1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নজর ফেডারারের দিকে!

২০ আগস্ট ২০১৪

হ্যাঁ, সেই রজার ফেডারারের কথা হচ্ছে, যিনি ২০১৩ সালের ইউএস ওপেন-এর চতুর্থ রাউন্ডে টমি রব্রেডোর কাছে হেরে বিদায় নেন৷ অথচ এ বছর নিউ ইয়র্কে তাঁর অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিততে পারেন ফেডারার৷

Roger Federer
ছবি: picture-alliance/dpa

৩৩-বছর-বয়সি ফেডারারের এ এক আশ্চর্য প্রত্যাবর্তন৷ মনে রাখতে হবে, রব্রেডোর কাছে হারের আগের ১১ বছরে ফেডারার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছতে পারেননি, এমন ঘটনা ঘটেনি৷ তার আগের দশ বছরে তিনি ফ্লাশিং মেডোজ-এ প্রতিবারেই অন্তত কোয়ার্টার-ফাইনাল অবধি পৌঁছেছেন৷

ফেডারার যখন রব্রেডোর কাছে হারলেন, তখন যেন মনে হয়েছিল যে, ফেডারার ২০০৪ থেকে ২০০৮ সাল অবধি পর পর পাঁচবার ইউএস ওপেন জিতেছেন; যাঁর সপ্তদশ বড় সাফল্য এসেছে ২০১২ সালের উইম্বলডন জিতে – সেই ফেডারার এখন অতীতের স্মৃতি হতে চলেছেন৷ কিন্তু ফেডারার নিজে কখনো সে'কথা ভাবেননি – তাঁর আত্মবিশ্বাস অটুটই থেকেছে৷

তাই গত জুলাই মাসেও উইম্বলডনে ফেডারারের ছোটখাটো একটা ‘রিভাইভাল' দেখা গেছে: বিশ্বের পয়লা নম্বর বাছাই নোভাক জোকোভিচের কাছে হেরেছেন পাঁচ সেটে৷ সে যাবৎ তিনি টরোন্টোতে রানার-আপ এবং সিনসিন্যাটিতে চ্যাম্পিয়ন হয়েছেন৷ কাজেই নিউ ইয়র্কে এবার রজার ফেডারার এসেছেন তাঁর একাদিক্রমে ৬৪তম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলার জন্য৷ অন্যদিকে, টেনিসের ‘‘বিগ ফোর''-এ তাঁর প্রতিদ্বন্দ্বিরা সবাই দৃশ্যত মিসফায়ার করছেন৷

২৭ বছর বয়সি সার্ব নোভাক জোকোভিচকেই ধরা যাক৷ ২০১১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সম্প্রতি বিবাহ করেছেন এবং বাবা হতে চলেছেন৷ যে কারণেই হোক, জোকোভিচ টরোন্টো এবং সিনসিন্যাটি, উভয় টুর্নামেন্টেই তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন৷ নিউ ইয়র্কে বিগত চার বছরে প্রতিবারই জোকোভিচ ফাইনালে পৌঁছেছেন৷ কাজেই এবারও ফ্লাশিং মেডোজ-এ ৮ সেপ্টেম্বরের ফাইনালে দুই ‘পুরাতন বৈরী', জোকোভিচ ও ফেডারারের মোলাকাত হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না৷ বিশেষ করে যখন ২০১৩ সালের ইউএস ওপেন বিজয়ী রাফায়েল নাদাল ডান হাতের কবজির চোটের কারণে নিউ ইয়র্কে অনুপস্থিত থাকছেন৷

মারিয়া শারাপোভাছবি: Reuters

বাকি থাকেন ব্রিটেনের – থুড়ি, স্কটল্যান্ডের অ্যান্ডি মারে, যাঁকে ‘‘বিগ ফোর''-এর অঙ্গ ভাবতেই অনেকের দ্বিধা হতে পারে, কেননা ২০১২ সালে ইউএস ওপেন জেতার পর মারের একমাত্র বড় সাফল্য হল ২০১৩ সালের উইম্বলডনে তাঁর ঐতিহাসিক জয়৷ নয়ত বিশ্ববাছাই তালিকায় মারের স্থান আজ নবম – নয় বললে বোধহয় আরো খারাপ শোনাত৷

আট নম্বরে কে জানেন? মারিয়া শারাপোভার বুলগেরীয় বয়ফ্রেন্ড গ্রিগর দিমিত্রভ, যিনি তিনবার ইউএস ওপেন খেলতে এসে একটি ম্যাচও জিততে পারেননি৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ