1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ নির্বাচনে ১৬ বছর বয়সি জার্মানদের প্রথম ভোট

২০ মে ২০২৪

আগামী ৬ থেকে ৯ জুন ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন৷ সেখানে প্রথমবারের মতো ভোট দেবে ১৬ থেকে ১৭ বছর বয়সি জার্মানরা৷

‘প্রথম চুমু, প্রথমবার, প্রথম ভোট‘ লেখা পোস্টারের তিন ডিজাইনার ফাবিয়ান নাভারো রুবিয়ো, মারিয়া ভিক্টোরিয়া এবং মায়া স্টাইনবাখ
জার্মানির ১৬ থেকে ১৭ বছর বয়সিরা এই প্রথম ইইউ নির্বাচনে ভোট দেবেছবি: EU

জার্মানির জাতীয় নির্বাচনে ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮৷ ন্যূনতম বয়স ১৬ করার দাবি বেশ আগে উঠলেও সংবিধানে পরিবর্তন না এনে তা সম্ভব নয়৷ তাই এখনো বয়স ১৮ হলেই কেবল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন জার্মানরা৷ তবে স্থানীয় সরকার নির্বাচনে নিয়ম শিথিল করেছে ছয়টি রাজ্য৷ সেই ছয় রাজ্যে বয়স ১৬ হলেই জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেয়া যায়৷

আসন্ন ইইউ নির্বাচনে বেলজিয়াম, অস্ট্রিয়া, গ্রিস এবং মাল্টার ১৬ থেকে ১৭ বছর বয়সীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে৷

প্রথম চুমু, প্রথমবার, প্রথম ভোট'

জার্মানিতে নানা জায়গায় দেখা যাচ্ছে ‘প্রথম চুমু, প্রথমবার, প্রথম ভোট' লেখা পোস্টার৷ বলা বাহুল্য, পোস্টারগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আগামী৬ থেকে ৯ জুন অনুষ্ঠেয় নির্বাচনের কথা ১৬ থেকে ১৭ বছর বয়সিদের জানানোর জন্যই তৈরি৷

দেলারা বুরখার্ড্টের আফসোস ১৬ বছর বয়সে ইইউ নির্বাচনে ভোট দেয়ার নিয়মটা আরো আ্গে হয়নিছবি: EP

পোস্টারটি তৈরি করেছেন জার্মানির তিন মিডিয়া ডিজাইন শিক্ষার্থী মায়া স্টাইনবাখ, মারিয়া ভিক্টোরিয়া এবং ফাবিয়ান নাভারো৷

জার্মানিতে ইতিমধ্যে এক হাজারের মতো পোস্টার লাগানো হয়েছে৷ ইইউভুক্ত সব দেশেই লাগানো হচ্ছে এই পোস্টার৷

স্টাইনবাখ, মারিয়া ভিক্টোরিয়া এবং ফাবিয়ান নাভারো জানান ইইউ সদস্য দেশগুলোর জন্য ছয় ধরনের পোস্টার ছাপা হয়েছে৷ তারা মনে করেন, এসব পোস্টারের মাধ্যমে কিছু কিশোর-কিশোরীকেও আসন্ন নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করতে পারলেই তাদের উদ্যোগ সার্থক হবে৷

১৬ থেকে ১৭ বছর বয়সিদের আকৃষ্ট করতে তৈরি করা হয়েছে বিশেষ পোস্টারছবি: Fabian Navarro Rubio

দেলারার আক্ষেপ

ইউরাপিয়ান পার্লামেন্টে জার্মানির মধ্য-বামপন্থি সামাজিক গণতন্ত্রী দল এসপিডির পরিবেশ নীতিমালা বিষয়ক মুখপাত্র দেলারা বুরখার্ড্ট ১৬ বছর বয়সি জার্মানরা ইইউ নির্বাচনে ভোটের অধিকার পাওয়ায় খুব খুশি৷ তিনি জানান, ১৬ বছর বয়সে তিনি নিজেও রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন৷ তবে আইন অনুকূলে না থাকায় তখন তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারেননি৷

২০১৯ সালে ২৬ বছর বয়সে সবচেয়ে কম বয়সী জার্মান রাজনীতিবিদ হিসেবে ইউরোপীয় সংসদের সদস্য হন৷ তার আফসোস, ১৬ বছরে ইইউ নির্বাচনে অংশ নেয়ার নিয়ম আরো আগে হয়নি, হলে তার কিশোরী মনও গণতন্ত্র চর্চায় অংশ নেয়ার আনন্দ পেতো৷

অলিভার পিপার/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ