টেনিস তারকা নোভাক জকোভিচকে ইউএস ওপেন থেকে এ বারের মতো বাতিল করা হলো। রোববার তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইউএস ওপেনে আর খেলতে দেখা যাবে না তারকা খেলোয়াড় নোভাক জকোভিচকে। রোববার এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে গেলেন তিনি। জকোভিচের বিদায়ে বিপর্যস্ত দর্শকরা। করোনাকালেও ইউএস ওপেন নিয়ে টেনিস প্রেমিকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, জকোভিচের বিদায়ে তা অনেকটাই ঠান্ডা হয়ে গেল।
রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে জকোভিচ খেলছিলেন স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে। সার্ভিস পয়েন্ট হারিয়ে ৬-৫ এ পিছিয়ে গিয়েছিলেন তিনি। তখনই মেজাজ হারিয়ে বল ছুড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে এক লাইন জাজের গায়ে। টেনিসে এ ধরনের কাজ খেলোয়াড়ি নীতির বিরোধী। ফলে সঙ্গে সঙ্গেই সার্বিয়ান তারকা জকোভিচকে এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল করা হয়।
গ্রেটেস্ট হওয়ার দিকে নজর জোকোভিচের
সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে টেনিসে নিজের রাজত্ব আরো বিস্তৃত করলেন সার্বিয়ার নোভাক জোকোভিচ৷ অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালসের ব়্যাংকিংয়ে পুরুষ এককে তিনি এখন এক নম্বর৷ কিন্তু জোকোভিচ হতে চান সর্বকালের সেরা৷
ছবি: Getty Images/AFP/S. Khan
ওপেন যুগের সম্রাট
এখন পর্যন্ত ১৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ৷ ১৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্কিন খেলোয়াড় পিট সাম্প্রাসকে পেছনে ফেলেছেন তিনি৷ ১৬ গ্র্যান্ড স্ল্যাম নিয়ে স্পেনের রাফায়েল নাদাল এবং ২০ গ্র্যান্ড স্ল্যাম টাইটেল নিয়ে তাঁর চেয়ে এগিয়ে আছেন সুইডেনের রজার ফেডেরার৷ তবে শিগগিরই তাঁদের পেছনে ফেলতে মরিয়া জোকোভিচ৷
ছবি: Action Images via Reuters
গ্র্যান্ড স্ল্যাম
তিন ভিন্ন সারফেসে একই সময়ে চারটি শিরোপা ধরে রাখা একমাত্র খেলোয়াড় জোকোভিচ৷ প্রতিটি গ্র্যান্ড স্ল্যামে টানা তিন বার করে ফাইনালে ওঠার রেকর্ডও নেই আর কোনো খেলোয়াড়ের ঝুলিতে৷ হার্ডকোর্টে ১৫টি ফাইনালে ওঠাও হয়ে ওঠেনি অন্য কোনো টেনিস খেলোয়াড়ের৷
ছবি: Reuters/J. Lai
অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সর্বোচ্চ সাতটি শিরোপা জিতে রেকর্ড করেছেন জোকোভিচ৷ এর মধ্যে ২০১১ থেকে ২০১৩ টানা তিনটি ওপেন জেতেন তিনি৷ অস্ট্রেলিয়ান ওপেনে সাতবার ফাইনালে উঠে সাতবারই চ্যাম্পিয়ন হওয়া একমাত্র খেলোয়াড়ও তিনি৷
ছবি: picture-alliance/abaca/C. Dubreuil
এটিপি ওয়ার্ল্ড ট্যুর
একই সঙ্গে চার গ্র্যান্ড স্ল্যাম ও ইয়ার-এন্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল ধরে রাখা একমাত্র টেনিস খেলোয়াড় জোকোভিচ৷ ২০১৫ সালে টানা ১৫টি টুর্নামেন্টের ফাইনালে ওঠেন তিনি৷ এটিও টেনিস ইতিহাসে এর আগে কেউ করে দেখাতে পারেনি৷ একই বছর টেনিস ব়্যাংকিংয়ে শীর্ষ ১০ খেলোয়াড়ের সবাইকে হারিয়ে আরেকটি বিশ্ব রেকর্ড করেন জোকোভিচ৷
ছবি: picture-alliance/dpa/L. Tanguy
এটিপি মাস্টার্স ১০০০
এই মাস্টার্সের নয়টি ইভেন্টের সবক’টি জিতে ক্যারিয়ার গোল্ডেন পাওয়া একমাত্র টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ৷ এছাড়া হার্ডকোর্টে সর্বোচ্চ ২৪টি শিরোপা জিতেছেন তিনি৷ এক সিজনে জিতে নিয়েছেন রেকর্ড ৬টি শিরোপা৷ টানা ফাইনাল জিতেছেন ১২টি৷ টানা ৩১ ম্যাচ জেতার রেকর্ডও জোকোভিচের৷
ছবি: Imago/ZumaPress/C. Baus
5 ছবি1 | 5
এ বারের ইউএস ওপেন গ্র্যান্ডস্লাম অন্য বারের থেকে অনেকটাই অন্যরকম। দর্শকহীন গ্যালারিতে শুরু হয়েছে প্রতিযোগিতা। করোনার জন্য এ বারের প্রতিযোগিতায় নেননি রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার। বস্তুত, বহু দিনের মধ্যে নাডাল, ফেডেরার এবং জকোভিচ ছাড়া আর কেউ পুরুষদের গ্র্যান্ডস্লাম জেতেননি। এ বারের টুর্নামেন্ট থেকে জকোভিচও অপ্রত্যাশিত ভাবে বিদায় নেওয়ায় নতুন কোনও গ্র্যান্ডস্লাম বিজেতাকে পাবে ইউএস ওপেন।
টেনিসের রুল বুক অনুযায়ী জকোভিচ যা করেছেন, তা গর্হিত অপরাধ। এ বারের মতো টুর্নামেন্ট থেকে বাতিল করেই জকোভিচের শাস্তি শেষ হচ্ছে না। এই মরশুমে ইউএস ওপেনে যত টাকা প্রাইজ মানি তিনি পেয়েছেন, তাও তাঁকে ফেরত দিয়ে দিতে হবে।
এ বছর এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেননি জকোভিচ। তিনিই ছিলেন ইউএস ওপেন জেতার ক্ষেত্রে এ বারের ফেভারিট। রোববার ঘটনাটি ঘটার পরে দৃশ্যত বিপর্যস্ত হয়ে পড়েন সার্বিয়ান খেলোয়াড়। দৌড়ে গিয়ে লাইন ম্যানের পরিচর্যা করতে দেখা যায় তাঁকে। তবে ততক্ষণে ম্যাচ রেফারি ঘোষণা করে দিয়েছেন যে, জকোভিচকে টুর্নামেন্ট থেকে বাতিল করা হলো।