ইইউ সদস্য হওয়ার পথে মলডোভা
২১ অক্টোবর ২০২৪ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার বিষয়ে মলডোভায় রোববার গণভোট অনুষ্ঠিত হয়৷ রোববার বিকেল পর্যন্ত ভোট গণনার ফলাফলে ইইউ-অন্তর্ভুক্তির পক্ষে আশা দেখা না গেলেও ব্যালট গণনা শেষে দেখা গেছে, ইইউ সদস্য হবার পথে দেশটি৷
এদিকে, ইইউতে যুক্ত হওয়ার মতামতের এই ভোটে রাশিয়ার হস্তক্ষেপ করেছে বলে দাবি মলডোভার৷
সোমবার ভোট গণনা শেষে দেখা যায়, দেশটির অর্ধেকের কিছু বেশি মানুষ অর্থাৎ ৫০ দশমিক ৩ ভাগ ইইউ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছেন৷ আর ৪৯ দশমিক ৯৭ ভাগের ভোট পড়েছে এর বিপক্ষে৷ দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানায়৷ ভোটপ্রদানের হার ছিল ৯৯ ভাগ৷
তার আগে রোববার বিকেল পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ব্যালট গণনা শেষ হয়৷ সেই ভোট গণনা থেকে উঠে আসছিল একদম অন্য প্রবণতা৷ বলা হচ্ছিল, হয়তো ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের বিপক্ষে আছেন এই রাষ্ট্রের মানুষেরা৷
কিন্তু বিদেশে থাকা মলডোভার নাগরিকদের ভোট গণনার পর থেকে ইইউ-অন্তর্ভুক্তির পক্ষে থাকা ভোটের জোর বাড়তে থাকে৷
২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার সাথে বন্ধন ছিন্ন করে ইউরোপিয়ান ইউনিয়নের কাছাকাছি আসতে চায় মলডোভা৷ দেশটির ২৫ লাখ মানুষের বেশিরভাগই কৃষিখাতে নিয়োজিত৷
চলতি বছরের জুন মাসে পূর্ব ইউরোপের এই দেশটির ইইউ সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়৷
গণভোটের আগের একটি জরিপে দেখা যায়, মলডোভার ৫৫ ভাগ মানুষ ইইউ অন্তর্ভুক্তির পক্ষে৷ বিপক্ষে ৩৪ ভাগ৷
রাশিয়া-ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো এই গণভোট বয়কট বা বিপক্ষে ভোটদানের জন্য প্রচার চালিয়েছে৷
রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ
রোববারের গণভোটের আগে মলডোভা কর্তৃপক্ষ ব্যাপকহারে ভোট কেনা-বেচার খবর পাওয়ার কথা জানায়৷ এর পেছনে রাশিয়া কয়েক মিলিয়ন ডলার খরচ করে থাকতে পারে বলে অভিযোগ তাদের৷
ইইউ-ঘেঁষা মলডোভার প্রেসিডেন্ট মায়া সানদু বিভিন্ন ‘অপরাধী গোষ্ঠীর’ বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন৷ তিনি বলেন, ‘‘ এখন ও গত কয়েক মাসে আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর অভূতপূর্ব আঘাত নেমে এসেছে৷ আমরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়৷ দৃঢ় পদক্ষেপ নিয়েই এর জবাব দেব আমরা৷’’
প্রায় তিন লাখ ভোটারকে ঘুস দেওয়ার হয়েছে এমন অভিযোগ তোলেন তিনি৷
এবিষয়ে, রাশিয়ায় অবস্থান করা এক সাবেক রাজনীতিক ও পলাতক ব্যবসায়ী, ইলান শরকে অভিযুক্ত করেছে মলডোভা পুলিশ৷ পলাতক এই ব্যবসায়ী গণভোটে ইইউ-অন্তর্ভুক্তির বিপক্ষে ও একটি নির্দিষ্ট প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে ভোট দেবার জন্য ভোটারদের ঘুস দিয়েছেন বলে অভিযোগ পুলিশের৷
ইলান শরকে মলডোভায় গত বছর তার অবর্তমানে প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়৷ বেশ কিছু পশ্চিমা রাষ্ট্রও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে৷
মলডোভা কর্তৃপক্ষ জানায়, তারা আরো একটি পরিকল্পনার কথা জানতে পেরেছে৷ ওই পরিকল্পনা অনুযায়ী, শত শত মানুষকে রাশিয়ায় নিয়ে মলডোভায় দাঙ্গা বাঁধানোর ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷
রাশিয়া এই সকল অভিযোগ অস্বীকার করেছে৷
এসএস/আরআর (রয়টার্স, এএফপি, ডিপিএ)