1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-এর উন্নয়ন সাহায্য নীতি

মিরিয়াম গ্যার্কে/এসি২২ এপ্রিল ২০১৪

ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য দাতা৷ অথচ সেই উন্নয়ন নীতির সাফল্যে বারংবার বাদ সাধে ইইউ-এর অর্থনৈতিক স্বার্থ৷ উদাহরণস্বরূপ আফ্রিকা মহাদেশের কথা বলা যায়৷ সেখানে ইইউ সত্যিই সফল৷

Fischverkäufer in Nouadhibou, Mauretanien
ছবি: picture alliance/Robert Harding World Imagery

বলতে কি, বিগত কয়েক বছরে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে আফ্রিকায় তার উন্নয়ন সহযোগিতা নীতির মাধ্যমে লক্ষণীয় সাফল্য অর্জন করে এসেছে: সহস্রাব্দ কর্মসূচির ফলাফল দেখলেই তা বোঝা যায়৷ আফ্রিকায় কি করণীয়, সে বিষয়ে ইইউ দেশগুলি পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে অগ্রসর হতে শিখেছে৷ এমনকি আফ্রিকায় জলবায়ু সুরক্ষার ক্ষেত্রে ইইউ আরো বেশি উদ্যোগী হচ্ছে৷

আফ্রিকায় ইইউ-এর উন্নয়ন নীতির ঘোষিত লক্ষ্য হলো, গুড গভর্নান্স বা সরকারি সুশাসনকে উৎসাহ প্রদান৷ তার পরেই আসছে মানবিক ও অর্থনৈতিক বিকাশ৷ প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার অথবা ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম – কিছুই বাদ পড়েনি ইইউ-এর এজেন্ডায়৷ বাদ পড়েছে শুধু অভিবাসন রোধ৷ আফ্রিকা থেকে ইউরোপ অভিমুখে বেআইনি অভিবাসীদের স্রোত রোখাটা ইইউ-এর উন্নয়ন সাহায্য সংক্রান্ত লক্ষ্যগুলির মধ্যে পড়ে না৷

তবে উন্নয়ন সাহায্যের ক্ষেত্রে সাফল্যের ফলে যে আফ্রিকার মানুষরা স্বদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, সে সম্ভাবনা ব্রাসেলসের অজ্ঞাত নয়৷ যেমন ইথিওপিয়ায় পথঘাট তৈরির জন্য ২০ কোটি ইউরো মঞ্জুর করেছে ইইউ৷ দূর দূর প্রান্তের মানুষজন এই সব পথ ধরে তাঁদের পণ্য নিরাপদে বাজারে আনতে পারবেন৷ ফলে গ্রামাঞ্চলে দারিদ্র্য লক্ষণীয়ভাবে কমেছে৷

একদিকে উন্নয়ন সাহায্য, অপরদিকে সেই আফ্রিকাতেই ইইউ-এর খাদ্য রপ্তানি চলেছে পুরোদমে – এখানেই ইইউ-এর উভয়সংকট৷ তবে এ বছর আফ্রিকাতে খাদ্যপণ্য রপ্তানির জন্য ইইউ-এর ভরতুকি ১৫ কোটি ইউরো ছাড়াবে না৷ বলতে কি, ইইউ-এর কৃষি কমিশনার দাচিয়ান চিওলেস গত জানুয়ারিতে ঘোষণা করেছেন যে, ঐ ভরতুকি পুরোপুরি বাতিল করা হবে – তবে কবে, সে কথাটা তিনি উহ্যই রেখেছেন৷

জলবায়ু সুরক্ষার ক্ষেত্রে ইইউ আরো বেশি উদ্যোগী হচ্ছেছবি: AP

এছাড়া ইইউ-এর রপ্তানি ভরতুকি থেকে আফ্রিকার ক্ষুদ্র চাষিদের যে সর্বনাশ হওয়ার কথা ছিল, তা ইতিমধ্যেই হয়ে গেছে, যেমন ধরা যাক আফ্রিকায় মুর্গির মাংস রপ্তানির দরুণ৷ তবে পোলট্রি রপ্তানির চেয়ে অনেক বেশি বিভীষণ প্রভাব পড়েছে আফ্রিকান দেশগুলির সঙ্গে মাছ-ধরা সংক্রান্ত চুক্তির কারণে৷ ঐ চুক্তির ফলে আফ্রিকার মীনসম্পদ স্থানীয় জনসাধারণের কাজে না লেগে ইইউ-এর জনগণের কাজে আসছে৷ ইইউ-এর মাছ-ধরার জাহাজগুলি আফ্রিকার উপকূলে তাদের জাল ফেলছে৷ ইইউ অবশ্য সেজন্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দিয়ে আসছে৷ যেমন সেনেগাল পায় বছরে ১ কোটি ১৬ লাখ ইউরো; মোজাম্বিক পায় ৪০ লক্ষের কিছু বেশি; মউরিটানিয়া ৮ কোটি ৬০ লক্ষ ইউরো, ইত্যাদি৷ ইউরোপীয় ইউনিয়নের মাছ ধরার জাহাজগুলি অবশ্য এর অনেক বেশি মূল্যের মাছ ধরে, বলছে ডাব্লিউডাব্লিউএফ৷

বিশ্বের সরকারি উন্নয়ন সাহায্যের অর্ধেকের বেশি আসে ইইউ-এর দেশগুলি থেকে৷ অপরদিকে উন্নয়ন সাহায্যের ক্ষেত্রে ইইউ গুরুত্ব দেয় তথাকথিত এসিপি বা আফ্রিকা-ক্যারিবিয়ান-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭৯টি দেশকে, যাদের অধিকাংশই বিভিন্ন ইউরোপীয় শক্তির প্রাক্তন উপনিবেশ৷ ইইউ বর্তমানে এই এসিপি দেশগুলির সঙ্গে ‘ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট' বা অর্থনৈতিক অংশিদারিত্ব চুক্তি সম্পাদনের চেষ্টায়৷ কিন্তু এই ইপিএ-গুলি সম্পর্কে অক্সফ্যামের মন্তব্য: ‘‘তাদের বর্তমান আকারে এই ইপিএ-গুলি এক ধরনের সুদূরপ্রসারী মুক্ত বাণিজ্য চুক্তি, যা থেকে ইউরোপীয় রপ্তানিকারকরাই প্রধানত লাভবান হন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ