1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-এর সঙ্গে সমঝোতা জাতিসংঘে নথিবদ্ধ করল ব্রিটেন

২৫ ফেব্রুয়ারি ২০১৬

এর পটভূমিতে রয়েছে ব্রিটিশ আইনমন্ত্রী মাইকেল গোভ-এর আশঙ্কা যে, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ঐ চুক্তি বাতিল করতে পারে, যা রুখতে দলিলটি জাতিসংঘে রেজিস্ট্রি করে তাকে ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরিবর্তনীয়' করা হয়েছে৷

Belgien EU Kommission Flaggen Großbritannien und Europa
ছবি: Reuters/Y. Herman

ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের ‘স্পেশাল স্ট্যাটাস' নিয়ে সমঝোতায় আসা সম্ভব হয় গত ১৯শে ফেব্রুয়ারি৷ এই ‘ডিল'-এর শর্তাবলী কার্যকরি হবে ২৩শে জুন, যদি ব্রিটেনের জনগণ ব্রেক্সিটের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন - যা ঘটবে বলেই বিশ্লেষকদের ধারণা৷ তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দলের হেভিওয়েট, লন্ডনের মেয়র বরিস জনসন যোগদান করার পরে ‘‘লিভ'' (‘ইইউ ছাড়ো') পক্ষের পাল্লা আরো কিছুটা ভারি হয়েছে৷

ব্রিটিশ মিডিয়া এখন ব্রেক্সিটের ভালোমন্দ নিয়ে হিসেবনিকেশে ব্যস্ত, সেই সঙ্গে খানিকটা লোকশিক্ষা৷ যেমন ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা একটি সংক্ষিপ্ত ভিডিও-য় বোঝানোর চেষ্টা করেছে, যুক্তরাজ্য ইইউ ছাড়লে কি ঘটতে পারে৷

ক্যামেরন মন্ত্রিসভায় নীতি সংক্রান্ত বোদ্ধা বলে পরিচিত গোভ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক মিত্র৷ লন্ডনের মেয়র জনসন-এর মতো জনপ্রিয় না হলেও, তাঁর মন্তব্যের একটা গুরুত্ব আছে বৈকি৷ গোভ বলেছেন, ইউরোপীয় আদালত ইইউ-এর সঙ্গে চুক্তির দ্বারা আবদ্ধ নয়৷ তার আগে ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত চুক্তিগুলি বদলাতে হবে এবং সেটা কবে ঘটবে, তার কোনো ঠিক নেই৷

সঙ্গে সঙ্গে ডাউনিং স্ট্রিট, ব্রিটেনের অ্যাটর্নি জেনারেল জেরেমি রাইট ও ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক গোভ-এর মন্তব্যের বিপক্ষে বক্তব্য রেখেছেন৷ টুস্ক আরো বলেছেন যে, ব্রিটেন যদি ইইউ ছাড়ে, তাহলে সে ঘটনা ‘‘ইউরোপকে চিরকালের মতো বদলে দেবে৷ এবং সেই পরিবর্তন নেতিবাচক হবে৷'' অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন যে যৌথভাবে উদ্বাস্তু সংকটের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, তা ব্রিটিশ নাগরিকদের ব্রেক্সিটের সপক্ষে ভোট দিতে উৎসাহিত করবে, বলে টুস্ক মনে করেন৷

ব্রেক্সিট সম্পর্কে শুধু ব্রিটেন কিংবা ব্রাসেলসেই নয়, নানা দেশের নানা পণ্ডিত মাথা ঘামাচ্ছেন৷ প্রায় সকলেই দেখছেন নিজেদের সুবিধা-অসুবিধা - পরোক্ষভাবে ব্রিটেনের জনমতের উপর প্রভাব ফেলার চেষ্টা করছেন৷ ওলন্দাজ কার্টুনিস্টের চোখে ইইউ-এর সুবিশাল জাহাজ থেকে লাইফবোট হিসেবে পুরনো আমলের একটি পালতোলা জাহাজ নামিয়ে দেওয়া হচ্ছে; তা থেকে উড়ছে ইউনিয়ন জ্যাক আর কে যেন বলছে,‘‘উই উইল রুল দ্য ওয়েভস'' - ‘ব্রিটানিয়া রুল দ্য ওয়েভস'-কে ঠাট্টা করে৷

তবে ব্রিটেনের ইইউ ছাড়ার আশঙ্কা যে পুরোপুরি অমূলক নয়, তার প্রমাণ, খোদ বিবিসি ব্রিটেন অতলান্তিক মহাসাগরের সিঙ্গাপুর হয়ে উঠতে পারে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু করেছে৷

এমনকি ভারতের শিল্পপতিরা ব্রেক্সিটের বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন...

এসি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ