1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের জন্য সহায়তা নিশ্চিত করতে পারলো ইইউ

১ ফেব্রুয়ারি ২০২৪

হাঙ্গেরির আপত্তির কারণে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা তহবিল এতকাল আটকে ছিল৷ ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের শুরুতেই সেই জট ছাড়ানো সম্ভব হলো৷

ইইউ শীর্ষ সম্মেলন ডিসেম্বর 2023: বর্তমান চ্যালেঞ্জ এবং রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে আলোচনা
ইউক্রেনের জন্য ইইউ-র চার বছরের দীর্ঘমেয়াদী সহায়তার পথে বাধা তুলে নিলেন ওরবান ছবি: European Council

ইউরোপীয় ইউনিয়নের কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিতে হয় বলে মাত্র একটি দেশের আপত্তিও ২৭ সদস্যের রাষ্ট্রজোটের ঐকমত্যে চিড় ধরাতে পারে৷ হাঙ্গেরির চরম জাতীয়তাবাদী শীর্ষ নেতা ভিক্টর ওরবান সেই ভেটো ক্ষমতা বার বার প্রয়োগ করায় ব্রাসেলসে ক্ষোভ ও বিরক্তি বাড়ছে৷ দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করে তোলায় তাঁর সরকারের বিরুদ্ধে ইইউ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে চলেছে৷ অথচ তাঁর সম্মতির বিনিময়ে সেই শাস্তি বার বার লাঘব করতে বাধ্য হচ্ছে ব্রাসেলস৷ ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত সংস্কার ছাড়া এমন নেতার প্রভাব-প্রতিপত্তি কমানো সম্ভব নয়৷

ইউক্রেনের জন্য ইইউ-র চার বছরের দীর্ঘমেয়াদী সহায়তার পথেও বাধা সৃষ্টি করে এসেছেন ওরবান৷ বৃহস্পতিবার ও শুক্রবার ইইউ শীর্ষ সম্মেলনে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে বদ্ধপরিকর শীর্ষ নেতারা৷ ডিসেম্বরের সম্মেলনে সেই জট ছাড়ানো সম্ভব হয় নি৷ ফলে ৫,০০০ কোটি ইউরো অংকের সেই সহায়তার অভাবে ইউক্রেন কঠিন সমস্যায় পড়েছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পরিচিত ওরবানের এই মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে৷ একই কারণে ওরবান এখনো সুইডেনের  ন্যাটোয় অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক অনুমোদন না দেওয়ায়ও চাপের মুখে রয়েছেন৷ অবশেষে বৃহস্পতিবার সম্মেলনের শুরুতেই হাঙ্গেরির সঙ্গে তহবিলের প্রশ্নে বোঝাপড়া সম্ভব হয়েছে৷ ওরবানের একটি দাবি আংশিকভাবে মেনে নিয়ে ইইউ নেতারা দুই বছর পর ইউক্রেনের জন্য সহায়তা নিয়ে বিতর্কের সুযোগ দিতে রাজি হয়েছেন৷ তবে প্রতি বার ভেটো প্রয়োগের ক্ষমতা দিতে তাঁরা প্রস্তুত নন৷

অ্যামেরিকায় রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য সহায়তা থমকে থাকায় ইইউ-র সহায়তা ইউক্রেনের জন্য বাড়তি গুরুত্ব পাচ্ছিলো৷ হাঙ্গেরির আপত্তির কারণে এবারও ইইউ যদি সেই তহবিল ইউক্রেনের নাগালে আনতে না পারলে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধের ক্ষেত্রে সে দেশ কঠিন সমস্যায় পড়তো৷ চলতি বছর বসন্ত কালেই ইউক্রেনের সরকারের পক্ষে বিপুল বাজেট ঘাটতি সামলে দেশ চালানো কঠিন হয়ে পড়তো৷ ইউরোপ থেকে দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তার আশ্বাস সে দেশের জন্য স্বস্তিকর হবে৷

বার বার হাঙ্গেরির বাধার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক সহায়তার বিকল্প সন্ধানেরও চেষ্টা চলছিল৷ জার্মানি ইইউ সদস্য দেশগুলির সঙ্গে ইউক্রেনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরালো করে সহায়তার পথ খোলা রাখার প্রস্তাব দিয়েছে৷ তাছাড়া ইউরোপিয়ান পিস ফেসিলিটি বা ইপিএফ নামের তহবিলে আরো ৫০০ কোটি ইউরো যোগ করে ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বাড়ানোর প্রস্তাবের কথাও শোনা যাচ্ছে৷ তবে যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও মার্চ মাসের জন্য দশ লাখ কামানের গোলা পাঠানোর প্রতিশ্রুতি পালন করা সম্ভব হবে না বলে ইইউ কর্মকর্তারা জানিয়েছেন৷ ইপিএফ তহবিল সম্পর্কেও হাঙ্গেরির সমালোচনা বাড়ছে৷

এমন পরিস্থিতিতে হাঙ্গেরির উপর চাপ আরো বাড়ানোর উপায় নিয়েও জল্পনাকল্পনা চলছে৷ ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্রে প্রকাশিত এক বিশ্লেষণে হাঙ্গেরির জন্য যাবতীয় ইইউ সাহায্য বন্ধ করার সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে৷ ওরবান এমন ‘হুমকি'-র কড়া সমালোচনা করে সেই উদ্যোগকে ‘ব্রাসেলস ব্ল্যাকমেল ম্যানুয়াল' হিসেবে বর্ণনা করেছেন৷ এমন চরম শাস্তির ক্ষেত্রেও ঐকমত্য নিয়ে সংশয় রয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ