1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলসে শীর্ষ সম্মেলন

১৫ অক্টোবর ২০১৫

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে মিলিত হবেন৷ গত ছয়মাসে এটি চতুর্থ শীর্ষ সম্মেলন৷ বিষয় শরণার্থী সংকটের সমাধান৷

Deutschland Bundestag Angela Merkel Rede
ছবি: Reuters/H. Hanschke

এবারের সম্মেলনে সংকটের সমাধানে তুরস্কের সহায়তা চাওয়া হবে৷ ইইউ ইতিমধ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছে৷ তাতে দুই মিলিয়নের বেশি শরণার্থী গ্রহণের জন্য তুরস্ককে এক বিলিয়ন ইউরো পর্যন্ত সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷ এছাড়া শরণার্থীদের জন্য আরও শিবির তৈরি ও শরণার্থীরা যেন সাগর পাড়ি দিয়ে গ্রিসে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে তুরস্করের কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে৷ তবে প্রাথমিকভাবে তুরস্ক ইইউ-র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷ তারা আরও বেশি অর্থ চাইছে৷ এছাড়া তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও আইএস যোদ্ধাদের দমনে ইউরোপের কাছ থেকে আরও সহযোগিতা চেয়েছে তুরস্ক৷ সঙ্গে ইইউতে যোগদানে তুরস্কের ইচ্ছার বিষয়টিও আবার সামনে নিয়ে আসা হচ্ছে৷

রেচেপ তাইয়িপ এর্দোয়ানছবি: Getty Images/AFP/A. Altan

শরণার্থী সংকটের সমাধানে তুরস্কের ভূমিকার গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী রবিবার তুরস্ক যাবেন ম্যার্কেল৷

জার্মান সংসদে দেয়া বক্তব্য ম্যার্কেল বলেন, সমস্যার সমাধানে ইউরোপকে সংহতি দেখাতে হবে৷ তবে ম্যার্কেলের এই মন্তব্যের প্রতিক্রিয়া দেখা গেছে টুইটারে৷

এদিকে, ইইউ-র তুরস্কের কাছে সহায়তা চাওয়ার বিষয়ে কার্টুনসহ একটি মন্তব্য প্রতিবেদন ছেপেছে ‘দ্য ইকোনমিস্ট'৷

বার্তা সংস্থা এএফপি সিরীয় শরণার্থীরা কোথায় আশ্রয় নিয়েছে সে পরিসংখ্যান দিয়ে একটি ‘ইনফোগ্রাফিক' তৈরি করেছে৷ এতে দেখা যাচ্ছে, তুরস্কে ইতিমধ্যে দুই মিলিয়নের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে৷

বৃহস্পতিবারের ইইউ শীর্ষ সম্মেলনের লাইভ আপডেট পাওয়া যাবে এখানে৷

সম্মেলনে ব্রিটেনের ইইউ-তে থাকা, না থাকার বিষয়টি নিয়েও আলোচনা হবে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ