1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইউক্রেনকে অ্যামেরিকা-জার্মানির অত্যাধুনিক ট্যাঙ্ক

২৬ জানুয়ারি ২০২৩

জার্মান চ্যান্সেলর শলৎসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইউক্রনকে ট্যাঙ্ক পাঠাবার কথা ঘোষণা করলেন।

ছবি: INTS KALNINS/REUTERS

জো বাইডেন ঘোষণা করেছেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাঙ্ক ইউক্রেনকে দেবেন।  হোয়াইট হাউস থেকে জাতির প্রতি ভাষণে বাইডেন বলেছেন, ''এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাঙ্ক।'' গতবছর মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১০০ বিলিয়ান ডলারের সামরিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অর্থ দিয়েই এই ট্যাঙ্ক ও অন্য সামরিক সামগ্রী পাঠানো হবে।

এর আগে জার্মানির চ্যান্সেলর শলৎস জানিয়েছিলেন, জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড২ ট্য়াঙ্কদেবে। পার্লামেন্টে শলৎস বলেছেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

 ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তাদের যুদ্ধজয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ এই দুই ঘোষণা। ইউক্রেনে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিস থেকে বলা হয়েছে, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অত্যাধুনিক ট্যাঙ্ক পাওয়ার জন্য জার্মানিকে চাপ দিচ্ছিল।

ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, অ্যামেরিকা থেকে একটি ট্যাঙ্কও যদি ইউক্রেন পৌঁছয়, তাহলে তাকে উস্কানি হিসাবেই দেখা হবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ