1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন

২৮ অক্টোবর ২০১২

পূর্ব ইউরোপের অন্যতম দেশ ইউক্রেনের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ৷ নির্বাচনে নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো৷ তাঁর ওপর নির্ভর করতে পারে সংসদে ক্ষমতাশালীদের প্রাধান্য থাকবে কিনা৷

A Presidential Regiment soldier holds his ballot as others queue to vote during Parliamentary elections in Kiev on October 28, 2012. kraine voted in legislative polls on Sunday that are being seen by the West as a test of democracy under President Viktor Yanukovych following the jailing last year of his most charismatic political foe. AFP PHOTO/ SERGEI SUPINSKY (Photo credit should read SERGEI SUPINSKY/AFP/Getty Images)
Wahlen in Ukraine 28.12.2012ছবি: Getty Images

সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া ইউক্রেন রাশিয়া এবং পশ্চিম ইউরোপের মাঝামাঝি অবস্থিত৷ দেশটির রাজনীতিতেও এই পূর্ব-পশ্চিমের টানাটানি দেখা যায়৷ দেশটির পূর্বাঞ্চলের মানুষ রুশ ভাষাতে কথা বলে৷ সেখানে বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের দল রিজিওন্স এর জনপ্রিয়তা বেশি৷ আবার পশ্চিমাঞ্চলের মানুষ ইউক্রেনিয়ান ভাষাতে কথা বলে, সেখানে সাবেক প্রেসিডেন্ট ইউলিয়া টিমোশেংকোর দল ফাদারল্যান্ডের সমর্থন বেশি৷ বড় দুই দলের সমর্থনের ভিত্তিতে যে পার্থক্য তার প্রতিচ্ছবি দেখা যায় দুই দলের বৈদেশিক সম্পর্কের নীতির বেলাতেও৷ টিমোশেংকোর প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন স্পষ্ট, অন্যদিকে ইয়ানুকোভিচ রাশিয়ার ঘনিষ্ঠ৷

তবে এইবারের সংসদ নির্বাচনে টিমোশেংকোকে মোকাবিলা করতে হচ্ছে না ইয়ানুকোভিচকে৷ কারণ দুই বছর আগে ক্ষমতায় আসার পর তিনি টিমোশেংকোকে জেলে পাঠিয়েছেন৷ গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে টিমোশেংকো৷ ক্ষমতায় থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে জেল দেওয়া হয়েছে৷ এরপরও কারাগার থেকেই সমর্থকদের এই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের বিরোধী নেত্রী৷ ভোটারদের বেশি করে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন টিমোশেংকো৷

ক্লিচকোর সমর্থন বিরোধী নেত্রী টিমোশেংকোর প্রতি আগে থেকেইছবি: AFP/Getty Images

টিমোশেংকোর অনুপস্থিতিতে রাজনীতির মাঠে নতুন করে উদয় হয়েছেন ভিতালি ক্লিচকো৷ বক্সিং এর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গোটা দেশেই ভীষণ জনপ্রিয়৷ তিনি তাঁর নতুন দল উদার, যার অর্থই হচ্ছে ঘুঁষি, তাকে নিয়ে এখন ভোটারদের সামনে হাজির হয়েছেন৷ নির্বাচন পূর্ব জরিপে দেখা গেছে, বিরোধী জোটের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে ইয়ানুকোভিচ আর কমিউনিস্টদের জোট৷ তবে ক্লিচকো যদি তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে পাশার দান উল্টে যেতে পারে৷ কারণ ক্লিচকোর সমর্থন বিরোধী নেত্রী টিমোশেংকোর প্রতি আগে থেকেই৷ উল্লেখ্য, ইউক্রেনের আরেক জনপ্রিয় ফুটবল তারকা আন্দ্রেই শেভচেংকোও এই নির্বাচনে অংশ নিচ্ছেন৷ ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনিও রাজনীতিতে নেমেছেন৷

ইউক্রেনের সংসদে আসন সংখ্যা মোট সাড়ে চারশ৷ এর মধ্যে অর্ধেক আসন প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদের ভোটের সমানুপাতিক হারে পাবে৷ তবে এজন্য নির্বাচনে একটি রাজনৈতিক দলকে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেতে হবে৷ এর ফলে নাম সর্বস্ব দলগুলো বাদ পড়ে যাবে৷ সংসদের বাকি আসন বিজয়ী একক প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে৷

আরআই/এএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ