1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনকে ভারি অস্ত্র সরবরাহের অনুমতি দিতে পারে জার্মানি

২৬ এপ্রিল ২০২২

জার্মানির বেসরকারি প্রতিরক্ষা কোম্পানি ‘রাইনমেটাল’ ইউক্রেনকে দ্রুত ভারি সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য সরকারের অনুমতি চেয়েছে৷ সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দিয়েছে৷

মার্ডার সামরিক যান
মার্ডার সামরিক যানছবি: Philipp Schulze/dpa/picture alliance

রাশিয়ার হামলার মোকাবিলা করতে ইউক্রেন আন্তর্জাতিক সহযোগীদের কাছে দ্রুত আরও ভারি অস্ত্র ও গোলাবারুদের আবেদন করে চলেছে৷ অ্যামেরিকাসহ বেশ কিছু দেশ সেই ডাকে সাড়া দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীকে আরও সহায়তার উদ্যোগ নিলেও জার্মানি এখনো দ্বিধা ঝেড়ে ফেলতে পারছে না৷ দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার দ্রুত সিদ্ধান্তের অঙ্গীকার করেছে৷ তবে এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা স্থির করা হয় নি৷

জার্মানির ‘রাইনমেটাল’ নামের অস্ত্র কোম্পানি জানিয়েছে, যে তারা ‘মার্ডার’ মডেলের ১০০টি পুরানো সামরিক যান দ্রুত ইউক্রেনকে সরবরাহ করতে পারে৷ নিয়ম অনুযায়ী জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলেই সেগুলি পাঠানো যেতে পারে৷ চ্যান্সেলর হিসেবে শলৎস সেই পরিষদের প্রধান৷ ‘ডি ভেল্ট’ সংবাদপত্রের সূত্র অনুযায়ী গত সপ্তাহে অর্থনীতি মন্ত্রণালয়ের কাছে অনুমতির আবেদন করা হয়েছে৷ সেই কোম্পানি সেইসঙ্গে ৮৮টি পুরানো ‘লেওপার্ড ৮৮’ ট্যাংকও পাঠাতে পারে বলে দাবি করেছে সেই সংবাদপত্র৷ রাইনমেটাল অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করে নি৷ উল্লেখ্য, জার্মানির সরকার এভাবে ইউক্রেনকে জার্মানি থেকে সরাসরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ভারি অস্ত্রের ক্ষেত্রে সরকারি অনুমতির নিয়মে কোনো হেরফের হচ্ছে না৷

ইউক্রেনের সেনাবাহিনী মূলত সোভিয়েত আমলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করতে অভ্যস্ত বলে বিপদের সময়ে পূর্ব ইউরোপসহ অন্যান্য উৎস থেকে সে দেশকে সেই ধরনের সরঞ্জাম পাঠানোর উদ্যোগ চলছে৷ এ ক্ষেত্রে জার্মানিও স্লোভেনিয়ার মতো দেশের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেছে৷ অর্থাৎ স্লোভেনিয়া ইউক্রেনকে প্রয়োজনীয় ট্যাংক সরবরাহ করলে সে দেশকে বিকল্প হিসেবে জার্মান ট্যাংক সরবরাহ করবে৷ রাইনমেটাল কোম্পানি সরাসরি ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার অনুমতি পেলে সঙ্গে প্রশিক্ষণেরও প্রস্তাব দিয়েছে৷ যন্ত্রাংশ ও মেরামতির দায়িত্বও পালন করবে সেই কোম্পানি৷ সংবাদ সংস্থা ডিপিএ এই সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে এমন দাবি করেছে৷

‘ডি ভেল্ট’ সংবাদপত্রের সূত্র অনুযায়ী ‘ক্রাউস মাফাই ভেগমান’ নামের জার্মানির আরেকটি কোম্পানিও ইউক্রেনকে ভারি সামরিক সরঞ্জাম সরবরাহ করতে আগ্রহী৷ সরকারি অনুমতি পেলে ১০০টি সেল্ফ প্রপেল্ড হাউইৎসার কামান ইউক্রেনের হাতে তুলে দিতে পারে এই কোম্পানি, যেগুলি ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হামতে পারে৷ উল্লেখ্য, নেদারল্যান্ডসও একই ধরনের ৪০টি কামান ইউক্রেনকে সরবরাহ করছে৷ জার্মান সরকার সেই প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ