1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের অ্যাজব রেজিমেন্ট সন্ত্রাসী: রাশিয়া

৩ আগস্ট ২০২২

রাশিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। এর ফলে রাশিয়ার জেলে বন্দি অ্যাজব রেজিমেন্টের যুদ্ধবন্দিদের কড়া শাস্তি দেয়া যাবে।

ইউক্রেন
ছবি: Andrew Kravchenko/AP Photo/picture alliance

পূর্ব ইউক্রেনে লড়াই করছে অ্যাজব রেজিমেন্টের সেনা। এই সেনার উৎপত্তি নিয়ে বরাবরই বিতর্ক ছিল। বস্তুত, প্যারামিলিটারি ফোর্স হিসেবে গড়ে উঠেছিল এই রেজিমেন্ট। তাদের কাজ ছিল পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করা। পরবর্তীকালে ওই রেজিমেন্ট ইউক্রেনের মূল সেনাবাহিনীর অংশ হয়ে ওঠে।

পূর্ব ইউক্রেনের মারিউপলে লড়াই চালাচ্ছিল অ্যাজব সেনারা। রাশিয়ার সেনা মারিউপল দখল করে নেয়ার পর তারা একটি কারখানার ভিতর থেকে প্রতিরোধ তৈরি করছিল। শেষপর্যন্ত ওই কারখানা থেকে বেসামরিক ব্যক্তিদের উদ্ধারের নির্দেশ দেয় রাশিয়ার প্রশাসন। যুদ্ধবন্দি করা হয় অ্যাজব সেনাদের। প্রায় এক হাজার অ্যাজব সেনা বন্দি হয়।

বিচ্ছিন্নতাবাদীরা আগেই জানিয়েছিল, ওই সেনাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে রাশিয়া সরকারিভাবে এবিষয়ে কিছু জানায়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর অ্যাজব যুদ্ধবন্দিদের উপর কড়া শাস্তির বিধান দিতে আর কোনো বাধা থাকল না রাশিয়ার।

স্বাভাবিকভাবেই ইউক্রেন এর সমালোচনা করেছে। অ্যাজব রেজিমেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া আরো একটি সন্ত্রাসী পদক্ষেপ নিল। আরো একবার প্রমাণিত হলো, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্র। অ্যাজব সেনাদের যুদ্ধবন্দির মর্যাদা দেওয়ার আপিল করেছে ইউক্রেন।

রাশিয়ার অভিযোগ ছিল, অতি দক্ষিণপন্থিদের নিয়ে তৈরি অ্যাজব রেজিমেন্ট। তারা ইউরোপের নিও-নাৎসি। বস্তুত, যে সময় অ্যাজব রেজিমেন্ট তৈরি হয়েছিল, সে সময় অতি দক্ষিণপন্থি এবং অতি জাতীয়তাবাদীদের জায়গা দেয়া হয়েছিল। তাদের সঙ্গে জার্মানির দক্ষিণপন্থিদের যোগাযোগ ছিল বলেও অভিযোগ। তবে বর্তমানে সেই পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে বলে বিশেষজ্ঞদের একাংশের দাবি।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ