1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী চুক্তি বাতিলের হুমকি

১৬ মার্চ ২০১৭

জার্মানি ও নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় বুধবার এই হুমকি দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভল্যুট চাভুশোলু৷ চুক্তির এক বছর পূর্তির কয়েকদিন আগে এই হুমকি দিল তুরস্ক৷

ইউরোপে উদ্বাস্তু সংকট
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

গত বছরের মার্চ মাসের ২০ তারিখ থেকে কার্যকর হওয়া চুক্তির আওতায় গ্রিসে থাকা অবৈধ শরণার্থীদের তুরস্কে ফিরিয়ে দেয়ার বিনিময়ে তুরস্ক থেকে সিরীয় শরণার্থীদের ইইউতে প্রবেশ করতে দেয়ার কথা৷ ‘‘কিন্তু এই মুহূর্তে এটি কার্যকর অবস্থায় নেই এবং এই চুক্তি পর্যালোচনা করে দেখা হচ্ছে', বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুশোলু৷ বুধবার তুরস্কের টিভি চ্যানেল ‘২৪'-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইইউ তুর্কি নাগরিকদের জন্য ভিসামুক্তভাবে ইউরোপে প্রবেশের ব্যবস্থা না করায় আলোচিত চুক্তিটি বাতিলও করা হতে পারে৷

উল্লেখ্য, এপ্রিলে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের জন্য সেই দেশের মন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের জার্মানি ও নেদারল্যান্ডসে প্রচারণা চালানোর অনুমতি না দেয়ায় তুরস্কের সঙ্গে ঐ দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে৷ ঐ গণভোটের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের ক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে৷ জার্মানি ও নেদারল্যান্ডসে বসবাসরত লক্ষ লক্ষ তুর্কি ভোটারের মাঝে প্রচারণা চালাতে আগ্রহী এর্দোয়ান সরকার৷

সবশেষ নেদারল্যান্ডসের রটারডামে জনসভা করতে না দেয়ায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তুরস্কে প্রবেশে বাধা দেয়া হয়েছে৷

এদিকে, জার্মানি ও নেদারল্যান্ডসের পদক্ষেপের সমালোচনা করা এর্দোয়ান বলেছেন, দুই দেশই নাৎসিদের মতো ব্যবহার করছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ