1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন নিয়ে পূর্ব-পশ্চিমের কোঁদল ঘুচল না

১৫ ডিসেম্বর ২০১৭

পূর্ব ইউরোপের দেশগুলির নেতৃবর্গ আগের মতোই উদ্বাস্তু পুনর্বণ্টন পরিকল্পনার বিরোধী, যদিও এই পরিকল্পনার প্রতি অধিকাংশ ইইউ দেশের সমর্থন আছে৷ ফলে ইইউ-তে বাস্তবিক সংহতি আদৌ সম্ভব কিনা, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে৷

Belgien EU Gipfel in Brüssel
ছবি: picture-alliance/W. Dabkowski

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষবৈঠকে ইইউ নেতারা শুক্রবার সকালেও অভিবাসন প্রয়াসীদের বণ্টন সংক্রান্ত আলোচনায় কোনো প্রগতি অর্জন করতে পারেননি৷ এক্ষেত্রে পূর্ব ও পশ্চিম ইউরোপের দেশগুলির মধ্যে যথারীতি ব্যাপক মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে৷

দু'ঘণ্টাব্যাপী উত্তেজিত বিতর্কে পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের নেতারা তাদের অবস্থানে অনড় থাকেন: তাঁরা উদ্বাস্তু পুনর্বণ্টন কোটা মেনে নেবেন না৷ গ্রিস ও ইটালির মতো ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশগুলি ব্যাপক উদ্বাস্তু আগমনের ফলে সমস্যায় পড়লে, ঐ দু'টি দেশ থেকে কিছু পরিমাণ উদ্বাস্তু সরিয়ে একটি নির্দিষ্ট কোটা অনুযায়ী তাদের ইইউ-এর অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়, যা ইইউ দেশগুলির এক সংখ্যাগরিষ্ঠ অংশ দ্বারা গৃহীত হয়৷

শুক্রবার সকালের অধিবেশনের পর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রিপোর্টারদের বলেন যে, আগামী বছরের জুন মাসের মধ্যেই ইইউ-কে এই সমস্যার সমাধান করতে হবে, কেননা গ্রীষ্মে আবহাওয়া কিছুটা ভালো হলেই আবার ভূমধ্যসাগর পার হয়ে অভিবাসন প্রয়াসীদের স্রোত শুরু হবে, বলে প্রত্যাশা করা হচ্ছে৷ তার মধ্যে সমাধান খোঁজা খুব সহজ হবে না, বলে ম্যার্কেলের ধারণা৷

‘‘আমাদের এখনো অনেক কিছু করার আছে,'' বলেন ম্যার্কেল৷ ‘‘বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি বদলায়নি, কিন্তু আগামী জুন অবধি কাজ করে যাওয়ার একটা স্পষ্ট কর্তব্য রয়েছে৷''

ভূমি ও সাগরপথে ইইউতে অভিবাসী প্রবেশের জনপ্রিয় রুট

‘অত্যন্ত বিভাজনমূলক' কোটা প্রণালী

উদ্বাস্তু কোটা নিয়ে ইইউ-এর অভ্যন্তরীণ বিতর্কে এ সপ্তাহে ইন্ধন যোগান ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক, যিনি ঐ বাধ্যতামূলক কোটা প্রণালীকে ‘‘অতিমাত্রায় বিভাজনমূলক'' ও ‘‘অকার্যকর'' বলে অভিহিত করেন৷ চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার মতো দেশ টুস্কের মন্তব্যকে স্বাগত জানালেও, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স ও অপরাপর দেশ তার সমালোচনা করেছে৷

শুক্রবার জার্মান বেতারকেন্দ্র ডয়েচলান্ডফুঙ্ক-এর একটি সাক্ষাৎকারে ইইউ-এর বাজেট কমিশনার গ্যুন্টার ওয়টিঙ্গার টুস্কের মন্ত্যব্যের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘আমি ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্টকে গভীরভাবে সম্মান করি; কিন্তু এক্ষেত্রে তিনি স্পষ্টতই ভুল করছেন৷'' ইউরোপ অভিমুখে ব্যাপক অভিবাসনের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে সংহতি প্রদর্শন করতে হবে, বলে ওয়টিঙ্গারের অভিমত৷

বহির্সীমান্ত শক্ত করা

কিন্তু তথাকথিত ভিসেগ্রাদ গোষ্ঠীর চারটি দেশ – অর্থাৎ চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া – ইইউ-এর অপর একটি প্রকল্পের পূর্ণ সমর্থন করে, যার উদ্দেশ্য হলো লিবিয়ায় সীমান্তরক্ষা আরো জোরদার করা৷ লিবিয়াই বর্তমানে অভিবাসী ও উদ্বাস্তুদের ইউরোপে আসার মূল পথ হয়ে দাঁড়িয়েছে৷

ইটালির নেতৃত্বাধীন এই প্রকল্পে ভিসেগ্রাদ দেশগুলি সাড়ে তিন কোটি ইউরো সাহায্য করার প্রস্তাব দেয়৷ এই প্রস্তাবের মাধ্যমে তারা সম্ভবত দেখাতে চায় যে, ইইউ-এর অভিবাসন সমস্যা সমাধানে তারা সক্রিয় অবদান রাখছে৷

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান বলেন যে, ইইউ-এর বহির্সীমান্ত রক্ষার নীতি হল একমাত্র নীতি, যা ‘‘বাস্তবে কার্যকরি হয়েছে ও প্রত্যাশিত ফল এনে দিয়েছে৷''

রুটে: ‘লজ্জাকর' প্রস্তাব

ওলন্দাজ প্রধানমন্ত্রী মার্ক রুটে ভিসেগ্রাদ দেশগুলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যে সব দেশ উদ্বাস্তু পুনর্বণ্টন কোটা গ্রহণ করেছে, এই প্রস্তাব তাদের উৎক্রোচ দেবার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়৷

‘‘অর্বান যা করছেন, তা লজ্জাকর!'' শীর্ষবৈঠক সমাপ্ত হবার পর রুটেকে বলতে শোনা যায়৷ ‘‘এটা করতে দিলে ইইউ এমন একটা জায়গা হয়ে দাঁড়াবে,যেখানে যে যার পছন্দমতো বাজার করবে'' – অর্থাৎ ইইউ-এর নীতি ও সিদ্ধান্তসমূহের মধ্যে যা ভালো লাগে, তা নেবে, কিন্তু যা অপছন্দ, তা প্রত্যাখ্যান করবে৷

উদ্বাস্তু ও অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেওয়ার বিরুদ্ধে পূর্ব ইউরোপের সদস্যদেশগুলির বিরোধিতার মুখ্য নেতা হলেন অর্বান৷ বিশেষ করে মুসলিমরা গোটা ইইউ এলাকার পক্ষে ঝুঁকি হয়ে দাঁড়াবে, বলে তিনি অতীতে মত প্রকাশ করেছেন৷

শুক্রবার শীর্ষবৈঠকে ব্রেক্সিট প্রসঙ্গটি গুরুত্ব পাবে; এছাড়া ইউরো এলাকার সংস্কার সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ যে পরিকল্পনা দিয়েছেন, তা নিয়েও আলোচনা হবে৷

ইউ নেতৃবর্গ বৃহস্পতিবারেই রাশিয়ার বিরুদ্ধে চলতি কড়া অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থার মেয়াদ আরো ছ'মাস বাড়ানোর সিদ্ধান্ত নেন ও একটি নতুন ইউরোপীয় প্রতিরক্ষা বাহিনী সৃষ্টির পরিকল্পনাকে সমর্থন করেন৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ