1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের অজুহাতে দ্রব্যমূল্যে আরো আগুন

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৪ মার্চ ২০২২

আয়ের সাথে কোনোভাবেই ব্যয়কে মিলাতে পারছেন না দেশের সাধারণ মানুষ৷ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুযোগ সন্ধানীদের তৎপরতায় আবার দ্রব্যমূল্য বাড়তে শুরু করেছে৷

ছবি: DW/H.U.R. Swapan

নয়না ভৌমিক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক৷ তার কর্মস্থল ঢাকায়৷ তার স্বামীও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন৷ পিংকির বেতন ২৭ হাজার টাকা৷ স্বামীর বেতন মিলিয়ে তাদের মোট আয় ৭০ হাজার টাকা৷ পরিবারে মোট সদস্য পাঁচজন৷ ঢাকায় ভাড়া বাসায় থাকেন৷ পিংকি বলেন, ‘‘বাসাভাড়া, বাচ্চার পড়াশুনা ও খাবারের পিছনে ব্যয় ছাড়াও চিকিৎসা ব্যয়সহ আরো নানা ব্যয় আছে৷ আমাদের দুইজনের আয়েও সংসার চালানো কঠিন৷ প্রতিমাসেই আমাদের ধার করতে হয়৷ ব্যাংক থেকে লোন নিয়েও সামলাতে পারছি না৷ কারণ, কিস্তি দিতে হয়৷ ধারদেনায় ডুবে যাচ্ছি৷’’

তিনি জানান, এবছর তিনি ইনক্রিমেন্ট পেয়েছেন সাতশ’ টাকা৷ তার স্বামী বেসরকারি চাকরি করেন৷ কয়েক বছর ধরে ইনক্রিমেন্ট নরই৷ সাতশ’ টাকা আয় বাড়ার বিপরীতে ব্যয় বেড়েছে অনেক৷ তিনি বলেন, ‘‘এবার শীতকালেও শাক-সবজির দাম কমেনি, উল্টো বেড়েছে৷ সয়াবিন তেল তো লাগামহীন৷’’

তার কথা, ‘‘আমরা দুইজন চাকরি করেও কুলাতে পারছি না৷ যাদের পরিবারে একজন চাকরি করেন, তাদের কী অবস্থা তা আমি নিজের চোখেই দেখতে পারছি৷ দেশের অধিকাংশ মানুষই কষ্টে আছেন৷’’

নাজমুল হক তপন সাংবাদিকতা করেন৷ করোনার প্রভাবে তার বেতন আগের চেয়ে কমেছে৷ এখন বেতন পান ৫০ হাজার টাকা৷ আগে টিভি, রেডিওতে অনুষ্ঠান এবং নানা জায়গায় লিখে বাড়তি আয় হতো৷ সেটাও আর নেই৷ ফলে তিনি পড়েছেন সংকটে৷ তার সন্তানসহ তিনজনের পরিবারে বাজার দরের সাথে আয়ের সামাঞ্জস্য রাখতে ভোগ ও সেবা কমিয়ে ব্যয় কমাতে হয়েছে৷ তিনি বলেন, ‘‘এখন গরুর মাংস কেনা ছেড়েই দিয়েছি৷ মুরগির মাংস কিনছি, তা-ও পরিমাণে কমিয়ে দিয়েছি৷ দুধ আগে কিনতাম মাসে সাত লিটার, এখন কিনি তিন লিটার৷ অফিসে যেতে-আসতে খরচ হতো ১০০ টাকা, এখন হেঁটে অফিসে যাই৷ জীবনের স্বাদ-আহ্লাদ বলতে যা ছিল তা পুরোই বাদ দিয়েছি৷’’

দুইজনের আয়েও সংসার চালানো কঠিন, প্রতিমাসেই ধার করতে হয়: নয়না ভৌমিক

This browser does not support the audio element.

বাজার দরের পাগলা ঘোড়া
মার্চের ৩ তারিখে সয়াবিন ও পাম অয়েলসহ ভোজ্য তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় ভোজ্য তেল ব্যবসায়ীরা৷ সরকার সেই প্রস্তাব নাকচ করে দিলেও ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন৷ শুধু তাই নয়, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে৷ বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয় যাচ্ছে না৷ দেশে পর্যাপ্ত সয়াবিন ও পাম অয়েল থাকলেও একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করছে৷ এদিকে এলপিজির দাম সরকার প্রতি সিলিন্ডারে ১৫১ টাকা বাড়ালেও বাজারে বেড়েছে আরো বেশি৷ বাজারের ওপরে যেন কারো নিয়ন্ত্রণই নেই৷

চার বছরে যে কয়েকটি ভোগ্যপণ্যের দাম সবচেয়ে বশি বেড়েছে তার মধ্যে সবার ওপরে আছে সয়াবিন ও পামঅয়েল৷ ২০১৯ সালে দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১০৪ টাকা৷ ২০২২ সালে ১৭০ টাকা৷ পামঅয়েলের লিটার (খোলা) ২০১৯ সালে ছিল ৫৮ টাকা৷ ২০২২ সালে হয়েছে ১৫০ টাকা৷

আরো কয়েকটি ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির চিত্রের দিকে তাকালে দেখা যায়, দেশের মানুষের প্রধান খাদ্য চালের দামও বেড়েছে অস্বাভাবিক হারে৷ পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে চিকন চালের কেজি ছিল ৫৩ টাকা, ২০২২ সালে ৭৫ টাকা৷ প্রতি কেজি মোটা চালের দাম ২০১৯ সালে ছিল ৩৪ টাকা, ২০২২ সালে ৫২ টাকা৷ ২০১৯ সালে প্যাকেটজাত আটার কেজি ছিল ৩২ টাকা, ২০২২ সালে হয়েছে ৫২ টাকা৷
আরেক নিত্যপণ্য চিনির দাম তো গত চার বছরে বেড়ে প্রায় দ্বিগুন হয়ে গেছে৷

মুরগি এবং মাংসের বাজারও বেজায় বেসামাল হয়েছে গত চার বছরে৷ বাজারে এখন সবেচেয়ে বেশি বিক্রি হওয়া সোনালি মুরগির কেজি ২০১৯ সালে ছিল ২২০ টাকা, ২০২২ সালে হয়েছে ৩০০ টাকা৷ গরুর মাংসের কেজি ২০১৯ সালে ছিল ৫৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়৷ এসব পণ্যের বাইরে মশুর ডাল, আদা, রসুন, লবণ, সব ধরনের মসলা, সব ধরনের মাছ এবং সব ধরনের সবজির দামও বেড়েছে অস্বাভাবিক হারে৷

বাংলাদেশে যা হচ্ছে তা হলো যুক্তির বাইরে দাম বাড়ছে: ড. নাজনীন আহমেদ

This browser does not support the audio element.

মূল্যের চাপ সামলানো দায়

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর হিসেবে ২০২০ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৮৮ শতাংশ৷ ২০১৯ সালে বেড়েছিল ৬.৫০ শতাংশ আর ২০১৮ সালে ৬ শতাংশ৷ ঢাকায় জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে এই সময়ে৷

আর এখন মুদ্রাস্ফীতি ১০ ভাগেরও বেশি৷ এরসঙ্গে এখন যুক্ত হয়েছে ইউক্রেন যুদ্ধের অজুহাত৷ যে যার মতো দাম বাড়িয়ে দিচ্ছে যুদ্ধের অজুহাতে৷

ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন বলেন, ‘‘গত বছরের (২০২১) জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির হিসাব আমরা করছি৷ তাতে শতকরা ১০ ভাগের বেশি হবে৷ আর এই বছরে যা শুরু হয়েছে তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না৷ কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি৷ বরং অনেকের কমেছে৷ মাথাপিছু আয় বৃদ্ধি দিয়ে হিসাব করলে চলবে না৷’’

তিনি বলেন, ‘‘বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ এবং মনিটরিং খুবই দুর্বল৷ একটি গোষ্ঠী এখন যুদ্ধের বাজার তৈরি করে মুনাফা লোটার ধান্দায় আছে৷ তাদের এখনই প্রতিরোধ করতে হবে৷ নয়তো পরিস্থিতি আরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে৷ ভোক্তা অধিকারের দুই-একটি অভিযান দিয়ে কাজ হবে না৷ সরকারকে সর্বাত্মকভাবে ব্যবস্থা নিতে হবে৷’’

গত নভেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং পিপিআরসি এক গবেষণায় বলেছে, তিন কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন৷ গত বছরের মার্চে এই সংখ্যা ছিল দুই কোটি ৪৫ লাখ৷ তারপর ছয় মাসে ৭৯ লাখ মানুষ দরিদ্র হয়েছেন৷

নাজের হোসেন বলেন, ‘‘আয় যদি বাড়েও তাতে লাভ নেই, কারণ, ব্যয় বাড়ছে তার চেয়ে অনেক বেশি৷ সুতরাং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে৷ তাহলে প্রকৃত আয় বাড়বে৷ নয়তো প্রকৃত আয় কখনোই বাড়বেনা৷ আয় কখনোই ব্যয়ের নাগাল পাবে না৷’’

যুদ্ধের বাজারে করণীয় কী?

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন ২০২০ সাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উদ্বেগজনক হারে বাড়ছে৷ বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও চালের দাম বেড়েছে অনেক৷ তার কথা, ‘‘আমদানি করা পণ্যের দাম বিশ্ববাজারে বাড়লে এখানেও বাড়বে৷ কিন্তু ব্যবসায়ীদের অনেকে এর অনৈতিক সুযোগ নেন৷ দেশের বাইরে বাড়লে আগে কম দামে আমদানি করার পণ্যের দামও তারা বাড়িয়ে দেন৷’’

তিনি বলেন, ‘‘বড় দেশ যখন যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন তার প্রভাব সারা বিশ্বেই পড়ে৷ আমাদের এখানেও পড়বে৷ এখনো প্রভাব পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি৷ কিন্তু এখনই সুযোগ সন্ধানীরা সক্রিয়৷’’

তার মতে, এর বাইরে করোনার সময়ে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বেই প্রণোদনা দেয়া হয়েছে৷ করোনা পরবর্তী সময়ে এর প্রভাব পড়ছে বাজারে৷ জিনিসপত্রের দাম সারা বিশ্বেই বাড়ছে৷ কিন্তু বাংলাদেশে যুক্তির বাইরে দাম বাড়ছে৷

এরজন্য বাজার মনিটরিংয়ের সাথে সাথে মানুষের খাদ্য নিরাপত্তা বাড়াতে হবে বলে মনে করেন তিনি৷ নিত্য প্রয়োজনীয় পণ্যের রেশনিং-এর ব্যবস্থা করতে হবে৷ নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যাতে এটা পায় তা নিশ্চিত করতে হবে৷ সরকাররকে এখনই এর পরিকল্পনা করতে হবে বলে তার অভিমত৷

তিনি বলেন, ‘‘আয় বৈষম্য বেড়েছে৷ দারিদ্র্যসীমার প্রান্তিক লাইনে বিপুল সংখ্যক মানুষ আছে৷ আর নিম্নমধ্যবিত্ত আছে সবচেয়ে কষ্টে৷ কারণ, তারা বলতেও পাবরছে না তাদের দুরবস্থার কথা৷’’

গত নভেম্বরের ছবিঘরটি দেখুুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ