1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের জন্য সহায়তা, রাশিয়ার জন্য শাস্তি

২১ এপ্রিল ২০২৩

শুক্রবার জার্মানিতে এক বৈঠকে ইউক্রেনের জন্য আরো সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে৷ রাশিয়ায় রপ্তানির উপর জি-সেভেন প্রায় সার্বিক নিষেধাজ্ঞা চাপানোর উদ্যোগ নিচ্ছে বলে শোনা যাচ্ছে৷

Deutschland | Ukrainische Flaggen am Reichstag in Berlin zum 1. Jahrestag der russischen Angriffs auf die Ukraine
ছবি: Fabrizio Bensch/REUTERS

গত বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলার শুরু থেকেই পশ্চিমা বিশ্ব পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে চলেছে৷ জার্মানির রামস্টাইনে মার্কিন বিমান ঘাঁটিতে নিয়মিত মিলিত হয়ে প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা ইউক্রেনের চাহিদা ও সম্ভাব্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আরো যুদ্ধবিমান ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের অনুরোধ করায় শুক্রবার আবার এমন এক বৈঠক বসছে৷ প্রায় ৫০টি দেশের প্রতিনিধি সেই আলোচনায় অংশ নিচ্ছেন৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার নিজে কিয়েভে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন৷ তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন৷ জেলেনস্কি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য আরও সহায়তার পাশাপাশি দ্রুত ন্যাটোয় যোগদানের আমন্ত্রণ পেতে চান৷ জুলাই মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনেই তিনি এমন ‘ঐতিহাসিক' পদক্ষেপের আহ্বান জানিয়েছেন৷ তাছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আধুনিক বোমারু বিমান ও সাঁজোয়া গাড়ি সরবরাহের ক্ষেত্রে কিছু সদস্য দেশের অনিচ্ছা দূর করতে তিনি ন্যাটোর সহায়তা চেয়েছেন৷ উল্লেখ্য, চলতি সপ্তাহে জার্মানি প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং এবং আইরিস-টি নামের অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ করেছে৷

সরাসরি জেলেনস্কির অনুরোধ মেনে না নিলেও ন্যাটোর মহাসচিব ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের প্রয়োজন তুলে ধরেন৷ বিশেষ করে আরও গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের মাত্রা বাড়ানোর উপর জোর দেন তিনি৷ স্টলটেনবার্গ বলেন, ন্যাটো আজ, আগামীকাল এবং যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশেই থাকবে৷ তিনি বলেন, ইউরো-অ্যাটলান্টিক পরিবারই ইউক্রেনের সঠিক জায়গা৷ রাশিয়া আবার ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে৷

ইউক্রেনের জন্য আরো সহায়তার পাশাপাশি রাশিয়ার উপর আরো চাপ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে পশ্চিমা বিশ্ব৷ শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেন রাশিয়ায় প্রায় সব পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞার উদ্যোগ নিচ্ছে বলে জাপানের কিয়োডো সংবাদ সংস্থা দাবি করেছে৷ ব্লুমবার্গ নিউজ-ও এমন নিষেধাজ্ঞার উল্লেখ করেছে৷ সেই রিপোর্ট অনুযায়ী শুধু জি-সেভেন নয়, ইউক্রেনের সহযোগী দেশগুলিও সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারে৷ আগামী মাসে জাপানে জি-সেভেন শীর্ষ সম্মেলনে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ