1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-কে এক মাস সময় দিলেন ট্রাম্প

১ মে ২০১৮

গত মার্চ মাসে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ তবে সে সময়ই ইইউভুক্ত দেশগুলোসহ কয়েকটি দেশের উপর শুল্ক কার্যকরের বিষয়টি ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল৷

Symbolbild Stahl
ছবি: Getty Images/A. Koerner

এই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস ইইউ, ক্যানাডা ও মেক্সিকোর জন্য শুল্ক অব্যাহতির সময়সীমা একমাস বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ এই সময়ে দেশগুলোর সঙ্গে কোটা ব্যবস্থা নিয়ে আরও আলোচনা করতে চান মার্কিন কর্মকর্তারা৷ এই ব্যবস্থার মাধ্যমে দেশগুলো থেকে রপ্তানির পরিমাণ নির্দিষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র৷ তবে ইইউ, ক্যানাডা ও মেক্সিকো আগেই জানিয়ে দিয়েছে যে, তারা কোনো কোটা ব্যবস্থা মেনে নেবে না৷

 দক্ষিণ কোরিয়া এই কোটা ব্যবস্থা মেনে নেয়ায় যুক্তরাষ্ট্রেতাদেরকে শুল্কের আওতামুক্ত রেখেছে৷ তবে কোটা মেনে নেয়ায় ২০১৭ সালের চেয়ে এবছর ৩০ শতাংশ কম ইস্পাত রপ্তানি করতে পারে দক্ষিণ কোরিয়া৷

এদিকে, আর্জেন্টিনা, ব্রাজিল ও অস্ট্রেলিয়াকে স্থায়ীভাবে শুল্কের আওতায় রাখার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস৷ পহেলা মে থেকে এই তিন দেশের উপরও শুল্ক ধার্য হওয়ার কথা ছিল৷ ঐ দেশগুলোর সঙ্গে শিগগিরই নতুন চুক্তি সই হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস৷

একমাস সময় বাড়ানোর ঘোষণার প্রতিক্রিয়ায় ইইউ এক বিবৃতিতে জানিয়েছে, এর ফলে বাজারে অনিশ্চয়তা বাড়বে৷ জার্মানিসহ ইইউর অন্যান্য দেশগুলো স্থায়ীভাবে শুল্কের আওতামুক্ত থাকার আগ্রহের কথা জানিয়েছে৷

তবে যুক্তরাষ্ট্র যদি ইইউ'র উপর শুল্ক আরোপের বিষয়ে এগিয়ে যায়, তাহলে পালটা ব্যবস্থা হিসেবে ইইউ-ও যুক্তরাষ্ট্রের উপর কর আরোপের পরিকল্পনা করছে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে মেকআপসহ মোটরসাইকেল ও অন্যান্য পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করা হতে পারে৷ ইইউ'র দেশগুলো যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ৬ দশমিক ৪ বিলিয়ন ইউরোর ইস্পাত রপ্তানি করে৷ আর ইইউ যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৪ বিলিয়ন ইউরোর সমপরিমাণ রপ্তানির উপর কর বসানোর পরিকল্পনা করছে৷

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র৷ নিজ দেশের শিল্প বাঁচানোর কথা বলে দেশটি গত ২৩ মার্চ ইস্পাত আমদানির উপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়৷

যুক্তরাষ্ট্র ২০১৭ সালে ৩৫ দশমিক ৬ মিলিয়ন টন ইস্পাত আমদানি করেছিল৷ সবচেয়ে বেশি আমদানি হয়েছিল ক্যানাডা থেকে৷ পরিমাণটি ছিল মোট আমদানির ১৬ দশমিক ৭ শতাংশ৷ ক্যানাডার উপর শুল্ক আরোপের পরিকল্পনা ‘খুবই বাজে চিন্তা' এবং এর ফলে দুই দেশের বাণিজ্য নিশ্চিতভাবেই ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷

ক্যানাডার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ইস্পাত রপ্তানির তালিকায় আছে ব্রাজিল (১৩ দশমিক ২ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৯ দশমিক ৭ শতাংশ), মেক্সিকো (৯ দশমিক ৮ শতাংশ), রাশিয়া (৮ দশমিক ১ শতাংশ), তুরস্ক (৫ দশমিক ৬ শতাংশ), জাপান (৪ দশমিক ৯ শতাংশ), জার্মানি (৩ দশমিক ৭ শতাংশ), তাইওয়ান (৩ দশমিক ২ শতাংশ), চীন (২ দশমিক ৯ শতাংশ) ও ভারত (২ দশমিক ৪ শতাংশ)৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ