ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক বৈঠকে মিলিত হবেন৷ গত ছয়মাসে এটি চতুর্থ শীর্ষ সম্মেলন৷ বিষয় শরণার্থী সংকটের সমাধান৷
বিজ্ঞাপন
এবারের সম্মেলনে সংকটের সমাধানে তুরস্কের সহায়তা চাওয়া হবে৷ ইইউ ইতিমধ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছে৷ তাতে দুই মিলিয়নের বেশি শরণার্থী গ্রহণের জন্য তুরস্ককে এক বিলিয়ন ইউরো পর্যন্ত সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷ এছাড়া শরণার্থীদের জন্য আরও শিবির তৈরি ও শরণার্থীরা যেন সাগর পাড়ি দিয়ে গ্রিসে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে তুরস্করের কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে৷ তবে প্রাথমিকভাবে তুরস্ক ইইউ-র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷ তারা আরও বেশি অর্থ চাইছে৷ এছাড়া তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও আইএস যোদ্ধাদের দমনে ইউরোপের কাছ থেকে আরও সহযোগিতা চেয়েছে তুরস্ক৷ সঙ্গে ইইউতে যোগদানে তুরস্কের ইচ্ছার বিষয়টিও আবার সামনে নিয়ে আসা হচ্ছে৷
শরণার্থী সংকটের সমাধানে তুরস্কের ভূমিকার গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী রবিবার তুরস্ক যাবেন ম্যার্কেল৷
জার্মান সংসদে দেয়া বক্তব্য ম্যার্কেল বলেন, সমস্যার সমাধানে ইউরোপকে সংহতি দেখাতে হবে৷ তবে ম্যার্কেলের এই মন্তব্যের প্রতিক্রিয়া দেখা গেছে টুইটারে৷
এদিকে, ইইউ-র তুরস্কের কাছে সহায়তা চাওয়ার বিষয়ে কার্টুনসহ একটি মন্তব্য প্রতিবেদন ছেপেছে ‘দ্য ইকোনমিস্ট'৷
বার্তা সংস্থা এএফপি সিরীয় শরণার্থীরা কোথায় আশ্রয় নিয়েছে সে পরিসংখ্যান দিয়ে একটি ‘ইনফোগ্রাফিক' তৈরি করেছে৷ এতে দেখা যাচ্ছে, তুরস্কে ইতিমধ্যে দুই মিলিয়নের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে৷
সম্মেলনে ব্রিটেনের ইইউ-তে থাকা, না থাকার বিষয়টি নিয়েও আলোচনা হবে৷
ইউরোপে শরণার্থী সংকট চরমে
অস্ট্রিয়ার মোটরওয়েতে পরিত্যক্ত হিমায়ন যুক্ত ট্রাকটি থেকে এ যাবৎ ৭০টির বেশি লাশ পাওয়া গিয়েছে; লিবিয়ার উপকূলে আবার নৌকাডুবি হয়ে উদ্বাস্তুদের মৃত্যু৷ কিন্তু ইউরোপ এখনও বিভক্ত, দ্বিধাগ্রস্ত৷
ছবি: DW/E. Numanovic
অভিবাসীর মৃত্যু
হাঙ্গেরি থেকে ভিয়েনাগামী মোটরওয়েতে বৃহস্পতিবার ফেলে রাখা অবস্থায় যে রেফ্রিজারেটেড ট্রাকটি পাওয়া যায়, তা থেকে ৭০টির বেশি লাশ উদ্ধার করা হয়েছে, বলে ভিয়েনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷
ছবি: Reuters/H.P. Bader
সলিলসমাধি
লিবিয়ার উপকূল থেকে ইটালি পৌঁছনোর প্রচেষ্টায় আরো একটি উদ্বাস্তু বোট ডুবে যায় বৃহস্পতিবার৷ বোটটি পশ্চিম লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে যাত্রা করছিল৷ লিবিয়ার উপকূলরক্ষীরা দু’শোর বেশি যাত্রীকে উদ্ধার করতে সমর্থ হন, কিন্তু আরো দু’শতাধিক যাত্রী জাহাজের খোলে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ বোটটিতে প্রধানত সাব-সাহারান আফ্রিকা, পাকিস্তান, সিরিয়া, মরক্কো ও বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা ছিলেন৷
ছবি: Reuters/H. Amara
যাত্রী বোঝাই
লিবিয়ার উপকূলে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকার্যের দায়িত্বে রয়েছে ইটালির উপকূলরক্ষী বাহিনী৷ তাদের বিবৃতি অনুযায়ী শুধুমাত্র বৃহস্পতিবারেই প্রায় ১,৪৩০ জন মানুষকে বিভিন্ন নৌ-অভিযানে উদ্ধার করা হয়৷ লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর সামর্থ্য সীমিত, কেননা তাদের কাছে ছোট ছোট রবারের বোট, টাগবোট কিংবা মাছ ধরার নৌকা ছাড়া অন্য কোনো জলযান নেই৷
ছবি: Reuters/Swedish Coast Guard
কাঁটাতারের বেড়া
পাকানো কাঁটাতার ফেলে রেখে আর বিপুল সংখ্যায় পুলিশ পাঠিয়ে বুদাপেস্ট সরকার উদ্বাস্তুর স্রোত সামাল দেবার চেষ্টা করছেন৷ সার্বিয়ার সঙ্গে ১৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে একটি চার মিটার উঁচু তারের বেড়া তৈরির কাজ আগামী সোমবার শেষ হবার কথা৷ তার আগে উদ্বাস্তুরা কাঁটাতার পেরিয়ে অভীপ্স পশ্চিম ইউরোপ অভিমুখে আরো এক ধাপ অগ্রসর হবার চেষ্টা করছেন৷
ছবি: Reuters/L. Balogh
সীমান্তের পর সীমান্ত
বিশেষ করে সিরীয় উদ্বাস্তুরা গ্রিস থেকে ম্যাসিডোনিয়া হয়ে পশ্চিম ইউরোপ যাবার চেষ্টা করছেন৷ শুধুমাত্র বুধবার থেকে বৃহস্পতিবার অবধি ১,২৮৮ জন উদ্বাস্তু এ ভাবে ম্যাসিডোনিয়ায় আসেন বলে স্কোপিয়ে সরকার জানিয়েছেন৷ উদ্বাস্তুদের নথিভুক্ত করে তিন দিন সময় দেওয়া হচ্ছে, রাজনৈতিক আশ্রয়ের আবেদন পেশ করার কিংবা দেশ ছাড়ার জন্য৷
ছবি: Annette Groth
হাঁটাপথে
সার্বিয়া থেকে হাঙ্গেরি-তে ঢোকার আর কোনো পথ খোলা না থাকুক, রেলপথ তো রয়েছে! সেই পথেই পায়ে হেঁটে স্বপ্নের ইউরোপের দিকে চলেছেন উদ্বাস্তুরা৷
ছবি: Reuters/L. Balogh
ইউরোপীয় ইউনিয়নের ‘‘ব্যর্থতা’’
বৃহস্পতিবার ভিয়েনায় পশ্চিম বলকান সংক্রান্ত সম্মেলনে নেতারা ট্রাকে উদ্বাস্তুদের লাশ পাবার ঘটনা শুনে স্তম্ভিত ও বিমূঢ় হয়ে যান৷ ‘‘আমাদের ইউরোপীয় মনোবৃত্তি, অর্থাৎ সংহতির মনোভাব নিয়ে শীঘ্র এই অভিবাসন প্রশ্নের সমাধান করতে হবে’’, বলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল (বাম থেকে দ্বিতীয়)৷