রাশিয়ার মিসাইল হামলায় পোল্যান্ডের কাছে ইউক্রেন সীমান্তে তিনজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে বহু দূরে পোল্যান্ড সীমান্তে মিসাইল আক্রমণ করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। ঘটনায় পশ্চিম ইউক্রেনের শহর ভলিনে অন্তত তিনজন নিহত হয়েছেন।
এছাড়াও পশ্চিম ইউরোপের লভিভ এবং লুৎস্কে বিস্ফোরণ হয়েছে। লুৎস্কে বহু মানুষ আহত হয়েছেন বলে ইউক্রেনের অভিযোগ। ইউক্রেন জানিয়েছে, মঙ্গলবার রাশিয়া এই আক্রমণ চালিয়েছে। এতদিন পূর্বদিকে ফ্রন্টলাইন থেকে কিয়েভ পর্যন্ত আক্রমণ চালাতো রাশিয়া। এই প্রথম তারা পোল্যান্ড সীমান্ত পর্যন্ত মিসাইল আক্রমণ চালালো। রাশিয়া অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
কিয়েভের স্মৃতিস্তম্ভ থেকে সোভিয়েত প্রতীক সরানো হলো
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সোভিয়েত ইউনিয়নের প্রতীকগুলো মুছে ফেলা শুরু করে ইউক্রেন৷ তারই অংশ হিসেবে মঙ্গলবার কিয়েভের এক স্মৃতিস্তম্ভ থেকে হাতুড়ি আর কাস্তে নামিয়ে ফেলা হয়৷
ছবি: Valentyn Ogirenko/Reuters
স্মৃতিস্তম্ভ
ইউক্রেনের রাজধানী কিয়েভে এই স্মৃতিস্তম্ভ অবস্থিত৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তুলে ধরা একটি মিউজিয়ামের অংশ এটি৷ ৬২ মিটার উঁচু ইস্পাতের তৈরি এই মনুমেন্টের নাম ‘ফাদারল্যান্ড মাদার’৷ ১৯৮১ সালে এটি নির্মাণ করা হয়৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
সোভিয়েত প্রতীক
মনুমেন্টের একটি অংশ ঢাল৷ তার মাঝে ছিল হাতুড়ি আর কাস্তের ছবি, যা সোভিয়েত ইউনিয়নের প্রতীক৷ মঙ্গলবার সেগুলো খুলে ফেলা হয়েছে৷
ছবি: kyodo/dpa/picture alliance
কর্মসূচির অংশ
গতবছর রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সোভিয়েত ইউনিয়নের প্রতীকগুলো মুছে ফেলা শুরু হয়৷ হাতুড়ি আর কাস্তে নামিয়ে ফেলা তারই অংশ৷
ছবি: Valentyn Ogirenko/Reuters
বসবে ত্রিশূল
হাতুড়ি আর কাস্তের জায়গায় ত্রিশূল বসানো হবে৷ ২৩ আগস্ট পতাকা দিবস ও ২৪ আগস্ট স্বাধীনতা দিবসের আগেই এটি বসে যাওয়ার কথা৷
ছবি: Valentyn Ogirenko/Reuters
নতুন নাম
মনুমেন্টের বর্তমান নাম ‘ফাদারল্যান্ড মাদার’ এর বদলে ‘মাদার ইউক্রেন’ করার দাবি উঠেছে৷ তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি৷
ছবি: Valentyn Ogirenko/Reuters
খরচ
হাতুড়ি আর কাস্তের জায়গায় ত্রিশূল বসাতে প্রায় সাড়ে সাত লাখ ডলার খরচ হচ্ছে৷ তবে দান ও স্পন্সর থেকে পুরো টাকা আসবে বলে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন৷ যুদ্ধকালীন সময়ে বিভিন্ন আর্ট প্রজেক্টের পেছনে খরচের জন্য সমালোচনার মুখে গতমাসে পদত্যাগ করেন দেশটিক আর্টমন্ত্রী৷ তবে গতবছর করা এক জরিপে জানা যায়, ৮৫ ভাগ ইউক্রেনীয় হাতুড়ি আর কাস্তে সরানোর পক্ষে ছিলেন৷
ছবি: Valentyn Ogirenko/Reuters
6 ছবি1 | 6
পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরেও রাশিয়া আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণেও বেশ কয়েকজন আহত হয়েছেন। পূর্ব ইউক্রেনেও মিসাইলের স্প্লিন্টারের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে এই পরিস্থিতির মধ্যেই পূর্ব ইউক্রেনের ঝাপোরিজ্ঝিয়া অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে গেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে কমব্যাট ফোর্সের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। ফ্রন্টলাইনে তাদের কী কী অসুবিধা হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়। জেলেনস্কি জানিয়েছেন, ওই অঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু আছে। যেগুলি এখন ইউক্রেনের সেনা নিয়ন্ত্রণ করছে।
জেলেনস্কি জানিয়েছেন, জুন মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে সীমান্তবর্তী অঞ্চলের বেশ কিছু এলাকা ইউক্রেন পুনর্দখল করতে পেরেছে। এই প্রক্রিয়া জারি থাকবে।