1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের গোপন সফরে বেয়ারবক

১১ মে ২০২২

কাউকে না জানিয়ে ইউক্রেন সফর জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। ইউক্রেনকে একাধিক সাহায্যের দাবি।

ইউক্রেনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক।
ইউক্রেনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক।ছবি: Efrem Lukatsky/AP/picture alliance

সংবাদমাধ্যমকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মঙ্গলবার ইউক্রেন সফরে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। তিনি ইউক্রেন পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু করার পর এই প্রথম কোনো জার্মান মন্ত্রী সেখানে পৌঁছালেন।

কিয়েভের পাশাপাশি বুচা এবং ইরপিনে যান বেয়ারবক। ইউক্রেনের সলিসিটার জেনারেলের সঙ্গে বুচা ঘুরে দেখেন তিনি। সলিসিটার জেনারেল জানিয়েছেন, বুচায় রাশিয়ার সেনার অত্যাচারের সমস্ত তথ্য তিনি সংগ্রহ করছেন। বুচায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেয়ারবক বলেন, ''সমস্ত তথ্য ক্রমশ হাতে আসছে। যারা এই অন্যায় করেছে, তাদের শাস্তি পেতে হবে। তার জন্য জার্মানি ইউক্রেনকে সাহায্য করবে। আক্রান্ত এবং মৃতের পরিবার ন্যায়বিচার পাবে।''

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন বেয়ারবক। জানিয়েছেন, ইউক্রেন যাতে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ পেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবে জার্মানি। তবে সবকিছুই নিয়ম মেনে হবে। তার জন্য যা সমসয় লাগবে, তা দিতে হবে।

ইউক্রেনকে জার্মানি যে অস্ত্র পাঠিয়েছে তার প্রশিক্ষণ দ্রুত শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন বেয়ারবক। জানিয়েছেন, ইউক্রেনকে আরো সাহায্য দেওয়া হবে।

ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু করার পর বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে জার্মানিকে। রাশিয়ার প্রতি জার্মানির নীতি নরম, এমন সমালোচনা হয়েছে। জার্মানি রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল বলেই এমন নীতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এদিন বেয়ারবক জানিয়েছেন, ধীরে ধীরে রাশিয়ার গ্যাসের উপর থেকে নির্ভরশীলতা কমাচ্ছে জার্মানি।

জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎস কেন ইউক্রেন যাচ্ছেন না, তা নিয়েও বহু সমালোচনা হয়েছে। বেয়ারবকের এই সফর তাই কূটনৈতিক ভাবেও গুরুত্বপূর্ণ।

এদিকে বুধবারই ফিনল্যান্ডের পার্লামেন্ট ন্যাটোয় যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ