1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-তে রাজনৈতিক আশ্রয়

২১ জুন ২০১৪

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-তে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে প্রায় ১৭ শতাংশ বেশি মানুষকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে৷ অভিবাসীদের অধিকাংশই এসেছেন সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়া থেকে৷

Demonstration Bleiberecht
ছবি: picture alliance/Markus Scholz

যুদ্ধবিগ্রহ ও সংঘাত থেকে পলায়নপর মানুষদের কাছে ইউরোপ একটা স্বপ্ন বৈকি৷ অপরদিকে অর্থনৈতিক সংকটপীড়িত ইউরোপে এই অভিবাসীদের চাকরি এবং সামাজিক সুযোগসুবিধার ক্ষেত্রে অন্যায় ভাগীদার হিসেবে মনে করে থাকেন অনেক ইউরোপীয়৷

তা সত্ত্বেও গতবছর ১,৩৫,৭০০ মানুষ ইইউ-তে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন৷ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট' গত বৃহস্পতিবার বিশ্ব উদ্বাস্তু দিবস উপলক্ষ্যে এই সব খুঁটিনাটি প্রকাশ করে৷ সেই খুঁটিনাটিতে প্রথমেই যা চোখে পড়ে, তা হলো এই যে, ২০০৫ সাল যাবৎ ইইউ-তে আর কখনো এত বেশি মানুষকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি৷

এ তো যাঁদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে৷ ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশ মিলিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন ৪,৩৫,০০০ মানুষ৷ তাঁদের মধ্যে এক-চতুর্থাংশই ছিলেন সিরিয়া অথবা রাশিয়ার মানুষ৷ যাঁরা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তাঁদের তালিকাতেও সিরিয়া সর্বোচ্চ: ৩৫,৮০০, যা কিনা ২০১২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ৷

দ্বিতীয় স্থানে আছেন আফগানরা: তাঁদের মধ্যে ১৬,৪০০ জন রাজনৈতিক আশ্রয় পেয়েছেন৷ তৃতীয় স্থানে আছেন সোমালিরা: তাঁদের মধ্যে ৯,৭০০ জনের আবেদন সফল হয়েছে৷ সিরীয়দের প্রায় ৬০ শতাংশ আশ্রয় পেয়েছেন সুইডেনে ও জার্মানিতে; আফগানরা গেছেন প্রধানত জার্মানি, অস্ট্রিয়া, সুইডেন, ইটালি ও বেলজিয়ামে; সোমালিরা আশ্রয় খুঁজেছেন নেদারল্যান্ডস, সুইডেন এবং ইটালিতে৷

সুইডেন ও জার্মানি সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থী নিয়েছে, উভয় দেশে ২৬ হাজারের বেশি৷ তৃতীয় স্থানে ফ্রান্স, ১৬,২০০৷ চতুর্থ ইটালি, ১৪,৫০০৷ পঞ্চম ব্রিটেন, সেখানে আশ্রয় পেয়েছেন ১৩,৪০০ রাজনৈতিক আশ্রয়প্রার্থী৷ এই পাঁচটি দেশ মিলিয়ে ইইউ-র ৭০ শতাংশের বেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থী নিয়েছে৷ অপরদিকে এস্টোনিয়া, ক্রোয়েশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া ও স্লোভাকিয়া ১০০ জনের কম করে রাজনৈতিক আশ্রয়প্রার্থী নিয়েছে৷

সুইডেনের জনসংখ্যা ৯৬ লাখ, অথচ তারাই গতবছর সবচেয়ে বেশি মানুষকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে: ২৬,৪০০৷ জার্মানির জনসংখ্যা সুইডেনের দশগুণ হলেও, জার্মানি মাত্র ২৬,১০০ মানুষকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ