1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনীয় শরণার্থীদের সাহায্যে জার্মানির ২০০ কোটি ইউরো

৮ এপ্রিল ২০২২

ইউক্রেন থেকে আগত শরণার্থীদের থাকার ব্যবস্থা এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে ২০০ কোটি ইউরো খরচ করবে জার্মানির কেন্দ্রীয় সরকার৷ এর মাধ্যমে চাকরির বাজারে অন্তর্ভুক্তি ও ভাষা শিক্ষার সুযোগও পাবেন তারা৷

ইউক্রেন থেকে আগত শরণার্থীদের থাকার ব্যবস্থা এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে ২০০ কোটি ইউরো খরচ করবে জার্মানি৷
ইউক্রেন থেকে আগত শরণার্থীদের থাকার ব্যবস্থা এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে ২০০ কোটি ইউরো খরচ করবে জার্মানি৷ ছবি: Michael Kuenne/PRESSCOV/Zuma/picture alliance

বৃহস্পতিবারজার্মানির ১৬টি রাজ্যেরমুখ্যমন্ত্রীদের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ জার্মান সরকারের নেয়া উদ্যোগের আওতায় দেশটির শরণার্থীরা জুন থেকে বেকার ভাতা, সামাজিক প্রকল্পের সুবিধাও ভোগ করবেন৷ এর ফলে তাদেরকে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা সহজ হবে বলে উল্লেখ করেছেন শলৎস৷

এর আগে বার্লিন এবং ব্রান্ডেনবুর্গসহ বিভিন্ন রাজ্য ফেডারেল সরকারের কাছেইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা চেয়েছিল৷ তার প্রেক্ষিতেই শলৎস রাজ্যপ্রধানদের সঙ্গে আলোচনায় বসেন৷

ফেডারেল পুলিশের তথ্য অনুসারে, জার্মানিতে বর্তমানে তিন লাখ ১৬ হাজার ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছেন৷ শুধু বার্লিনেই প্রায় ৬০ হাজার শরণার্থী এসেছেন৷ সরকারের সিদ্ধান্তের কারণে তারা এখন চাকরি, স্বাস্থ্যসেবা এবং জার্মানভাষা কোর্সে সহজে প্রবেশাধিকার পাবেন৷

শলৎস জানান, ইউক্রেনের চলমান যুদ্ধের ফলে সামনের দিনগুলোতে শরণার্থী সংকট কোন দিকে যাবে তা এই মুহূর্তে অনুমান করা কঠিন৷

এএস/এফএস (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ