1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-র সমালোচনায় আইএমএফ

১৫ জুলাই ২০১৫

গ্রিস প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ৷ সংস্থাটি মনে করে, গ্রিসকে ইউরো জোনের দাতারা যে পরিমান ঋণ দেয়ার অঙ্গিকার করেছে, দেশটির জন্য তা যথেষ্ট নয়৷

Griechenland Demonstration in Athen
ছবি: Reuters/Y. Kourtoglou

অনেক নাটকীয়তার পর শর্তসাপেক্ষে গ্রিসকে তিন বছরের জন্য ৮৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে ইইউ৷ এই ৮৬ বিলিয়ন ইউরোর মধ্যে ৪০ থেকে ৫০ বিলিয়ন ইউরো দেবে ইউরোজোনের দাতারা, বাকিটা দেবে আইএমএফ৷ কিন্তু মঙ্গলবার এক প্রতিবেদনে আইএমএফ বলেছে, গ্রিসের অর্থনীতিকে চাঙ্গা করতে এর চেয়ে অনেক বেশি ঋণের দরকার৷ তাছাড়া ঋণগ্রস্ত দেশটিকে ৩ বছর নয়, অন্তত ৩০ বছর সময় দেয়া দরকার বলেও সংস্থাটি মনে করে৷

এদিকে সংস্কারের শর্তে ইউরোজোনের দাতারা নতুন করে ঋণ দিতে রাজি হলেও গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সামনের সব বাধা এখনো দূর হয়নি৷ গ্রিসকে ঋণ দেয়া হচ্ছে, শ্রম আইন, অবসর ভাতা, ভ্যাট বা মূল্য সংযোজন করসহ অন্যান্য কর ব্যবস্থায় সংস্কার সাধনের শর্তে৷ এই শর্ত পূরণের ব্যাপারটি সংসদে পাশ করাতে হবে৷ আজ, অর্থাৎ বুধবারই এ নিয়ে ভোট হবে গ্রিসের সংসদে৷ সিপ্রাস আশা করছেন, দেশের জনগণ এখনো তাঁর পাশে থাকবে৷ তবে অনেক বিশ্লেষকই মনে করেন, আগে প্রস্তাবিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে জনসমর্থন আদায় করা সিপ্রাসের পক্ষে একই শর্তমালা মেনে কাজ করা ভবিষ্যতে খুব সহজ হবেনা৷ তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা৷

গ্রিস-সংকটে জার্মানির ভূমিকা নিয়ে একটি জরিপ হয়েছে জার্মানিতে৷ জরিপে শতকরা ৫৫ ভাগ মানুষই জানিয়েছেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বে জার্মানি যে অবস্থান নিয়েছে তা পুরোপুরি ঠিক আছে৷ স্টার্ন ম্যাগাজিন পরিচালিত এই জরিপে অংশ নেয়া ১০০১ জনের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি মানুষ বলেছে, ম্যার্কেল যদি গ্রিসকে ইইউ থেকে বের করে দিতেন, তাহলেই ভালো হতো৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ