কয়েকদিনের মধ্যেই ইউক্রেন এয়ার ডিফেন্স সিস্টেম পেয়ে যাবে বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
গত জুন মাসে ইউক্রেনকে জার্মান এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা বলেছিলেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। এই বছরের শেষের মধ্যে তা দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু সম্প্রতি রাশিয়া যেভাবে ইউক্রেনের শহরগুলিতে নতুন করে মিসাইল আক্রমণ শুরু করেছে, তাতে এখনই এই অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে বলে জার্মানি জানিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে অবস্থিত শেভচেঙ্কিভস্কি এলাকায় সোমবার সকালে ‘বেশ কয়েকটি’ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো৷ তিনি বলেন, এমন সব ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যেগুলো ‘জরুরি অবকাঠামোর’ অন্তর্গত৷
ছবি: Adam Schreck/AP Photo/picture alliance
অনেকদিন পর অশান্ত
ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে কিয়েভের কিছু অংশে হামলা হয়েছিল৷ এরপর পরিস্থিতি শান্ত ছিল৷ সেখানে সবশেষ হামলা হয়েছিল ২৬ জুন৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
হতাহত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনজুড়ে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, কিয়েভে হামলায় এখন পর্যন্ত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন৷
ছবি: Adam Schreck/AP Photo/picture alliance
অন্য শহরেও বিস্ফোরণ
কিয়েভ ছাড়াও লাভিভ, ট্যার্নোপিল ও দিনিপ্রো এলাকায়ও হামলা হয়েছে৷ পশ্চিমাঞ্চলীয় এলাকা লাভিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘‘লাভিভ এলাকার কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে৷’’ ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়েছে৷
ছবি: Stringer/AA/picture alliance
ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশঙ্কো বলেছেন, ‘‘ইউক্রেনে মিসাইল হামলা হচ্ছে৷ আমাদের দেশের অনেক শহরে হামলার তথ্য পাচ্ছি৷’’
ছবি: Valentyn Ogirenko/REUTERS
শলৎস, মাক্রোঁর সঙ্গে কথা
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি হামলা নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে কথা বলেছেন৷ এ বিষয়ে জি সেভেনের জরুরি বৈঠক হওয়া প্রয়োজন বলে একমত হয়েছেন শলৎস ও জেলেনস্কি৷
ছবি: Thibault Camus/AP Photo/picture alliance
পুটিনের বক্তব্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন রোববার ক্রাইমিয়া ব্রিজে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন৷ একে সন্ত্রাসী হামলা বলেও আখ্যায়িত করেন তিনি৷
ছবি: Gavriil Grigorov/AP Photo/picture alliance
7 ছবি1 | 7
জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেছেন, ''রাশিয়া ইউক্রেনের বেসামরিক মানুষের উপর যেভাবে আক্রমণ শুরু করেছে, তাতে দ্রুত এই ডিফেন্স সিস্টেম দেওয়া প্রয়োজন। কয়েকদিনের মধ্যেই ইউক্রেন তা পাবে।'' বস্তুত, প্রাথমিকভাবে চারটি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা জার্মানির। তারমধ্যে প্রথমটি এই সপ্তাহের মধ্যেই পেতে পারে ইউক্রেন।
জার্মানির কাছে অনেকদিন আগেই এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছিল ইউক্রেন। রাশিয়ার হামলা থেকে বাঁচতেই তা চাওয়া হয়েছিল। এতদিন পর জার্মানি তা ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের সাধারণ মানুষকে রক্ষা করবে। এই মুহূর্তে ইউক্রেনের এটি সবচেয়ে প্রয়োজন।
জার্মানি আইআরআইএস-টি-এসএলএম এয়ারডিফএন্স সিস্টেম পাঠাচ্ছে ইউক্রেনকে। এর সাহায্যে মাটির উপর ২০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ধেয়ে আসা মিসাইল আটকে দেওয়া যায়। মিসাইলের গতিপথ পরিবর্তন করে দিতে পারে এই সিস্টেম।
বস্তুত, গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনে মিসাইল আক্রমণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ক্রাইমিয়া ব্রিজে বিস্ফোরণের পর রাশিয়া মিসাইল আক্রমণ বাড়িয়েছে। কিয়েভ-সহ ইউক্রেনের প্রায় প্রতিটি বড় শহরেই তারা লাগাতার মিসাইল আক্রমণ করছে। এই পরিস্থিতিতে জার্মানির এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে অনেকটাই সাহায্য করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।