ৷ এতে প্রাণ হারান ৩৭ ব্যক্তি, আহত ১২৭৷ এই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করেছে টিএকে৷
ছবি: Reuters/U. Bektas
ব্রাসেলসে হামলা: মার্চ ২২
ব্রাসেলসে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত কমপক্ষে ৩৪ ব্যক্তি, আহত ১৭০৷ সেদিন সকাল আটটার দিকে ব্রাসেলস বিমানবন্দরে দু’টি বিস্ফোরণ ঘটে৷ আর তার একঘণ্টা পর মোলেনবেক মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণ ঘটে৷ জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ এ সব হামলার দায় স্বীকার করেছে৷
ছবি: Reuters/F. Lenoir
8 ছবি1 | 8
ইরাকে জিহাদি গোষ্ঠীগুলো যে ড্রোন বাহিত বিস্ফোরক নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে, ইউরোপীয় সরকারবর্গ সেদিকে বিশেষ দৃষ্টি রাখছেন বলে ইউরোপোল জানিয়েছে, কেননা, ইউরোপীয় চরমপন্থিদের মধ্যে ইরাকে জিহাদিরা যে ধরণের অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে তার নকল করার প্রবণতা আছে৷
আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন
ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলির মধ্যে তাদের গুপ্তচর বিভাগের সংগৃহীত তথ্য আদানপ্রদানের গুরুত্বের কথা বলা হয়েছে ইউরোপোলের রিপোর্টে৷
‘‘সন্ত্রাসবাদীরে সীমান্ত মানে না বা স্বীকার করে না,'' ইউরোপোলের রিপোর্টে বলেছেন ইইউ-এর নিরাপত্তা প্রধান জুলিয়ান কিং৷ ‘‘সন্ত্রাসীদের পরাজিত করার লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করার এবং তথ্য ও পারদর্শিতা আদানপ্রদান করার নতুন সংকল্প থেকে প্রেরণা নিতে হবে,'' বলেন কিং৷
২০১৬ সালের সব সন্ত্রাসী আক্রমণের উৎসই যে জিহাদি প্রেরণা, এমন নয়৷ ‘এথনো-ন্যাশনালিস্ট' – অর্থাৎ জাতিভিত্তিক জাতীয়তাবাদ – ও বিচ্ছিন্নতাবাদী প্রবণতা থেকেও কিছু আক্রমণ ঘটেছে৷ যেমন উত্তর আয়ারল্যান্ডের রিপাবলিকান গোষ্ঠীগুলি ৭৬টি আক্রমণে সংশ্লিষ্ট ছিল, যার কারণে হিসেবে মোট ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷