1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনকে জার্মান প্রতিরক্ষামন্ত্রীর আরো সহায়তার আশ্বাস

৮ ফেব্রুয়ারি ২০২৩

কোনো ঘোষণা ছাড়া কিয়েভ সফরে গিয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরো ট্যাংক ও সামরিক সরঞ্জাম সরবরাহের আশ্বাস দিলেন৷ এদিকে যুদ্ধক্ষেত্রে এক হাজারেরও বেশি রুশ সৈন্য নিহত হয়েছে বলে ইউক্রেন দাবি করছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান প্রতিরক্ষামন্ত্রীর কিয়েভ সফরকে ‘ইউক্রেনের প্রতি সমর্থনের সংকেত' হিসেবে উল্লেখ করেন৷
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান প্রতিরক্ষামন্ত্রীর কিয়েভ সফরকে ‘ইউক্রেনের প্রতি সমর্থনের সংকেত' হিসেবে উল্লেখ করেন৷ছবি: Press Service of the Defence Ministry of Ukraine/REUTERS

ইউক্রেনের উপর হামলার বর্ষপূর্তির ঠিক আগে রাশিয়া প্রবল উদ্যমে নতুন করে হামলা শুরু করলেও বিশাল ক্ষতির মুখে পড়ছে৷ মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে এক হাজারেরও বেশি রুশ সৈন্য নিহত হয়েছে, যা গোটা যুদ্ধে মৃতের দৈনিক রেকর্ড ভেঙে দিয়েছে৷ রাশিয়াও পালটা দাবি করে বলেছে, যে শুধু জানুয়ারি মাসেই প্রায় ৮,৫০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে৷ যুদ্ধক্ষেত্রে এমন সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না৷

ইউক্রেনের প্রশাসন মনে করছে, যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাশিয়া মরিয়া হয়ে দেশের মানুষের সামনে কিছু একটা সাফল্য তুলে ধরার চেষ্টা করছে৷ ফলে আগামী দিনগুলিতেও জোরালো হামলার আশঙ্কা বাড়ছে৷ কমপক্ষে পূবের বাখমুত শহর দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো৷

রাশিয়ার হামলা প্রতিহত করতে পশ্চিমা বিশ্বের কাছে অবিলম্বে আরও অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চাইছে ইউক্রেন৷ মঙ্গলবার জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস অঘোষিত সফরে কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেন৷ উল্লেখ্য, জার্মানি ও অ্যামেরিকাসহ একাধিক দেশ ব্যাটেল ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও সেগুলি ইউক্রেনের হাতে পৌঁছতে কয়েক মাস সময় লাগবে৷ জার্মানি মঙ্গলবার পুরানো ‘লেওপার্ড ১' মডেলের ১৭৮টি পর্যন্ত ব্যাটেল ট্যাংক ইউক্রেনে পাঠানোর ছাড়পত্র দিয়েছে৷ রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শেষ করে শেষ পর্যন্ত কত সংখ্যার ট্যাংক দ্রুত হস্তান্তর করা সম্ভব হবে, সেটা অবশ্য স্পষ্ট নয়৷ অন্যান্য দেশও সেই ট্যাংক ইউক্রেনের হাতে তুলে দিতে পারে৷ প্রায় তিন সপ্তাহ আগে ঘোষিত নতুন মডলের ‘লেওপার্ড ২' ট্যাংক পাঠাতে আরো কিছু সময় লাগবে৷ পিস্টোরিউস বলেন, ট্যাংকগুলি ইউক্রেনের আত্মরক্ষা ও হামলা প্রতিহত করার ক্ষমতা অক্ষত রাখবে বলে জার্মানি আশা করছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান প্রতিরক্ষামন্ত্রীর কিয়েভ সফরকে ‘ইউক্রেনের প্রতি সমর্থনের সংকেত' হিসেবে উল্লেখ করেন৷ তাঁর মতে, কঠিন এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম নেতৃস্থানীয় দেশ জার্মানির সহায়তার প্রতি ইউক্রেনের গভীর আগ্রহ রয়েছে৷ জার্মানির নতুন সামরিক সহায়তার ঘোষণা সম্পর্কে জেলেনস্কি অবশ্য সরাসরি মন্তব্য করেননি৷ তিনি বলেন, সাম্প্রতিক সিদ্ধান্তগুলির ফলে বাড়তি সুবিধা না পেলেও যুদ্ধক্ষেত্রে সমান সুযোগ পাবে ইউক্রেন৷ তবে সরবরাহের সময়, সরঞ্জামের সংখ্যা ও সরঞ্জামের অবস্থার উপর সাফল্য নির্ভর করবে৷

ট্যাংক সরবরাহে সময় লাগলেও চলতি মাসের শেষেই ইউক্রেন আরও গাইডেড মিসাইল, পাঁচটি চিতা অ্যান্টি এয়ারক্রাফ্ট ট্যাংক এবং আরও পাঁচটি ব্যাজার আর্মার্ড ইঞ্জিনিয়ার ভেহিকেল হাতে পাবে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ