1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনীয় শরণার্থীর সুবিধা কমাতে চায় মধ্য-ডানপন্থিরা

২৫ জুন ২০২৪

জার্মানির মধ্য-ডানপন্থি দলগুলো প্রস্তাব করেছে, ইউক্রেনীয় শরণার্থীদের চাকরি ও সামাজিক সুবিধাগুলো কমিয়ে আনা হোক৷

বার্লিন সেন্ট্রাল স্টেশনে ইউক্রেনীয় শরণার্থী
বাভারিয়ান দল সিএসইউর সংসদ নেতা আলেক্সান্ডার ডরব্রিন্ডট প্রস্তাব দিয়েছেন, শরণার্থীরা হয় এখানে কাজ খুঁজে নিক অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ‘নিরাপদ অঞ্চলে' ফিরে যাকছবি: Carsten Koall/dpa/picture alliance

বিরোধী পক্ষের দুই দল ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) ও ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) এমন দাবি তুলেছে৷ বাভারিয়ান দল সিএসইউর সংসদ নেতা আলেক্সান্ডার ডরব্রিন্ডট প্রস্তাব দিয়েছেন, শরণার্থীরা হয় এখানে কাজ খুঁজে নিক অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ‘নিরাপদ অঞ্চলে' ফিরে যাক৷

জার্মান পররাষ্ট্র দপ্তর অবশ্য বলেছে, ইউক্রেনের কোনো অঞ্চলই এখন নিরাপদ নয়৷

সিডিইউ-সিএসইউর প্রস্তাবে সমর্থন আছে, ক্ষমতাসীন জোট সরকারের ব্যবসাবান্ধব দল ফ্রি ড্রেমোক্র্যাটিক পার্টি বা এফডিপির৷ দলটির সাধারণ সম্পাদক বিজান জির-জারাই বলেছেন, শরণার্থীদের নাগরিকদের আয় থেকে যে অর্থ সাহায্য দেয়া হয়, তা তুলে নেয়া উচিত৷ এতে তারা কাজ খুঁজতে আগ্রহী হবেন৷

তবে সমালোচকরা বলছেন, এগুলো পপুলিজম বা জনপ্রিয় ধারার কথাবার্তা৷ এতে আদৌ অর্থনীতির কোনো ফায়দা হবে না৷

ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর জার্মানিতে ১৩ লাখের মতো দেশটির নাগরিক আশ্রয় নিয়েছেন, যাদের একটা বড় অংশ নারী ও শিশু৷ বর্তমান পলিসি অনুযায়ী তারা সামাজিক সুরক্ষা ও কাজের অনুমতি পান যাতে তারা সমাজে অন্তর্ভুক্ত হবে পারেন৷ তবে এদের মাত্র ১৮ ভাগ কাজ করছেন, যা ইউক্রেনীয়দের আশ্রয় দেয়া ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের চেয়ে কম৷

জার্মানিতে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এবং এতে তাদের বিদেশি কর্মীর ওপর নির্ভরতা বাড়ছে৷ জার্মানির অর্থনীতিতে কেমন করে শরণার্থীদের কাজে লাগানো যায়, সেই নীতি বারবার আলোচনায় উঠে আসছে৷

বেন নাইট/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ