এই প্রথম ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে কোনো দেশ। কয়েকদিনের মধ্যেই বিমান ইউক্রেন পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের হাতে চারটি সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ ২৯ যুদ্ধ তুলে দেয়া হবে।
এর আগে দক্ষিণ কোরিয়ার তৈরি এফএ ৫০ এবং অ্যামেরিকার তৈরি এফ-৩৫ এস বিমান ইউক্রেনকে দিয়েছিল পোল্যান্ড। কিন্তু ইউক্রেন যুদ্ধবিমান চাইছে। তাই ওই বিমানগুল্ বদলে ইউক্রেনকে মিগ ২৯ যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রথম ইউক্রেনকে কেউ যুদ্ধ বিমান দিচ্ছে।
সোভিয়েত ইউনিয়ন নেই, রয়ে গেছে অস্ত্র
স্নায়ুযুদ্ধের সময়কার অস্ত্র এখনও বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করছে৷ এমনকি এ সব অস্ত্র ছড়িয়ে গেছে বিভিন্ন এলাকার গেরিলা, জঙ্গি এবং সন্ত্রাসীদের কাছেও৷ এমন কিছু অস্ত্রের কথা নিয়েই এই ছবিঘর৷
ছবি: picture-alliance/dpa/S. Kovalev
কালাশনিকভের সাত দশক
একে-৪৭৷ এক নামে বিশ্বজুড়ে পরিচিত এই অস্ত্রে গুলি করা যায় ৩০টি৷ সোভিয়েত ইঞ্জিনিয়ার মিখাইল কালাশনিকভ (ছবিতে) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই স্বয়ংক্রিয় রাইফেল তৈরি করেন৷ সস্তা এবং নির্ভরযোগ্য হওয়ায় দ্রুতই খ্যাতি অর্জন করে এই অস্ত্র৷ এখনও স্বয়ংক্রিয় রাইফেলের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম একে-৪৭৷
ছবি: picture alliance/dpa/S.Thomas
মাকারভের মহাকাশভ্রমণ
১৯৫১ সালে সোভিয়েত আর্মিতে নাইন এমএম মাকারভ পিস্তলের ব্যবহার চালু হয়৷ সোভিয়েত সৈনিকদের অন্যতম অস্ত্র ছিল এই মাকারভ৷ এমনকি বিশেষ সুরক্ষার অংশ হিসেবে সোভিয়েত মহাকাশচারীরা এই অস্ত্র নিয়ে মহাশূন্যেও গেছেন৷ পৃথিবীতে ফেরার পর শত্রু এলাকায় অবতরণ করলে যাতে বিপদে না পড়তে হয়, এ জন্যই এই ব্যবস্থা৷
ছবি: Imageo
এখনো সগর্বে মিগ-২৯
আশির দশকের শুরুর দিকে মিগ-২৯ এর উৎপাদন শুরু হয়৷ অসাধারণ নিয়ন্ত্রণ এবং আকাশে ব্যাপক তৎপরতার সাথে চলাচল করার ক্ষমতা শুরু থেকেই এই জঙ্গি বিমানকে এনে দেয় বিশ্বব্যাপী সুনাম৷ এখন ন্যাটো ফাইটার, সুখোইয়ের মতো বেশকিছু উন্নত জঙ্গি বিমান ব্যবহার হচ্ছে৷ কিন্তু মিগ-২৯ ঠিকই ধরে রেখেছে তার সুনাম৷ সিরিয়ায় আইএস জঙ্গিদের মোকাবেলায় এ বিমান ব্যবহার করেছিল রাশিয়া৷
ছবি: picture-alliance/dpa/L. Marina
ভয়ংকর কাতিয়ুশা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ সাফল্যের সাথেই কাতিয়ুশা ব্যবহার করেছিল সোভিয়েত রেড আর্মি৷ একসাথে অনেকগুলো কাতিয়ুশা রকেট লঞ্চার সহজেই সেনাবাহিনীর ট্রাকে করে পরিবহন করা যায়৷ ফলে একদিকে যেমন অর্থ ও সময় বাঁচে, তেমনি বিপক্ষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতেও এর জুড়ি নেই৷
ছবি: picture-alliance/dpa/H.Brix
কার্যকরি এস-৩০০
২০১৬ সালে ইরানের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করে৷ প্রায় গোপনে সাক্ষরিত এই চুক্তির বিস্তারিত জানা যায়নি৷ এই প্রতিরক্ষা ব্যবস্থা স্নায়ুযুদ্ধের সময় ব্যবহার করা এস-৩০০ অস্ত্রের উন্নততর সংস্করণ৷ ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারত এস-৩০০৷ এর সর্বাধুনিক সংস্করণ – এন্টে ২৫০০৷ এটি ৪০০ কিলোমিটার দূরে আঘাত করতে পারে৷
ছবি: picture-alliance/dpa/D. Rogulin
দ্রাগুনভ স্নাইপার রাইফেল
রাইফেলের জগতে যেমন কালাশনিকভ, স্নাইপারের জগতে তেমনি দ্রাগুনভ৷ ১৯৬৩ সালে প্রথম এই অস্ত্র সোভিয়েত সেনাবাহিনীতে চালু করা হয়৷ তারপর এটি ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচেকানাচে৷ ধারণা করা হয়, মার্কিন সেনাদের বিরুদ্ধে এই অস্ত্র ভিয়েতনাম যুদ্ধে ব্যবহার হয়েছিল৷ আইএস জঙ্গিরাও দ্রাগুনভ স্নাইপার রাইফেল ব্যবহার করছে বলে ২০১৫ সালে তথ্য দেয় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ৷
ছবি: Imago
যুগের প্রতীক টি-৩৪
নাৎসি সেনাবাহিনীর বিরুদ্ধে রেড আর্মির বেশিরভাগ জয়ের কৃতিত্বই দেয়া হয় এই ট্যাংককে৷ ১৯৪১ সালে প্রথম যুদ্ধে ব্যবহার হয় এই ট্যাংক৷ পুরো বিশ্বযুদ্ধই দাপিয়ে বেড়ায় এই ট্যাংক৷ কয়েক দশক নিজের প্রভাব ধরে রেখেছিল টি-৩৪৷ এখনও রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে এই ট্যাংককে দেয়া হয় বিশেষ সম্মান৷
ছবি: picture-alliance/dpa/Tass/V. Sharifulin
7 ছবি1 | 7
কিছুদিন আগেই ইউক্রেন পশ্চিমা দেশগুলির কাছে যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ জানিয়েছিল। পোল্যান্ড জানিয়েছে, সব দেশ একসঙ্গে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। স্লোভাকিয়াও জানিয়েছে তারা ইউক্রেনকে মিগ ২৯ যুদ্ধ বিমান দিতে প্রস্তুত।
ইউক্রেন আরো আধুনিক যুদ্ধ বিমান চায়। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, ইউক্রেনের সেনা মিগ ২৯ চালাতে জানে। ফলে বিমান হাতে পেলেই তারা চালাতে পারবে। কিন্তু মার্কিন এফ ১৬-র মতো বিমান চালাতে গেলে তাদের অন্তত নয় মাসের প্রশিক্ষণ প্রয়োজন। সেই সময় এখন ইউক্রেনের সেনার হাতে নেই। সে কারণেই মিগ ২৯ তাদের জন্য সবচেয়ে ভালো যুদ্ধবিমান।