1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কবে ফিরবে নিহতদের লাশ?

১৫ মার্চ ২০১৮

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ৷ নিহতদের মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা৷ আহত এক বাংলাদেশির অবস্থা আশংকাজনক৷

Bangladesch Überlebende des Flugzeugbsturzes in Nepal erreichen Dhaka
ছবি: bdnews24.com

সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন৷ তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি৷ দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা হয়েছে৷

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের একটি বিশেষ চিকিৎসক দল গঠন করে নেপালে পাঠানো হয়েছে৷ ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল হাসান জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে ইমরানা কবির হাসি, শেখ রাশেদ রুবাইয়াত, আলমুন নাহার অ্যানি, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, কবির হোসেন ও মো. শাহীন বেপারি কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ ইয়াকুব আলী নরভিক হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত চিকিৎসক রেজওয়ানুল হককে গতকাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে৷ এছাড়া, আহত শাহরিন আহমেদ ঢাকায় ফিরে এসেছেন৷

লাশের জন্য স্বজনদের অপেক্ষা

কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস  বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘‘নিহতদের ময়নাতদন্ত শেষ করতে আরও চার দিন সময় লাগবে৷ তারপর স্বজনদের তালিকার সঙ্গে মিলিয়ে তথ্য নিশ্চিত করে মরদেহের পরিচয় নিশ্চিত করবে নেপালি কর্তৃপক্ষ৷ পুড়ে যাওয়ার কারণে যাদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ মেলানোর দরকার হবে, তাদের ক্ষেত্রে তিন সপ্তাহ সময় লাগবে৷'' লাশ শনাক্ত করার কাজটি দ্রুততর করতে নেপালকে ডিএনএ পরীক্ষার কাজে সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ৷

লাশের অপেক্ষায় ক্ষণ গুনছেন বাংলাদেশ, নেপাল ও চীনের নিহত ব্যক্তিদের স্বজনেরা৷ নিহত ৫১ জনের কারো লাশই মর্গে আনার পর স্বজনদের দেখতে দেওয়া হয়নি৷ ময়নাতদন্ত শেষ না হলে কোনো লাশ দেখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন টিচিং হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান প্রমোদ শ্রেষ্ঠা৷ তিনি জানান, নিহতদের ১০ জনকে দেখে চেনা সম্ভব৷ অন্য ৪১ জনের শরীর এতটাই পুড়ে গেছে যে তাঁদের কোনোভাবেই চেনা সম্ভব নয়৷

এদিকে বিমান দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক৷ একজনকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে৷ এদের মধ্যে একজন বাংলাদেশি এমরানা কবির হাসির অবস্থা গুরুতর৷ তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে৷ কাঠমান্ডু মেডিকেলে তিনি চিকিৎসাধীন আছেন৷ হাসির স্বামী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রকিবুল হাসান ঘটনাস্থলেই মারা যান৷

নিহত নেপালিদের জন্য

01:00

This browser does not support the video element.

তদন্তে দীর্ঘ সময়

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ, নেপাল ও উড়োজাহাজের নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার যৌথভাবে তদন্ত শুরু করেছে৷ বোম্বার্ডিয়ারের প্রতিনিধি বুধবার বাংলাদেশ ও নেপাল তদন্ত দলের সঙ্গে বৈঠক করেন৷ নেপাল সরকারে ছয় সদস্যের কমিটি এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বোম্বার্ডিয়ারের দুই সদস্য গতকাল নেপালে গেছেন৷

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, ‘‘নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে দীর্ঘ সময় লেগে যেতে পারে৷ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নিয়ম অনুযায়ী, ৩৬৫ দিনের মধ্যে এ ধরনের তদন্ত শেষ করতে হয়, প্রয়োজনে আরও বেশি সময় নেওয়া যেতে পারে৷''

এপিবি/এসিবি

প্রতিবেদনটি সম্পর্কে আপনার মন্তব্য জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ