1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-র মর্যাদা কমিয়ে দিল যুক্তরাষ্ট্র

৮ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রে ২০১৬ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র রাষ্ট্রদূত একটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতের মতো মর্যাদা পেতেন৷ কিন্তু এখন আর সেটি পাচ্ছেন না৷ এই পরিবর্তনের খবরও ইইউকে জানানো হয়নি৷

Belgien Tusk empfängt Trump in Brüssel
ছবি: Reuters/E. Vidal

ইইউর এক কর্মকর্তা ডয়চে ভেলেকে এ সব তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ‘‘ঠিক কখন তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, কারণ, তাঁরা আমাদের জানাতে ভুলে গেছেন৷'' ইইউ মিশনের মর্যাদা কমিয়ে এখন আন্তর্জাতিক সংগঠন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে৷

 ওয়াশিংটনে নিযুক্ত ইইউর এক সদস্য দেশের একজন কূটনীতিকও ইইউ মিশনের মর্যাদা কমানোর বিষয়টি ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন৷ বিষয়টি নিয়ে ইইউ কূটনীতিকরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি৷ ‘‘তাঁরা আমাদের বলেছেন যে, তাঁরা আমাদের জানাতে ভুলে গেছেন৷ এবং তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ চিফ অফ প্রটোকল মনে করেন, এটাই ঠিক সিদ্ধান্ত,'' বলেন ঐ কূটনীতিক৷

গত বছরের শেষ দিকে কয়েকটি অনুষ্ঠানে ওয়াশিংটনে ইইউর রাষ্ট্রদূত ডেভিড ও'সুলিভানকে আমন্ত্রণ না জানানোয় বিষয়টি প্রথম ইইউর নজরে আসে৷ এরপর ৫ ডিসেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডাব্লিউ বুশের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজকরা ইইউর মর্যাদা কমানোর বিষয়টি নিশ্চিত করেন৷

নিয়ম অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে ওয়াশিংটনে সবচেয়ে বেশি সময় ধরে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রথমে ডাকা হয়৷ এভাবে ক্রমান্বয়ে সবচেয়ে নতুন রাষ্ট্রদূত পর্যন্ত যাওয়া হয়৷ সে হিসেবে, প্রায় দেড়শ' রাষ্ট্রদূতের মধ্যে ইইউ রাষ্ট্রদূতকে ২০ কিংবা ৩০-এর মধ্যে ডাকার কথা৷ কিন্তু তাঁকে ডাকা হয় একেবারে শেষে৷

ইইউর কূটনীতিক জানান, মর্যাদা কমানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি চলছে৷ তিনি বলেন, নতুন সরকার আসার পর প্রটোকলের বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখা নতুন নয়৷ কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্তটি নেয়া হয়েছে প্রায় দুই বছর পর৷ এছাড়া মর্যাদা কমানোর সিদ্ধান্তটি সংশ্লিষ্ট মিশনকে লিখিতভাবে না জানানোর ঘটনাও বিরল, বলে জানান ইইউর ঐ কূটনীতিক৷

বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে উত্তর দেননি৷ এক্ষেত্রে সরকারে ‘শাটডাউন' চলার কারণে সীমিত কাজকর্মের যুক্তি দিয়েছেন তাঁরা৷

মিশায়েল ক্নিগে/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ