ইইউ মন্ত্রীদের গাজা সফরের নাটকীয় প্রস্তাব ইসরায়েলের
২৫ জুন ২০১০অথচ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ওই ভূখণ্ডে বিদেশি কূটনীতিকদের যাওয়ার ব্যাপারে তাদের ছিলো ঘোর আপত্তি৷
ইউরোপের মন্ত্রীদের গাজা সফরের আমন্ত্রণটি এসেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবামান-এর কাছ থেকে৷ তিনি এখন ইতালি সফরে রয়েছেন৷ বৃহস্পতিবার রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফাতিনির সঙ্গে বৈঠকে লিবামান আকস্মিকভাবেই গাজা সফরের আমন্ত্রণ জানান৷ ইতালি বলছে, তারা ইসরায়েলের প্রস্তাবটি বিবেচনা করে দেখছে৷
লিবামানের এই প্রস্তাবকে নাটকীয় বলা যায় এই জন্য যে মাত্র কয়েকদিন আগেই জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ডিয়ার্ক নিবেল-কে হামাস নিয়ন্ত্রিত গাজায় ঢোকার অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ৷ তার আগে এভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন আরো অনেকে৷ শুধু জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান ক্যাথিরন অ্যাশটনই এর ব্যতিক্রম৷ জার্মান মন্ত্রী অবশ্য এখন ইসরায়েল সফর করছেন৷
ইসরায়েলের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘ইউরোপীয় মন্ত্রীদের গাজা পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য যে তাঁরা সেখানে গেলেই দেখতে পাবেন, মানবিক বিপর্যয়ের কোনো ঘটনা সেখানে ঘটছে না৷'' যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষই শুধু নয়, দাতব্য এবং মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২০০৬ সাল থেকে ইসরায়েলে অবরোধের কারণে মানবেতর দিন কাটাচ্ছে ১৫ লাখ ফিলিস্তিনি৷
ইউরোপের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য ফাতিনিকে প্রস্তাব দিয়েছেন লিবামান৷ তবে দলটি যে গাজার নিয়ন্ত্রক ফিলিস্তিনি গ্রুপ হামাসের কোনো নেতার সঙ্গে আলোচনা করতে পারবেন না, তা জানিয়ে দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা৷ ইসরায়েলি সৈন্য গিলাদ শাতিল অপহৃত হওয়ার পর গাজায় অবরোধ আরোপ করে তেল আভিভ৷ সম্প্রতি গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল৷ এরপর গত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরোধ কিছুটা শিথিল করার ঘোষণা দেন৷
লিবামানের প্রস্তাবের বিষয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি ভেবে দেখেছন৷ হ্যাঁ-না কিছুই এখনি জানানো হচ্ছে না৷ ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷
এদিকে লিবামান যেদিন ইউরোপের প্রতিনিধিদের সফরের প্রস্তাব দিলেন, সেই রাতেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন৷ রাতভর তিন দফায় বিমান হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন৷ ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ড তাক করে মর্টার হামলা হয়৷ এর জবাবেই বিমান হামলা চালানো হয়েছে৷
প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক